নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস কাকতাড়ুয়া

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

অপরিচিত_আবির

অলস কাকতাড়ুয়া ... কারো সাথে কথা বলি না ... কোথাও যাই না ... এমনকি জোর হাওয়াতেও নট্ নড়ন-চড়ন

অপরিচিত_আবির › বিস্তারিত পোস্টঃ

একটি (অপ) মানপত্র(১৮+)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৫

এটি একটি যৌথ ব্লগ। আমার সহ ব্লগার এবং সহপাঠী অদ্রোহের সাথে ব্রেনস্টর্মিংয়ের ফসল, ২০০৪ ব্যাচের সিনিয়র ভাইদের বিদায় উপলক্ষ্যে পেশ করা একটি অপূর্ব শোক(!)গাঁথা। আজ আমাদের ফ্লোর বিদায় উপলক্ষ্যে এই ঐতিহাসিক মানপত্রটি পাঠ করে অদ্রোহ। ব্যাপক প্রশংসিত এই মানপ্ত্রটির রস আস্বাদনে কেউ ব্যর্থ হলে তার জন্য কোনভাবেই লেখকেরা দায়ী নয় ;)

















’০৪ ব্যাচের বিদায়লগ্নে একটি (অপ)মানপত্র



হে বিদায়ী ভাইয়েরা,





আজকের এ দিনে মনে পড়ছে কেবল তোমাদেরই সাথে কাটানো সেসব স্মৃতির কথা। তোমাদের পদচারণায় চার চারটি বসন্ত মুখরিত ছিল আমাদের প্রাণপ্রিয় আহসানউল্লাহ হলের দোতলা। এই চারটি বছরে যতবার শৌচাগারে তোমাদের পদচিহ্ন পড়েছে ততবারই দূর থেকে টের পাওয়া গেছে সেখানে তোমাদের মূল্যবান উপস্থিতি। সেখানে গিয়ে পেয়েছি তোমাদের ফেলে যাওয়া মূল্যবান নিদর্শন। তখন মনে মনে তোমাদের উদ্দেশ্যে বর্ষণ করেছি কত না কটুবাক্য। কিন্তু আজ হায়, বিদায়ের এ অন্তিমক্ষণে তোমাদের কথা মনে পড়বার সাথে সাথে মনে পড়ছে তোমাদের ফেলে যাওয়া

পুঁতিগন্ধময় সেসকল স্মৃতির কথাও যা বহুদিন ধেও আমাদের ঘ্রাণশক্তিকে আলোড়িত করে গেছে।





হে আঁতেল সম্রাটেরা,





কি নিদারুণ যন্ত্রণাতেই না পার করেছ তোমরা চার চারটি বছর! চোথার অভিশাপ ছিনিয়ে নিয়েছিল বিশ্ববিদ্যালয় তোমাদের জীবনের সকল রসকষ। আমরা যখন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতাম তখন তোমাদেরকে দেখাযেত পাঠাগারের এক কোণায় পর্বতপ্রমাণ বইয়ের আড়ালে মুখ গুঁজে বসে আছো। কিন্তু হায়! ভাগ্যেও কি নির্মম পরিহাস! প্রকৌশলী হওয়ার যে স্বপ্ন নিয়ে বুয়েটে পা রেখেছিলে - আজ সে স্বপ্নে জল ঢেলে তোমরা হতে চলেছ সামান্য বেতনের মাস্টার মাত্র। তোমাদের এ দুঃখের দিনে আজ আমরাও আন্তরিকভাবে দুঃখিত।





হে প্রেমিক পুরুষেরা,





মোবাইল কোম্পানিগুলো যদি ঘুণাক্ষরেও জানতে পারতো তোমাদের কথা তাহলে তোমাদের হয়তো আজীবন সম্মনননা পদকে ভূষিত করতো। কারণ মোবাইল নামক তুচ্ছ এ যন্ত্রটির পেছনে তোমরাা যে অতুলনীয় শ্রম, অমূল্য সময় আর অপরিমেয় অর্থ ব্যয় করেছ তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। সকালে-বিকালে, ক্ষণিকের অবসরে তোমাদের পাওয়া যেত আউলার করিডোরে। কতই না বিনিদ্র রজনী তোমরা পার করেছ ****(একটি স্বনামধন্য মহিলা কলেজের নাম) কুখ্যাত ললনাদের সাথে খোশগল্পে। তোমাদের এই বাকযুদ্ধের স্পৃহাকে স্যালুট জানাই, এবং আশা করি আমরাও হতে পারব একসময় এ যুদ্ধের সফল সৈনিক।





ওহে নারীরূপী পুরুষেরা,





সারাটা বিশ্ববিদ্যালয় জীবন জুড়ে তোমাদেও গায়ে সেঁটে ছিল ”হাফ লেডিস” তকমা। কি নারী পুরুষ সকলেই তোমাদেও হেয় প্রতিপন্ন করবার জন্য সবসময় ছিল তৎপর। পুরুষত্ব নামক বস্তুটি ছিল তোমাদের জন্য সোনার হরিণ। কিন্তু জ্ঞানীরা বলেছেন "নো বডি ইজ পার্ফেক্ট” - এ মহাসত্য মেনে নিয়ে তোমাদেও আজ বরণ করে নিলাম।





