![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন সংক্ষিপ্ত। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণে রাখুন আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহন করুন।
গ্র্যামি ২০১৫ অনুষ্টিত হবে ৮ ফেব্রুয়ারী, ২০১৫... "Song of the Year" ক্যাটাগরিতে যে কয়টি গান আছে সেগুলো নিয়ে কিছু তথ্যসহ আমার মতামত শেয়ার করলাম।
১। All About That Bass
শিল্পীঃ Meghan Trainor
জনরাঃ বাবলগাম পপ
লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=7PCkvCPvDXk
জুন ৩০, ২০১৪ সালে মুক্তি পাওয়া এ গানটি ৮ সপ্তাহ ধরে বিলবোর্ডের টপচার্টের ১ নাম্বারে ছিল। ৬ মিলিয়নের উপর কপি বিক্রি হয়েছে (ওয়ান অফ দ্য বেস্ট সেলিং)। মোট দু ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। অন্যটি রেকর্ড অফ দ্য ইয়ার।
আমার মতঃ মোটামুটি ভালো গান। মজা আছে। তবে কয়েকবার শোনার পর আর ইচ্ছে করে না। অভাররেটেড মনে হয়েছে।
আমার রেটিং: ৬/১০
২। Chandelier
শিল্পীঃ Sia
জনরাঃ ইলেক্ট্রো পপ
লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=2vjPBrBU-TM
মার্চ ১৭, ২০১৪ সালে মুক্তি পাওয়া এ গানটি বিলবোর্ডের টপচার্টে ৮ নাম্বার পজিশন পর্যন্ত উঠেছিল। ২ মিলিয়নের উপর কপি বিক্রি হয়েছে। মোট চার ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। অন্যগুলো হল রেকর্ড অফ দ্য ইয়ার, বেস্ট সলো পারফর্মেন্স এবং বেস্ট মিউজিক ভিডিও।
আমার মতঃ সেই মানের ভালো গান। লিরিক্স অসাধারণ, খুব গভীর। ভিডিও আমার কাছে ভালো লেগেছে। আর Sia'র ভয়েসে, লেখনীতে কিছু একটা আছে। মোহমুগ্ধ।
আমার রেটিং: ৮/১০
৩। Shake It Off
শিল্পীঃ Taylor Swift
জনরাঃ পপ
লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=nfWlot6h_JM
আগস্ট ১৮, ২০১৪ সালে মুক্তি পাওয়া এ গানটির রিলিজই হয় বিলবোর্ডের টপচার্টে ১ নাম্বার পজিশন দিয়ে। মোস্টলি ক্রিটিকদের দ্বারা খুব সমাদৃত হয় গানটি। মোট তিন ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। অন্যদুটো হল রেকর্ড অফ দ্য ইয়ার এবং বেস্ট সলো পারফর্মেন্স।
আমার মতঃ লিরিক্স ভালো। গান মোটামুটি। ভিডিও জঘন্য।
আমার রেটিং: ৫/১
৪। Stay With Me (Darkchild Version)
শিল্পীঃ Sam Smith
জনরাঃ পপ
লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=pB-5XG-DbAA
এপ্রিল ১৪, ২০১৪ সালে মুক্তি পাওয়া এ গানটি বিলবোর্ডের টপচার্টে ২ নাম্বার পজিশন পর্যন্ত উঠেছিল। ৬ মিলিয়নের উপর কপি বিক্রি হয়েছে (ওয়ান অফ দ্য বেস্ট সেলিং)। মোট তিন ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। অন্যদুটো হল রেকর্ড অফ দ্য ইয়ার এবং বেস্ট সলো পারফর্মেন্স।
আমার মতঃ লিরিক্স এবং গান মোটামুটি ভালো। ভিডিও সিম্পল।
আমার রেটিং: ৬.৫/১০
৫। Take Me To Church
শিল্পীঃ Hozier
জনরাঃ ইন্ডী রক, ব্লুজ
লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=MYSVMgRr6pw
সেপ্টেম্বর ১৬, ২০১৩ সালে মুক্তি পাওয়া এ গানটি বিলবোর্ডের টপচার্টে ২ নাম্বার পজিশন পর্যন্ত উঠেছিল। প্রায় মিলিয়নের উপর কপি বিক্রি হয়েছে।
আমার মতঃ লিরিক্স মারাত্মক। অসাধারণ গায়কী। ধরে রাখার মত গান। ভিডিও অনেকেই সহজ ভাবে নেয়নি যেটা স্বাভাবিক।
আমার রেটিং: ৯/১০
Chandelier অথবা Take Me To Church এর একটা পেলেই খুশি।
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
কালো কুয়াশা বলেছেন: হা হা জী ভাই ওইটা আমি
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: গতকাল ফেসবুকের গানপাগলা গ্রুপে দেখেছিলাম পোস্টটা। ওটা তাহলে আপনি! গানগুলো প্রতিটাই ভালো। আমার ভোট টেইলর সুইফটের পক্ষে।