নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারিদিকে শুধু ভুদাই আর ভুদাই

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।

ভুদাই

চারিদিকে ভুদাইয়ের দল ফেলিছে নিশ্বাস, কোন ভুদাইকে করিনা বিশ্বাস।

ভুদাই › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিব বাংলাদেশের প্রথম ‘অবৈধ প্রধানমন্ত্রী’: তারেক রহমান

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬





বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান । তিনি শেখ মুজিবকে বাংলাদেশের প্রথম ‘অবৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন।তারেক দাবি করেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন স্বায়ত্বশাসন।



মঙ্গলবার ওয়েস্ট মিন্সটারের সেন্ট্রাল হলে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।



তারেক বলেন, “বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। কারণ তিনি ১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী হয়েছিলেন।”



তারেক রহমান ঘোষণাপত্রের একটি বক্তব্য তুলে ধরেন। সেখানে লেখা রয়েছে, “এতদ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি থাকিবেন”। তারেক বলেন, “কিন্তু ৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে শেখ মুজিব ১২ জানুয়ারী কিভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন? তখনও তো সংবিধান প্রণীত হয়নি। ”



তিনি বলেন, “অপ্রিয় হলেও সঠিক ইতিহাসের স্বার্থেই ইতিহাসের কঠিন সত্যগুলো বলা প্রয়োজন।”



তারেক রহমান বলেন, “শেখ মুজিব যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেন, একইভাবে তার মেয়েও বর্তমানে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে আছেন।”



তারেক রহমান ২০১০ সালের অক্টোবর মাসে ‘সাপ্তাহিক’ পত্রিকায় প্রকাশিত ডক্টর কামাল হোসেনের একটি সাক্ষাৎকারের উদ্বৃতি দিয়ে বলেন, “শেখ মুজিব মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফিরে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি জাতিসংঘের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ফিরতে পারতেন। কিন্তু তিনি সেটিও করেননি। ”



বৃটেন বিএনপি আয়োজিত এই সুধী সামবেশে সভাপাতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সভায় আরো বক্তৃতা করেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এম এ মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর হাসনাত করিম, ড. ফিরোজ মাহমুদ ইকবাল, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র অহিদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী, শিক্ষক ও গবেষক আতিয়ার রহমান, যুক্তরাজ্য স্থানীয় সরকারের সাবেক কর্মকর্তা লুৎফুর রহমান আলী, মাওলানা শামসুল হক চৌধুরী, আগামী জাতীয় নির্বাচনে হাউজ অব কমন্সে লেবার পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মুকিম আহমেদ, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা শাহগীর বখত ফারুক, চার্টার্ড একাউন্টেট মুসাব্বির হোসাইন, কাউন্সিলার আয়েশা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।





বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবস সামনে রেখে ২৫ মার্চ আয়োজিত অনুষ্ঠানে দেয়া নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, “ওই অনুষ্ঠানে ইতিহাসের আলোকে তথ্য-প্রমাণের ভিত্তিতে বলা হয়েছিল জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক। কিন্তু এ বক্তব্যের পর আওয়ামী লীগের কোনো নেতাই কোনো যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে অশ্লীল কথা বলেছেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ছোট করতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, ৪০০ টাকার মেজর। এ ধরণের মন্তব্য করে শেখ হাসিনা বরং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকেই অপমান করেছেন। কারণ এই ৪০০ টাকার মেজর, ২০০ টাকার ক্যাপ্টেন, ১০০ টাকার সিপাহী, ৫০ টাকার কৃষক কিংবা লুঙ্গি পরা গামছা পরা স্বাধীনতাকামী মানুষগুলোই কখনো একবেলা অথবা আধাবেলা খেয়ে না খেয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। আওয়ামী লীগ নেতাদের মতো নিরাপদে কলকাতা পাড়ি জমালে মুক্তিযুদ্ধ হতো না।”



তারেক রহমান বলেন, “ইতিহাস হলো, ৪০০ টাকার মেজররাই মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু যাদের কাছে মানুষ আশা করেছিল তারা মুক্তিকামী মানুষকে নেতৃত্ব দিতে ব্যার্থ হয়েছিলেন।”



তিনি বলেন, “শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন স্বায়ত্বশাসন।” তারেক রহমান অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিদেশী একটি সংবাদ সংস্থায় প্রচারিত শেখ মুজিবুর রহমানের একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপিংস দেখান। ওই সাক্ষাতকারে শেখ মুজিব বিদেশী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘স্বাধীনতা? নো নো আই ডোন্ট মিন দ্যাট, আই ওয়ান্ট অটোনমি’।”



তারেক রহমান বলেন, বর্তমান অবৈধ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত কয়েকদিন আগে বলেছেন, কারো ঘোষণায় স্বাধীনতা আসেনি। অথচ এই আবুল মাল তার ‘বাংলাদেশ: ইমার্জেন্স অব এ নেশন’ বইয়ে লিখেছেন, জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষনা দেন।”



অনুষ্ঠানে তারেক রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, বাংলা নামের দেশ পুস্তকের রেকর্ড, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রেকর্ড, ভারত রক্ষক সাইটের রেকর্ড দেখান যেখানে জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপ্রধান বলে উল্লেখ করা হয়েছে।



‘মুক্তিযুদ্ধের পূর্বাপর’ নামে একটি বই থেকে তাজউদ্দিন আহমদের বক্তব্য উদ্বৃত করে তারেক বলেন, “২৫ মার্চ রাতে তাজউদ্দিন আহমদ শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণার অনুরোধ জানালে শেখ স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিব তাজউদ্দিনকে সাফ জানিয়ে দেন, স্বাধীনতার ঘোষণা দিলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।”