ওহে লম্পটেরা,





স্বরস্বতী পুজার দিন দেখা যেত তোমাদের আসল রুদ্ররূপ। শাড়ী পড়া বঙ্গললনাদের দেহবল্লরীর প্রতিটি খাঁজে খাঁজে বাঁকে বাঁকে অবাধে বিচরণ করতো তোমাদের তৃষ্ণার্ত দুটি চোখ। তাদেও দেখে তোমাদের মুখ হতে অবাধে লালা ঝরতো কিনা জানি না, জানি না তাদের দেখার পর তোমরা গোসলখানায় ছুটে গিয়ে "সেল্ফ হেল্প ইজ বেস্ট হেল্প” মটোটির যথার্থ প্রয়োগ করতে কিনা। আজ বিদায়বেলায় হয়তো তোমরা নিসঙ্গ, কিন্তু চিরকাল মনে রেখ - থাকিতে আপন হস্ত হব কেন নারীর দ্বারস্থ।





হে বিদায়ী কুয়োর ব্যাঙেরা,





নাওয়া নেই খাওয়া নেই - তোমরা পড়ে থাকতে তোমাদের মান্ধাতা আমলের পিসির সামনে। পড়াশোনা, খেলাধুলা, খাওয়াদাওয়া পারলে প্রকৃতির ডাকেও সাড়া দিতে তোমরা ঐ সংকীর্ণ গৃহকোণে বসে। জানি না হয়তো প্রাপ্তবয়স্ক ছবির কল্যাণেই তোমাদের রুম থেকে ভেসে আসতো যন্ত্রণাকাতর শীৎকার। তোমাদের এ নির্লজ্জ বেহায়াপনায় বিস্মিত হতাম আমরা সকলেই, এই বিদায়বেলায় তোমাদের কাছে একটাই দাবী - তোমাদের এই চার বছরের সঞ্চিত ৫০০ গিগার ভান্ডার আমাদের মুক্ত হস্তে দান করে যাও।





আজ এই বিদায়বেলায় তোমাদের সকল নচ্ছারপণা, কৃপণতা, বাতুলতা, লাম্পট্য আর বেহায়াপনার পঙ্কিলতা থেকে মুক্তি পাও এই আশায় বুক বেঁধে আউলার পবিত্রভূমি থেকে উৎখাত করছি আমরা একদল অপোগন্ড।



আউলার দোতলার অভাগা অনুজেরা



মন্তব্য ১৭৩ টি রেটিং +৮৩/-১

মন্তব্য (১৭৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: জোস!

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

অপরিচিত_আবির বলেছেন: দ্যাখতে হবে না কারা লিখসে ;)

২| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩২

সৌরভ১৩ বলেছেন: যথার্থ হইছে নামকরন (অপ) মানপতত্র... ভাগ্য ভালা আমার আপ্নের মত ছুডো ভাই আমার ছিল না... মজা পাইসি পইড়া... ;)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

অপরিচিত_আবির বলেছেন: মানপত্রটা দশ মিনিটের মাঝে লেখা হইছে, জরুরী অর্ডারে। আপনার এইরকম (অপ)মানপত্রের দরকার হৈলে অর্ডার দিয়েন। টেকা পয়সার ব্যাপার পরে আলূচনা করমু।

৩| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩২

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
ব্যাপকসস মানপত্র :)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

অপরিচিত_আবির বলেছেন: ধইন্যা অনেকসসসস

৪| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪০

নাহিন বলেছেন: বিয়াফক জট্টিল হইসে।

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৭

অপরিচিত_আবির বলেছেন: ছাত্রী হলে আপ্নারা ইরাম করেন্না???

৫| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪১

সৌরভ১৩ বলেছেন: ভাই বিপদে ফালাইয়া দিলেন যে, (অপ) মানপত্র লিখার জন্য পয়সা চাইতেছেন, ঝাতির বিবিকের কাছে প্রশ্ন তুলতাম চাই... ;)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৭

অপরিচিত_আবির বলেছেন: আইচ্চা যান আপ্রে লাইগা ফিরি স্যাম্পল X(

৬| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪২

রায়হান(তন্ময়) বলেছেন: অতি চমৎকার হইসে। অসাধারন। +++

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৭

অপরিচিত_আবির বলেছেন: ফ্রেশ ধইন্যাপাতা

৭| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৬

শূন্য আরণ্যক বলেছেন: খেক খেক খেক

বুয়েট সব কি (অপ) মান পত্র লিখতে ওস্তাদ নাকি ?

সাদাত দেখলাম জটিল পুথি লেখে !

