নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
‘কেমন আছো’ সেটা জিঞ্জেস করার
যায়গাটা হয়তো নেই ভাবছি
যাক সে কথা; কেমন আছো?
এই মায়াবী ইলিউসিভ জগতটা
কি সুন্দর নয়!
এই বুক ভরে শ্বাস নিচ্ছো
প্রিয়জনদের সাথে আছো,
স্রষ্টা এই বয়সের উপযোগী উপযুক্ত সম্মান দিয়েছেন!
আর কি!
কারো মতো সংকীর্ণ পরিবেশ আর একগাদা ঔষধের উপর নির্ভরতো করতে হয়না;
শুধুই সামান্য স্বাভাবিকতা জন্যে!
একটা ড্রাগ নির্ভর জীবন, ড্রাগ মানে কিন্তু 'মেডস'
একটু স্বাভাবিক অনুভূতি আর নিজের অস্তিত্ব নিধনরোধের প্রয়োজনে
কখনোবা খেতে হয় কয়েকডজন পিল;
ঘড়ির কাঁটার মাত্র চব্বিশ ঘন্টাতেই!
সে নিজেকে আণুবীক্ষণিক ধূলিকণাও ভাবেনা; ভাবেনা কোন সংকীর্ণ বা বৃহৎ কিছুই।
তবুও কোথাও অবচেতনের অচেতন অংশ থেকে উঁকি দিয়ে যায়
হয়তো সে অনেক যুদ্ধ আর মৃত্যুর পরেও উত্থিত হয়ে পারেনি
নিজের জন্মগত যোগ্যতার নূন্যতম ব্যবহার।
কখনোই ইচ্ছে ছিলোনা বলার
তবুও বলে যায় সে হঠাৎ
কখনো শরীর মনের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে ভাবে,
চলেতো যাবেই
তবে কেন এতো রক্তক্ষরণ?
কেনই এই কিস্তিতে ক্রমাগত মৃত্যবরণ!
হোকনা শেষ সেটা এখনই।
স্বপ্নচ্যুত বারবার, অসহ্য যন্ত্রণা মস্তিষ্কের
গহীনে
তবুও অনিশ্চয়তার বেড়াজালে আবদ্ধ
হয়ে সে বেঁচে থাকে নিদ্রাহীন রাত্রি
আর ক্লান্ত প্যারালাইজড ভোরের শীতলতা নিয়েই।
তুমি কি ভালো নেই তার চেয়ে?
কেন ভাবো জীবন শুধুই একটা বিপরীত লিঙ্গের মানুষকেন্দ্রিক!
সেওতো প্রতারিত হয়েছিলো কথিত ভালবাসার মানুষ দ্বারা প্রগাঢ়তার উত্তাপে;
জ্বলেছিলো আগ্নেয়গিরির লাভায়।
তুমি কি কখনো আপনার চেয়ে আপন ভাবা মানুষ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিলে?
কখনো কি তুমি নিজেকে বেওয়ারিশ ভাবতে সাইকির দ্বারা বাধ্য হয়েছিলেন
কখনোবা হয়েছিলে গৃহহীন?
আবেগিক বিচ্ছিন্নতা সচেতনে ধারণ করে অভিনয়ের বিষাক্ত তীঁরে বিদ্ধ হয়েছিলে
অথবা বন্ধুর ‘কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস’ এই প্রশ্নের উত্তরে চিৎকার করে কেঁদেছিলে?
শুনো, তবুও শুনো এই জীবনস্মৃতের গল্প
লিখতে গেলে, ইলিয়ড-ওডেসি-গসপেল- মহাভারতের চেয়ে কম কিছুই হবেনা।
কতো স্বপ্ন বিচ্ছিন্ন হয়েছে
হৃদয় বিদীর্ণ হয়েছে আর অচেতন থেকে
উঁকি দেয়া যোগ্যতার ক্ষুদ্রতম অংশও ব্যবহার না করতে পারার দুঃস্বহ যন্ত্রণাকে ভোঁতা করে
বেঁচে থাকে আর স্বপ্নকে গলা চিপে ধরে শুধুই স্বপ্নচ্যুত হওয়ার থরথর ভয়ে।
তুমি ভালো থেকো আর দূর থেকে ভেবো আমায়
আমি যদি নাও থাকি
জড় অস্তিত্ব নাই থাকুক আমার অজড় অস্তিত্বকে সাথে রেখো
এই আমার অসীম রক্তাক্ত অযাচিত বাসনা;
হোকনা সেটা অলীক কল্পনাই।
১৬ ই মে, ২০২১ বিকাল ৪:১১
প্রজ্জলিত মেশকাত বলেছেন: গুরু কিছু ক্ষেত্রে ইংরাজি ছাড়া উপায় খুঁজে পাবেন না। তাইলে স্কুল, হাসপাতাল বা হসপিটাল, কেডস, শু, ফরমাল, ক্যাজুয়াল, ভার্সিটি, কলেজসহ আরো সহস্রাদিক শব্দ ব্যবহার বাদ দেন; মাইরি বলছি।
২| ১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: আপনার কবিতায় তেজ আছে, দু;খ আছে, ধার আছে, পাওয়া, না পাওয়া আছে।
১৬ ই মে, ২০২১ বিকাল ৪:১২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ গুরু।।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২১ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: ভাবতেছি স্প্যানিশ শিখবো, এই ভাষা না জানলে নাকি জীবনই বৃথা...শুধু ইংরাজি আর বাংলা দিয়ে কি আর হবে এই বিশ্বসাহিত্যের ভবে?