নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের সংখ্যা

আল শাহরিয়ার মাহী

নাম : আল শাহরিয়ার মাহী। বয়স : ১৪। শ্রেণি : ৯ম। আমি একজন বইপোকা। দেশ প্রেমের কমতি নেই।

আল শাহরিয়ার মাহী › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০

প্রকৃতিকে নিয়েই আমাদের বেঁচে থাকা। সে প্রকৃতি আবার বিচিত্র রকমের। প্রকৃতির রয়েছে তার নিজস্ব রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্বাদ, শব্দ, দৃষ্টি আরো কত কী। শুনেছি সবুজ গাছপালার দিকে তাকালে চোখের উপকার হয়। মাঝে মাঝে সময় পেলে এখন তাই করি। কোন পাহাড়ে গিয়ে এখনো চিৎকার করার সুযোগ হয়নি। কি জানি কেমন অনুভূতি হয়! শব্দের ব্যাপারে মানুষের তুলনা নেই। শুধু মাত্র কথার মাধ্যমেই অন্যকে যেকোনো বিষয়ে আগ্রহী করে তোলা যায়। স্পর্শের ব্যাপারটা একটু আলাদা। মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় স্পর্শ। চোখ, কান, নাক যা করতে পারে না, স্পর্শ সেগুলো অনেকটাই সহজ করে তোলে। স্বাদের ব্যাপারে মানুষের আগ্রহ বরাবরই একটু বেশিই। সবারই জানা আছে, " কারো মন জয় করতে হলে প্রথমে তার পাকস্থলী জয় করো। " শ্বাশুড়ী থেকে শুরু করে নববধূ এখন এই নিয়মেই চলছে। তবে জ্ঞানীগুণীরা স্বাদকে নাকি ' মিষ্টি, ঝাল, টক, নোনতা ও তেতো ' এই পাঁভ ভাগে ভাগ করেছে। অনেক ফুলের গন্ধ আছে তা তো সবাই জানে। কিছু ফুলের নাকি আবার স্বাদও আছে। যেমন : গোলাপের গন্ধ নোনতা, হাসনাহেনার মিষ্টি। তবে মিষ্টি, নোনতা, টক সবারই নির্দিষ্ট সীমানা আছে। কারো সীমানায় প্রবেশের আগে অনুমতি নিতে হয়,নইলে বিপর্যয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৪

মস্টার মাইন্ড বলেছেন: প্রকৃতি নিজেকে ফুলে ফুলে সাজিয়ে নিক বা না নিক, আজ বসন্ত। বসন্তের রঙ্গে রাঙ্গিয়ে যাক তোমার আপন ভূবন, সেই সাথে রাঙ্গিয়ে তুল তোমার প্রিয়জনদের আঙ্গিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.