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫০

অপরিচিত_আবির বলেছেন: আবার জিগায় ... আমরা পড়ালেখা ছাড়া সব করি :D

৮| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০২

মেহরাব শাহরিয়ার বলেছেন: সূচনা পড়েই ভয়ে অস্থির । এই একটা দিন তো বুয়েটে ডেনজারাস অবস্থা হয় :(

বাকিটা পড়ে কমেন্ট করব

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৮

অপরিচিত_আবির বলেছেন: আপ্নিতো হলে ছিলেন্না ... আজকে ভাইয়াদের কঠিন ভাবে সবক দেওয়া হইসে এবং এই মানপত্রটা ছিল কেবল সূচনামাত্র।

৯| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৩

অ্যামাটার বলেছেন: haste haste sheS!! :D

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৮

অপরিচিত_আবির বলেছেন: মইরা যাইয়েন না আবার ;)

১০| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৮

টোনা বলেছেন: সেইরাম হইসে ভাইডি .. তয় , একটু খৈয়াল কৈরা .. ০৮ তোমাগো নিয়া কি কি লিখবো মনে রাইখো ;) ;)

অসাধারন সুন্দর হইসে .. বান্দাইয়া রাখনের কাম পোস্টটারে ... :)

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৩

অপরিচিত_আবির বলেছেন: ০৮ মনে হয় না তেমন কিসু করতে পারবো কারণ আউলার দোতলায় আমরা ০৬ হইলাম ২৭ জন আর ০৮ হইল ৫ জন। কাজেই আমাদের বিদায়ের সময় আমরাই আশা করি দলে ভারী থাকমু। আর তাছাড়া আজকে ০৮ কেও "বরণ" করে নেওয়া হইসে ভালো মতনই!! কাজেই ওরাও প্রতিশোধ নিবে না এটা আশা করা উচিত না ...

১১| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: খাইসে
কোন ফ্লোর , কোন হল ?

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৭

অপরিচিত_আবির বলেছেন: খিয়াল করেন্নাই মনে হয় পোস্টের শেষে আসে ... আউলা দোতলা।

১২| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: আমাদের উইংয়ের বিদায়ে সিনিয়র সবাইকে দাওয়াত্ করা হয় , অন্তঃত ৮/৯ টা পুরনো ব্যাচের সবাই । বিরাট খাওয়া দাওয়া , তারপর ৩/৪ ঘন্টার প্রোগ্রাম । সিনিয়রদের কাছে শুনেছি বুয়েটে আমাদের উইংয়ে সবার আগে এমনটা চালু হয়েছিল , এখন সবখানে ছড়িয়ে গেছে ।

অনেকদিন পর এমন দিনটা মিস করলাম , এইবার ফ্লোরে কোন ০৪ নাই :(

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৩

অপরিচিত_আবির বলেছেন: এতদিস আউলার দোতলায় তাবলিগের কারণে বিদায় হইতে পারতো না, তাছাড়া এইবার প্রভোস্ট স্যারও বিশাল থ্রেট দিছিল অনুষ্ঠান করবার ব্যাপারে, আমগো লাইট খূলে ফেলসিল, সাউন্ড সিস্টেম ইউজ করতে দেয় নাই আর দেয় নাই মাঠে অনুষ্ঠান করতে - কিন্তু সকল কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা আয়োজনটা করেই ফেললাম। সিনিয়র ভাইরা তো মহাখুশী।

১৩| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৭

রাহি বলেছেন: জব্বর ডেলিভারি দিছেন! আপনেরে এখটা ফুরস্কার দেওন দরখার।
যান পেলাস দিলাম

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৫:০৬

অপরিচিত_আবির বলেছেন: আফনের পেলাসই যথেষ্ট - আমি নিজেকেে বেরাট সম্মানিত মনে করতাসি

১৪| ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪৫

কঁাকন বলেছেন: জটিল :)

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৫

অপরিচিত_আবির বলেছেন: :)

১৫| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১১

ওসমানজি২ বলেছেন: খাইছে আমারে, বাবা-মা পাডায় লেখা-পড়া করতে আর এরা দেখি ঐটা ছাড়া মাশাল্লাহ সব বিষয়েই উস্তাদ। +++++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৫

অপরিচিত_আবির বলেছেন: ;)

১৬| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৬

পানকৌড়ি বলেছেন: বড় ভালা হইছেরে ভাইডি.................

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৩

অপরিচিত_আবির বলেছেন: মজা পাইছেন ???

১৭| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১২

অচেনা সৈকত বলেছেন: আফসোস!!! আমাদের বিদায়ের সময় কেউ এরকম অপমানপত্র দান করে নাই।

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৩

অপরিচিত_আবির বলেছেন: আপনাদের সময় ফ্লোর বিদায়ের ট্র্যাডিশন শূরু হয় নাই ???

১৮| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৮

ফিরোজ-২ বলেছেন: জটিল লাগলো +++

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪০

অপরিচিত_আবির বলেছেন: আমারও!!!