তারেক রহমান বলেন, “আওয়ামী লীগের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, ৭১ এর ১০ এপ্রিল থেকে শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি। তাহলে, ২৬ মার্চ থেকে এই পর্যন্ত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ কি নেতৃত্বশূন্য ছিল। ”



তারেক বলেন, “আওয়ামী লীগ কথায় কথায় রাজাকারদের মন্ত্রী বানানোর জন্য বিএনপির উপর দোষ চাপায়। অথচ বাস্তবতা হলো, বাংলাদেশে তালিকাভুক্ত রাজাকারদের প্রথম মন্ত্রী বানায় শেখ হাসিনা। শেখ হাসিনা তার পিতার আমলের তালিকাভুক্ত রাজাকার মাওলানা নুরুল ইসলামকে মন্ত্রী বানিয়ে তার পতাকায় প্রথম জাতীয় পতাকা তোলার সুযোগ করে দেন।”



অনুষ্ঠানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ মালিক বলেন, “৭১ সালের ২৫ মার্চ যেদিন শেখ মুজিব আত্মসমর্পন করলেন সেদিনই মুজিবের রাজনৈতিক মৃত্যু হয়েছে। মুজিব সেদিন আত্মসমর্পন না করে যুদ্বের নেতৃত্ব গ্রহণ করলে অমর হয়ে থাকতে পারতেন।”



ড. হাসনাত বলেন, “আওয়ামী লীগ কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা। অথচ এর কোনোটিই এখন বাংলাদেশে নেই।” তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শেই সবাইকে এগিয়ে যেতে হবে। ”

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

মুদ্‌দাকির বলেছেন:
কিছুই বলার নাই, শুধু বলি


২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: অইত্তেরি, :D
ভুদাই মিয়া নাকি
ম্যালা দিন বাদে ;) B-)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

ভালো ছেলে ২০১০ বলেছেন: তারেক ভাই মনে হয় ভালভাবেই নামছেন। কিন্তু মাঠের বাইরে থাইকা কি আর খেলা যায়?

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রধান বিরোধীদলটি কখনোই ২৬সে মার্চ ছাড়া কোন দিবসই মানে না।

১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' মানে না,পালনও করে না। ৬ দফা দিবসও মানে না।
১৬ই ডিসেম্বর বিজয় দিবসও মানে না,
বলে ভারতীয়দের কাছে আত্নসমর্পন, ভারতীয়দের বিজয়।

এখন বলছে মুজিবের ক্ষমতাগ্রহন অবৈধ, তার মানে ইয়াহিয়া জেনুইন!

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

ভুদাই বলেছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত কয়েকদিন আগে বলেছেন, কারো ঘোষণায় স্বাধীনতা আসেনি। অথচ এই আবুল মাল তার ‘বাংলাদেশ: ইমার্জেন্স অব এ নেশন’ বইয়ের ১২৩ নং পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় লিখেছেন, "জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষনা দেন।” @ তারেক রহমান

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

নীলমান৯২ বলেছেন: তারেকরে নিয়া একটা মুভি বানাইতে ইচ্ছা করে..... " A Dirty Mind" :-P

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

ভুদাই বলেছেন: " বাংলাদেশঃ ইমার্জেন্স অব এ নেশন, বইটির লেখক আবুল মাল আব্দুল মুহিত। এই বইটির ১৪৩ নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন মেজর জিয়াউর রহমান (পরবর্তীতে রাষ্ট্রপতি) প্রথম স্বাধীনতার ঘোষনা দেন... একই বইয়ের ২২৭ নম্বর পৃষ্ঠায় এই ভদ্রলোক আরও লিখেছেন পরদিন সন্ধ্যায় মেজর জিয়া তাঁর নেতৃত্বে একটি অস্থায়ী সরকারের রূপরেখা ঘোষনা করেন এবং তিনি স্বাধীন বাংলাদেশের জন্যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সমর্থন চান।

Click This Link

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৯

কৈশর বলেছেন: ফাগল হই গেছে!!!

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০

ভুদাই বলেছেন: Click This Link

৭| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪১

চলতি নিয়ম বলেছেন: তারেক বাই জন্মসুত্রে ফাকিস্থানি তো তাই । এই নেন ডেটা।

Tariq Rahman
Born November 20, 1967 (age 46)[1]
Karachi, West Pakistan

সুত্র উইকি:

৮| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: মুক্তিযুদ্ধের পূর্বাপর’ নামে একটি বই থেকে তাজউদ্দিন আহমদের বক্তব্য উদ্বৃত করে তারেক বলেন, “২৫ মার্চ রাতে তাজউদ্দিন আহমদ শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণার অনুরোধ জানালে শেখ স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিব তাজউদ্দিনকে সাফ জানিয়ে দেন, স্বাধীনতার ঘোষণা দিলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।”

তারেক রহমান বলেন, “আওয়ামী লীগের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, ৭১ এর ১০ এপ্রিল থেকে শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি। তাহলে, ২৬ মার্চ থেকে এই পর্যন্ত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ কি নেতৃত্বশূন্য ছিল।

৯| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

শামিল কায়সার বলেছেন: +++

১০| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:

তারেক ভুল কিছু বলেন নাই। উনি সত্য বলেছেন। প্রমান দিয়ে বলেছেন। কিন্তু হাম্বারা এটার বিপরিতে প্রমান না দিয়ে সেই খিস্তি খেঊর করছে

১১| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

গারো হিল বলেছেন: হাম্বালীগের সাথে এইভাবেই খেলা লাগবে =p~ সবকটার দেখলাম ুটকিতে জুলুনি ধরছে.....দেশ গোল্লায় যাক সবাই তারেক রহমানরে নিয়া বিজি =p~

সামুতে হাম্বার বিচরন ভয়াবহ রকমের কমে গেছে :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.