নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

অতীত

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৬

পাওয়ার আনন্দ আর না পাওয়ার ব্যর্থতার
মিশ্র প্রতিক্রিয়ায় কেটে গেছে জীবনের তিরিশটি বছর,
নষ্ট আর কষ্টে আজ আমি পরিপূর্ণ অমানুষ।
নিদ্রাহীন রাত্রি আর পুরানো ছেঁড়া
স্বপ্নগুলোর কথা মনে পড়লে বুঝি,
একদিন আমিও মানুষ ছিলাম।
পূর্ণিমা রাতে বিভোর হতাম স্বপ্ন দেখে
আর আজ মেঘমুক্ত রাতের আকাশ
আমাকে খুব কষ্ট দেয়,
ঝলমলে নক্ষত্রের দিকে চোখ পড়লেই
জলে টলমল হয় আঁখিযুগল
মনে পড়ে যায়,একদিন আমিও
নক্ষত্র প্রিয় ছিলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪২

অরুনি মায়া অনু বলেছেন: না পাওয়ার পরিমাণ কতটুকু হলে একটি মানুষ অমানুষ হতে পারে?
ঐ গানটি শুনুন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩২

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ অনু সুন্দর মন্তব্যের জন্য। আমার ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.