১৯| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৮

নুভান বলেছেন: আহারে...সেই আউলা, সেই রুম, আজ সব-ই স্মৃতি :( . পুলাপাইল চটি পড়াইতে দেয় নাই তোমাদের? খেক খেক।

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫২

অপরিচিত_আবির বলেছেন: পড়াইতে দিবে ক্যান?? আমরাতো আয়োজক আমরাই না বড় ভাইদের ভালমতন দিসি। আর চটি রাখতাম চাইসিলাম কিন্তু সমস্যা হইল গিয়া এমন দুইজন গুরুগম্ভীর পাব্লিক ছিল যারা কিছুদিন পরে স্যার হৈতে যাইতাসে। এর মাঝে একজন আবার অদ্রোহের ডিপার্টমৈন্টের, তাই সাত পাঁচ ভেবে পড়ে আর রসময় গুপ্তের ভান্ডারে হাত দেওয়া হয় নাই। তবে অশ্লীলতায় কোন অংশেই পিছিয়ে ছিলাম না। ;)

আপনে আউলার ছিলেন নাকি?? কবে?? কোন রুমে??

২০| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫২

জানজাবিদ বলেছেন: "এই বিদায়বেলায় তোমাদের কাছে একটাই দাবী - তোমাদের এই চার বছরের সঞ্চিত ৫০০ গিগার ভান্ডার আমাদের মুক্ত হস্তে দান করে যাও"

যদি সত্যি কেউ দিয়া থাকে তাইলে এক কপি আমার লাইগা....:P

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৯

অপরিচিত_আবির বলেছেন: সত্যিই আছে ... আমরা এখন প্রসাদ পাচ্ছি

২১| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৬

আকাশ_পাগলা বলেছেন: ক্কঠঠিন।

খেক খেক খেক।

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৩

অপরিচিত_আবির বলেছেন: দ্যাখছো আমরা কিরাম মজা করি?

২২| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

মো মুজাহিদ আলম বলেছেন: অসাধারন । +

২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

অপরিচিত_আবির বলেছেন: তাই নাকি?

২৩| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

তায়েফ আহমাদ বলেছেন: বিদায়বেলায় একী শোনালে............!

২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

অপরিচিত_আবির বলেছেন: আপনেরও বিদায় নাকি?

২৪| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৪

আকাশচুরি বলেছেন: আরিব্বাস!!;)

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৩

অপরিচিত_আবির বলেছেন: হে হে হে

২৫| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০০

সাইলেন্সার বলেছেন:

এই (অপ) মানপত্র যাদের উদ্দেশ্যে তাদেরও কিছু বলার থাকতে পারে............. :)
অপেক্ষায় থাকলাম.............

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৮

অপরিচিত_আবির বলেছেন: ব্লগার সিউল রায়হান ভাইকেও কিন্তু উদ্দেশ্য করা হইসে, তবে কোন ক্যাটাগরী কমু না

২৬| ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৮

মুক্ত বয়ান বলেছেন: এইটা তো বহুত ভালা হইছে.. আমরা তো লেখি ৫ মিনিট.. ৫ জনে বসি.. প্রত্যেকে ৩ মিনিট ভাবি ২ মিনিটে লেখি.. সেইরকম সব লেখা আসে!! পিচ্চিগো সামনে বড় ভাইগুলার অবস্থা দেখলে মনে হয় কাইন্দা দিব!!! :(
আর, সবচাইতে আকর্ষণীয় হইল সংবাদ পাঠ। এইটাতে ছোট-বড় ভাগাভাগি নাই। সব রুমের সবকয়টারে পঁচানি!!!
তোমগো পত্র দেইখা ভাইয়াদের শোকর করা উচিত। :) :)
++

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৫

অপরিচিত_আবির বলেছেন: আমরা দউজন বসছিলাম দশ মিনিট, এর মাঝে আবার গেঞ্জির চালান আসছে সেইগুলা রাখসি, পোস্টরও লিখসি ...

২৭| ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১১

ফারহান দাউদ বলেছেন: জুনিয়র পোলাপান বিপজ্জনক জিনিস, লাগাম নাই।:|

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৫

অপরিচিত_আবির বলেছেন: একখান ছবিও দিয়ে দিলাম।

২৮| ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৮

মুক্ত বয়ান বলেছেন: পোস্টারটা ভালা হইছে। :)

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪০

অপরিচিত_আবির বলেছেন: আরে প্রোফেশনাল কার্টুনিস্ট দিয়া আবাইছি ভালা হবে না মানে !!

২৯| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৩

নুভান বলেছেন: আমি ছিলাম তিতুমীরের কিন্তু সারাদিন আউলার ৩৫৪ তে থাকতাম। বিপ্ররে চিনতা নাকি? ওর রুমে।

২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৫

অপরিচিত_আবির বলেছেন: আপনে কোন ব্যাচ ছিলেন ভাইয়া??

২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৭

অপরিচিত_আবির বলেছেন: বাঁধনের বিপ্র দা নয়তো??

৩০| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৪

কাঙাল মামা বলেছেন: মুহাহাহাহা..........

২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮

অপরিচিত_আবির বলেছেন: হিহিহিহিহিহিহি

৩১| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২২

সেলটিক সাগর বলেছেন: হায়রে দোতালা! এইখানেও কমন ;)

২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩

অপরিচিত_আবির বলেছেন: কমন???!????

