নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের সংখ্যা

আল শাহরিয়ার মাহী

নাম : আল শাহরিয়ার মাহী। বয়স : ১৪। শ্রেণি : ৯ম। আমি একজন বইপোকা। দেশ প্রেমের কমতি নেই।

আল শাহরিয়ার মাহী › বিস্তারিত পোস্টঃ

ভাষান্তের যুগে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

" বিনা স্বদেশি ভাষা। মিটে কী আশা? "
বর্তমান পরিপ্রেক্ষিতে কথাটা কি আজ চলে? বাংলাকে আজ আমরা কতটুকু ভালোবাসি? প্রতিটি বাক্যে আজ আমাদের ২টি ইংরেজি শব্দ না বললে চলেই না। তার উপরে আবার সর্বনাশের কারণ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলিশের ব্যবহার। ভাষার মর্যাদা কী তাহলে রক্ষা হচ্ছে? কিন্তু পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা তো বাংলা। শুধু কী তাই? পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষাও বলা যায়। হিন্দি কিংবা উর্দুর দিকেই তাকিয়ে দেখুন না। সেসব ভাষার নিজস্ব কোন স্বরবর্ণ নেই। হিন্দি কিংবা উর্দু সংস্কৃত ভাষার স্বরবর্ণ ব্যবহার করে। কিন্তু আমদের স্বরবর্ণ তো পৃথিবীর যেকোনো ভাষার ভাষার চেয়ে অনেক বেশি ( ১১ টা) । তবুও আমাদের বাংলা ভাষা এমন নাজেহাল কেন? তবে, ভাষা পরিবর্তনশীল। যে ভাষার পরিবর্তন হয় না সে ভাষা মৃত ভাষা। কিন্তু এমন পরিবর্তনই কী আমরা চেয়েছিলাম যেখানে একটি বাক্যের ১০ টা শব্দের সাথে ২ টি ইংরেজি শব্দ যুক্ত হবে?শহরের প্রতিটা স্কুলের প্রতিটা স্কুলের দিকেই তাকিয়ে দেখুন না, সেখানে ইংরেজি ভাষার ক্লাব থাকলেও বাংলা ভাষার ক্লাব কী রয়েছে? অভিভাবকরা আর তাদের সন্তানদের হাতে " শেষের কবিতা কিংবা পথের পাঁচালী তুলে দেন না। " আজ আমরা Communicative English পড়তে ব্যস্ত। কিন্তু তারা কী জানেন না? আগে চাই মাতৃভাষার গাঁথুনি পরে বিদেশি ভাষার পত্তনি। সবশেষে বলতে চাই, আপনার সন্তানকে শেখান জাতীয় ফল জ্যাকফ্রুট নয়,জাতীয় ফল কাঁঠাল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: দু'টাই শিখতে হবে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

আরোগ্য বলেছেন: সরকারি দলেরও বাংলা ভাষা পছন্দ না তাই তো প্রথম বাংলায় লেখা সামহোয়্যারইন ব্লগ বন্ধ করছে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

মাহমুদুর রহমান বলেছেন: সময়ের পালাক্রমে একদিন এদেশের মানুষের অবস্থা হবে বিহারিদের মতো।
কাজেই সময় থাকতে সাবধান।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

আল শাহরিয়ার মাহী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.