নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

কচ্ছপের বাচ্চা

১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৩

বাচ্চাদের জন্য কচ্ছপের বাচ্চা, একুরিয়াম ফিস কিংবা কবুতর কিনবো ভাবছি।

সস্তায় কোথায় পাওয়া যাবে বলতে পারবেন কি

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৪

রাইসুল জুহালা বলেছেন: ব্লগার রেজোওয়ানাকে জিজ্ঞেস করেন। ওনার অ্যাকুরিয়ামে কচ্ছপ, মাছ দুটোই আছে। কবুতর আছে কিনা সেটা আমি অবশ্য জানি না।

১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:০০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, রেজোওয়ান সাহেব চলে এসেছেন

২| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৬

ট্যামটেমি বলেছেন: ভাই, কচ্ছপ্প নয় ওরা কচ্ছপ, আর এর জন্য কাঁটাবন......

১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৮

মাহিরাহি বলেছেন: ঠিক করে দিয়েছি

১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৯

মাহিরাহি বলেছেন: ঠিক করে দিয়েছি

৩| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৩

রেজোওয়ানা বলেছেন: হা হা হা রাইসুল ভাই আমি নিজেই চলে এলাম!!

কচ্ছপের বাচ্চা, একুরিয়াম ফিস, কবুতর সবই কাটাবনে পাবেন, এখান থেকে কেনা সাশ্রয়ী হবে। কচ্ছপ কিনলে একজোড়া কিনবেন, বিদেশী গুলো, সাইজে একদম পিচকা হবে। দেশি গুলো একটু বড় হলেও বাচে না বেশিদিন। কচ্ছপের কেসটায় অল্প পানি প্লাস শুকনো জায়গার ব্যাবস্থা রাখতে হবে।

একুরিয়ামও ওখানেই পাবেন। মাছ কিনলে প্রথম অবস্থায় গোল্ড ফিস, মার্লে, র‌্যাম্বোশার্ক কেনা ভাল হবে। অবশ্যই অক্সিজেন কিনবেন।
কবুতর ঘুঘু দুটাই পাওয়া যাবে।

৪| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৪

রেজোওয়ানা বলেছেন: কচ্ছপের জোড়া ৩০০/৪০০ টাকা নেবে।

১৮ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য। বিদেশী গুলো ৩০০/৪০০ টাকা?

কচ্ছপের কেসটায় অল্প পানি প্লাস শুকনো জায়গার ব্যাবস্থা রাখতে হবে।

তা কিভাবে করা সম্ভব।

৫| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:০১

বিকেল বলেছেন: কাটাবন যান; তবে দাম প্রথমে অনেক বেশি চাবে ।

৬| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:০২

রাইসুল জুহালা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, রেজোওয়ান সাহেব চলে এসেছেন

সর্বনাশ! :D :D হাসব না কাঁদব?

৭| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৩

মাহিরাহি বলেছেন: রেয়ার পশুপাখিদের কোন আইডিয়া আছে কি আপনার কাছে, যেমন ধরুন অক্টপাস

৮| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৪

রেজোওয়ানা বলেছেন: @ রাইসুল ভাই, সেইম হিয়ার /:)

বিদেশি গুলোর দাম। এই পোস্টের ৩৭ নম্বর মন্তব্য দেখেন ছবি দেয়া আছেView this link

১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৬

মাহিরাহি বলেছেন: দু:খিত জেন্ডারে ভুল হওয়াতে

৯| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:১৭

আর.এইচ.সুমন বলেছেন: আহা !! হঠাৎ ভাইজান পশুপাখির প্রেমে পড়লেন মনে হচ্ছে :) :)


ভাই এগুলো কেনার আগে রেজোওয়ানা আপুর কাছ থেকে ভাল করে টিপস নিয়ে নেন :) ,,,,,,, কারণ ঐসব জিনিস পালন করা বেশ কঠিন কাজ :)

শুভ হোক আপনার পশুপাখি প্রেম :)

১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪৪

মাহিরাহি বলেছেন: আমার দুই ছেলেকে (১০ & ৭ বছর) কিছু একটা দিয়া আটকানোর চেষ্টায় আছি। নন্দন পার্ক কিংবা অন্য কোথায় ঘুরিয়ে নিয়া আসারও চিন্তা ভাবনা আছে।

১০| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৭

নীল্ মেঘ বলেছেন: মাছ, কচ্ছপ , পাখি সব পাবেন কাটাবন এ। কচ্ছপ ১০০ টাকা করে পাওয়া যায়। তবে এদের কে মাছের সাথে না রাখাই ভালো, কারণ কিছু মাছ কচ্ছপের খোলসে ঠোকর দিয়ে অবস্থা কাহিল করে ফেলে।

১৮ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১১| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৮

কবুতর মিয়া বলেছেন: কাটাবনে পশুপাখির দাম অস্বাভাবিক বেশী। যদি কবুতর কিনতে চান, তাহলে শুক্রবার সকালে গুলিস্তানের কাপ্তান বাজার হাটে (ঠাটারীবাজারের পাশে) যেতে পারেন। ওখানে কাটাবনের চেয়ে অনেক সস্তায় কবুতর পাবেন। জাতও ভাল পাবেন। আর যদি ভ্যারাইটিস পশুপাখি কিনতে চান, তাহলে রবিবার সকালে টঙ্গী হাটে যেয়ে দেখতে পারেন। কবুতর, কালিম পাখি, টার্কী থেকে শুরু করে বান্দর,বাজ পাখি,চিলও পাবেন!! আর দামও কাটাবন থেকে অনেক কম। আমি ১জোড়া টার্কি টঙ্গী থেকে কিনেছিলাম ২৫০০/- দিয়ে। একই জিনিস কাটাবনে একদাম ৮০০০/- বলেছিল।

১২| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪৪

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য।

টার্কি কি পোষার জন্য।

১৩| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৯

কবুতর মিয়া বলেছেন: হ্যাঁ। আমি অনেক দিন পুষেছি। একটা মোরগ আর একটা মুরগী পালতাম। দেশী মুরগি দিয়ে টার্কির ৬টা বাচ্চাও ফুটিয়েছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি। টার্কি মোরগ যখন রেগে যায়, তখন সমস্ত শরীর ফুলিয়ে মাথা লাল করে ফেলে। দেখতে অপূর্ব লাগে!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.