৩২| ২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

সেলটিক সাগর বলেছেন: আবার জিগায়, আমিও দোতলারই পাবলিক :)

২৩ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৭

অপরিচিত_আবির বলেছেন: তাড়াতাড়ি পরিচয় দেন নইলে কিন্তু .....

৩৩| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৩

ভাঙ্গা পেন্সিল বলেছেন: এইটারে অপমানপত্র না কইয়া ম্যানপত্র কওয়া যায়... আসল পুরুষের জন্য;)

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:২৩

অপরিচিত_আবির বলেছেন: তোর জন্যও?? ;)

৩৪| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৯

হাসান বায়েজীদ বলেছেন: আউলার কেন্টিনে খাইতে মুঞ্চায় :)

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:২৩

অপরিচিত_আবির বলেছেন: আইয়া পড়েন .. এখন রমরমা অবস্থা

৩৫| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৮

নুভান বলেছেন: আমি ০২ ব্যাচের। হুমম বাঁধনের বিপ্র, ওর পুরো নাম বিপ্র রঞ্জন ধর।

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩২

অপরিচিত_আবির বলেছেন: বিপ্র দা কে তো ভালই চিনতাম ... তিন তলায় এখন ওনাদের ুরমে ০৪ এর বাঁধনের অমিতাভদা থাকেন।

৩৬| ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:২৪

বহ্নিশিখা বলেছেন: আউলা তো নস্টালজিক কইরা দিল।

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩৯

অপরিচিত_আবির বলেছেন: কনকি আউলা প্রেমিক এত্তা পাব্লিক কৈ ছিলো এতোদিন ....

৩৭| ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩৭

অচেনা সৈকত বলেছেন: ফ্লোর বিদায় হইসে ঠিকই কিন্তু এইসব আইডিয়া পোলাপানের মাথায় আসে নাই। খালি খাওয়া-দাওয়া আর গিফট প্রদানেই সীমাবদ্ধ ছিল। আউলার সেই ৩২১, কি একটা রুমেই না ছিলাম!

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩৯

অপরিচিত_আবির বলেছেন: আপনিও আউলার ছিলেন??? আউলা এতো স্যার প্রডিউস করসে ... এইবারও দুইজনরে বিদায় জানাইলাম। তাদেরতো মজা .. সোজা বিছানা বালিশ নিয়া পাশে স্মৃতি হলে উঠবে। আগের বারও মোট চারজন স্যার বাইর হইসিল।

৩৮| ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৯

নুভান বলেছেন: অমিতাভ তো বিপ্রদের পাশের রুমে থাকতো, এখন বিপ্রদের রুমে উঠছে নাকি? ভালোই তো :)

৩৯| ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩২

অপরিচিত_আবির বলেছেন: অমিতাভদাকে চিনতেন নাকি? উনিতো সামুতে কবিতা লেখেন এখন - অমিতাভ অধিকারী নিকে ... দেখতে পারেন।

৪০| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: থাকিতে আপন হস্ত হব কেন নারীর দ্বারস্থ। =p~
বেশি জোস হৈছে!
জিরো ফোরের কেউ আশেপাশে নাইতো? আর থাকলেও কি! ;) এইডা লইয়া লন- অদ্রোহ ভাইরেও দিয়া দিয়েন

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৩

অপরিচিত_আবির বলেছেন: আয় হায় সব জুনিয়ররা এই কান্ড কীর্তি দেইখ্যা ফালাইলে খোদা জানে আমগো বিদায় বেলায় কি হইবো ...

৪১| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২২

মাজেদুল ইসলাম বলেছেন: লেখাটা ভাল লাগলো তবে যে কারণে আপনার ব্লগে আসলামঃ ব্লগার নাফিস ইফতেখার এর একটা লেখায় আপনি TeraCopy এর কথা বলেছেন।এটা ব্যবহার করে অনেক উপকার হয়েছে,এজন্য অনেক ধন্যবাদ,খুবই ভাল কাজ করে,যেসব সিডি কপি হয় না সেগুলোও কপি করা সম্ভব।

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৮

অপরিচিত_আবির বলেছেন: ঐটাতো সেই কবের কথা!! যাহোক টেরাকপির কিছু ছোটখাটো বাগ বাদ দিলে আসলেই খুব ভালো জিনিস।

৪২| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৮

অচেনা সৈকত বলেছেন: আমাদের ৯৮ ব্যাচে আউলা থেকে তিনজন টিচার হিসেবে জয়েন করসিল। আমার ব্যাড লাক, শহীদ স্মৃতি হলে জায়গা পাই নি। মোহাম্মদপুরে থাকতাম। পরে তো বুয়েটের লাল কোয়ার্টারে বাসাই পেয়ে গেলাম।

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫১

অপরিচিত_আবির বলেছেন: কিন্তু থাকলেন না ....

৪৩| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:১০

হিমালয়৭৭৭ বলেছেন: হলের প্রোগ্রাম বইলা লিখতে পারছো, ডিপার্টমেন্ট থেকে হইলে তো খবরই ই ছিল।।। পড়ে মজা পাইছি।।। আমরা ডিপার্টমেন্টের এক পিকনিকে ০১ ব্যাচকে বিদায় দিয়েছিলাম - সোনারগাওয়ে। সেখানে একটা মানপত্র লিখেছিলাম ১/২ এ পড়ার সময়- Click This Link

আর ২/১ এ থাকতে তোমাদের ব্যাচের জন্য একটা লিখেছিলাম নবীন বরণ উপলক্ষে
Click This Link

দুই প্রোগ্রামেই স্যাররা থাকায় ভাষার ক্ষেত্রে রীতিমত রোযা রাখার মত অবস্থা...

২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৩

অপরিচিত_আবির বলেছেন: ভাইয়া এতো ভদ্রভাষায় বুয়েটের কোন বিদায় দেওয়া হয় এই প্রথম দেখলাম।

৪৪| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৩

মে ঘ দূ ত বলেছেন: :)

+++

২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫১

অপরিচিত_আবির বলেছেন: ধইন্যা

৪৫| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১১:১০

অচেনা সৈকত বলেছেন: আমি কি আর সখ করে বুয়েট ছাড়সি? ঐ চাকরীর মত আরামের চাকরী আর আছে? পিএইচডি না করলে নাকি প্রমোশন হবে না-এসব বলে-টলে ডিপার্টমেন্টই তো ঘাড় ধরে বিদায় করল। আর আমাদের মত বাচ্চা পোলাপান বুয়েটে বেশীদিন থাকলে সিনিয়র স্যারদের বিরাট সমস্যা ;), এজন্য যত তাড়াতাড়ি পারে বিদায় করে দেয়।

২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:২১

অপরিচিত_আবির বলেছেন: কন্কি!!! শুইনাতো পুরাই টাশকি খাইলাম , তাইলে এমনও হয়। কিন্তু আমগো ডিপার্টমেন্টেতো কখনো ইরাম অপবাদ শুনি নাই।

৪৬| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৬

অন্যরকম বলেছেন: =p~ =p~ =p~

Ha Ha Po Gey

২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:২১

অপরিচিত_আবির বলেছেন: হাসলেনও আংড়েজীতে??

৪৭| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৮

অরণ্যচারী বলেছেন: অপমানপত্র ভালো হৈছে।

২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:২৩

অপরিচিত_আবির বলেছেন: অপমান দেখতে বেগ্গলেরই ভালা লাগে

৪৮| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৪

হুতুমপেঁচা বলেছেন: পুরান কথা মনে পড়লো =p~ =p~ =p~

২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:২৩

অপরিচিত_আবির বলেছেন: তাই নাকি?

৪৯| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩১

কাব্য বলেছেন: ফুরান কথা মনে করায়ে দিলা, আমাগোরেও জুনিয়ররা দিছিলো, আমরাও সিনিয়রগোরে দিছিলাম,পুরা বাম্বু।

আর গিফ্ট হিসাবে কি দিছিলাম, তা আর না কই এই জনসমক্ষে,গিফ্ট গুলার কথা মনে পড়লে ...................=p~=p~

২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:২৩

অপরিচিত_আবির বলেছেন: আমাদের গুলাও সিরাম ছিল, কিনার জন্য ডিসপেনসারি আর ফ্যাষান হাউজে যাইতে হইছে

৫০| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৩১

রিমঝিম বলেছেন: ব্যাপক বিনোদনধর্মী পোস্ট। আশা করি আমাদের জুনিয়ররা কি ভালই না ছিল...... :P :P :P

৫১| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৩২

রিমঝিম বলেছেন: "আশা করি" হবে না P

২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৬

অপরিচিত_আবির বলেছেন: না না তারা ভালো ছিল না, তারা ছিল ... যাকে বলে গিয়ে ... হাবলা ...

৫২| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৪

অন্যরকম বলেছেন: তখন বাংলা লেখা যাইতেছিল না! :(

২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৬

অপরিচিত_আবির বলেছেন: অন্যরকম সমস্যা!

৫৩| ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯

হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: হল বিদায়ের টাইমে আমার কাম পড়তো পোষ্টার বানানো... মনে আসে যে লাষ্ট যে পোষ্টারটা বানাইসিলাম ওইটায় ছিলো একটা গাছ যেইটায় আটটা বান্দর ল্যাজ দিয়া ঝুইলা আছে আর একটা কাচি দিয়া তাগো ল্যাজ কাটা হইতেসে...

প্রোগ্রামের নাম দিসিলাম ল্যাজ কাটা উ‌তসব........

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

অপরিচিত_আবির বলেছেন: আপনার আইডিয়াো তো জোস ছিলো!!

৫৪| ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০২

জনৈক আরাফাত বলেছেন: নজরুল দ্বিতীয় তলা পূর্ব ৯৮’ রে যা দেয়া হইছিলো, সেটার তুলনায় এটি তো শিশুতোষ

পুরাটা ইয়াদ নাই আমার এখন!

যটিল মজার দিন সেইটা! ব্যপক লিখছো!

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

অপরিচিত_আবির বলেছেন: কি কর্মু উইঙের টিচার ফাইটাররা আগেই থ্রেট দিয়ে রাখসিল যে বেশি হাবিজাবি লিখলে টিচার হওয়ার পর বঁাশ দিয়ে দেবে। আবার এর মাঝে মেকানিকালের এক হবু স্যার থাকায় অদ্রোহ বেচারা আর ঐ লাইনে বেশিদূর এগোতে সাহস করে নাই।

৫৫| ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫

বাঙ্গাল বলেছেন: এই লাইনে আমার সকল লেখা কালের বিবর্তনে বিভিন্ন হলের ডাইনিং, উইঙ্গের বাথরুম, সিড়ির ল্যান্ডিং থিকা হারায়া গেছে। ইসসিরে...কালেকশনে রাখলে কতই না মজাক পাইতাম আজ।
সেই সব কথা ইয়াদ করানোর জন্য ধন্যবাদ।:)

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

অপরিচিত_আবির বলেছেন: আমাদের এই সাহিত্যকর্মগুলোর একটা নাম দেওয়া উচিত না, কি বলেন?

৫৬| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৫

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওরে ওরে, জট্টিল!! বুয়েটের পোলাপাইন আসলেই এইসব ব্যাপারে...হে হে। যতটুকু মনে পড়ে, আমাদের ফ্লোরেরটা দিলে এক্কেরে শ্যাষ, লগে লগে ব্যান খাইতে হবে ১৮+ ট্যাগ দিলেও। শোকেসে বান্ধায় রাখার মত হইসে। একশ কুটি পিলাচ লও।

২৬ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৪

অপরিচিত_আবির বলেছেন: আরে সাদাত ভাই ১৮+ তো যে কেউ লিখতে পারে অদ্রোহ আর আমি কারুকার্যমন্ডিত করেছি কেবল ১৮+ কে সেন্সর বোর্ডে পাশ করাবার জন্য।

৫৭| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫২

অপরিচিত_আবির বলেছেন: আমি মনে হয় বেশ কয়েকজায়গায় আমার পোস্ট বলে ফেলসি, কিন্তু মনে রাখতে হবে এইটা অদ্রোহ এবং আমার যৌথ প্রডাকশন।

৫৮| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

শ্রাবনের ফুল বলেছেন: অদ্রোহ আর আবির ভাইরে বিয়াফক ঝাঝা...জোশিলা হইছে!!! :)

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫০

অপরিচিত_আবির বলেছেন: বিশাল ধইন্যা

৫৯| ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৬

হাল্ক বলেছেন: মজাক পাইছি। আমিও আউলার প্রোডাকশন।

২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৫

অপরিচিত_আবির বলেছেন: বলেন্কি?? সব এইখানে আউলার ব্লগার নিকি?

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭

অপরিচিত_আবির বলেছেন: আপনি কি ১১৭তে থাকতেন নাকি??

৬০| ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৫

দূর্ভাষী বলেছেন: খাইছে, এ যে দেখছি জুনিয়র না, বিচ্ছু!!!!!!!!!!!

২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৫

অপরিচিত_আবির বলেছেন: আহা, ঢোকার সমঙ উনারা আমাদের যেরকম আপ্যায়ন করেছিলেন আমরা সেটাই ফিরিয়ে দিলাম মাত্র।

৬১| ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৯

সাধারণমানুষ বলেছেন:
"কতই না বিনিদ্র রজনী তোমরা পার করেছ ****(একটি স্বনামধন্য মহিলা কলেজের নাম) কুখ্যাত ললনাদের সাথে খোশগল্পে।"

"তোমাদের এই চার বছরের সঞ্চিত ৫০০ গিগার ভান্ডার আমাদের মুক্ত হস্তে দান করে যাও।"

জোশ

২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৫

অপরিচিত_আবির বলেছেন: সব কিন্তু সত্য কথন।

৬২| ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮

juddhobaaj বলেছেন: থাকিতে আপন হস্ত হব কেন নারীর দ্বারস্থ।

আস্তাগফিরুল্লাহ্ ওয়া মা লা তুরীন।

২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২২

অপরিচিত_আবির বলেছেন: আস্তাগফিরুল্লাহ

৬৩| ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হার্ট ফেল করে নাই কেউ (অপ)মানপত্রের ঠেলায়?

০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৬

অপরিচিত_আবির বলেছেন: নাঃ সবাই ব্যাপক মজা পাইছে। এবং দোয়া করসে যেন প্রতি বছরই এই আয়োজন হয় এবং আমরা যখন সিনিয়র হমু তখন যেন আরো ভালো(!) মানের অপমানপত্র পাই।

৬৪| ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫২

নকীবুল বারী বলেছেন: ২০১১ তে জামাত কইরা পোকো দেখতাম................................

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২০

অপরিচিত_আবির বলেছেন: আপনে খান নাই পিচ্চি পোলাপানের ডোজ? আপনে কত তলার বান্দা?

৬৫| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪০

অদ্ভুতুড়ে বলেছেন: পুরান কথা ইয়াদ করায় দিলেন

১০ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৭

অপরিচিত_আবির বলেছেন: কন কি?? আপনে কোন ব্যাচ??

৬৬| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৬

নকীবুল বারী বলেছেন: আমি হলে থাকতাম না, তবে রশীদ হল ২০১১ তে এতো বেশি থাকতাম যে আমারে সবাই মনে করতো ২০১১-এর বাসিন্দা।

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯

অপরিচিত_আবির বলেছেন: :))

৬৭| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৩

উদ্ভ্রান্ত পথিক বলেছেন: সিরাম!!!!!!
হাসতে হাসতে পড়ে গেলাম!!

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫

অপরিচিত_আবির বলেছেন: মজা পাইলাম আমিও।

৬৮| ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৫

অপরিচিত_আবির বলেছেন:

১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫

অপরিচিত_আবির বলেছেন: ঠেলা!

৬৯| ১৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:২১

অমিতাভ অধিকারী বলেছেন: @অপরিচিত_আবিরঃ আমি ৩৫৬ এ থাকি। ৩৫৪ তে না। আর এত পরিচিতির কিছু নাই। নুভান ভাইকে খুব ভাল ভাবেই চিনি(একই ডিপার্টমেন্টের কিনা )। তোমরা আমাদের যে মান(?) পত্র দিলে তা সম্পর্কে বেশী কিছু না বলাই ভাল। তোমারে তো ভাল ছেলে হিসেবেই জানতাম। হা হা হা।

;)

১৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৭

অপরিচিত_আবির বলেছেন: আমি ঠিকই জানতাম অদ্রোহ ভুল করাই দিসে!!

৭০| ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৩

jisaan বলেছেন: ৪ সপ্তাহ আগে বারান্দায় বসে শুনে হাস্তে হাস্তে গড়াগড়ি খেয়েছিলাম, আজ আবার পড়লাম। আবার হাস্লাম। জোস হইসে মানপত্রটা। ০৫ এর মানপত্রটার কাজ শুরু করে দেয়া যেতে পারে।

১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬

অপরিচিত_আবির বলেছেন: আমাদের সময় কি হয় আল্লাই ভাল জানেন ....

৭১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

শিমন বলেছেন: আউলার ২ তালায় ২ মাস না থাইকা তো মনে হইতাসে পিচ্চিদের বম্বশেল মিস করতাসি চরম ভাবে!!!

পুরাই কোপা হইসে! হাসতে হাসতে ফিলাট হইয়া গেলাম!

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩২

অপরিচিত_আবির বলেছেন: আপনে ছিলেন না ঐ দিন??

৭২| ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪

লীনা দিলরূবা বলেছেন: মানপত্র লেখককে ১০০টা দোররা (শুভেচ্ছা) মারিয়া ইহাকে প্রিয় পোস্টে লইয়া গেলাম:)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৯

অপরিচিত_আবির বলেছেন: সানন্দে সকল দোররা পৃষ্ঠে পাতিয়া নিলাম ;)

৭৩| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৮

তুষার আহাসান বলেছেন: +

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১০

অপরিচিত_আবির বলেছেন: :)

৭৪| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫২

আউলা বলেছেন: পরে পরবো :)

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৪

অপরিচিত_আবির বলেছেন: আইচ্চা

৭৫| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

রাশেদ বলেছেন: অফ্লাইনে পড়ছিলাম সম্ভবত আগে একবার।

৭৬| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

রাশেদ বলেছেন: মজা পাইলাম।

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৫

অপরিচিত_আবির বলেছেন: মজা!!!

৭৭| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

রিমি (স. ম.) বলেছেন: জটিলZ...

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৪

অপরিচিত_আবির বলেছেন: ধইন্যাZZZ

৭৮| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

সোহায়লা রিদওয়ান বলেছেন: আমি এরকম ফানি (অ)পমানপত্র পেয়েছিলাম একবার...... ক্লাস থেকে ......
সেখানের জাস্ট একটা লাইন তোমাকে শোনাই (সবচে স্বস্তিদায়ক যেটা)

''একদিন তোমার নাম দিকে দিকে এমন ভাবে ছড়িয়ে পড়বে যে গর্ভিত দেশবাসী নোয়াখালীর নাম পরিবর্তন করে রাখবে সোহাখালী , কুমিল্লার নাম হয়ে যাবে সোহাল্লা ''

জোস সেন্স অফ হিউমার তোমাদের !

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৪

অপরিচিত_আবির বলেছেন: সোহাল্লা তে যাওয়া হয় না অনেকদিন, এইবার ঈদেও যাইতে পারি কিনা কে জানে

৭৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

ম্যাভেরিক বলেছেন: ছোট ভাইরা এভাবেই বিদায়বেলায় স্নেহ-মমতার প্রতিদান দিয়ে থাকে, আফচুস... X(( B:-/ :-/

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১৩

অপরিচিত_আবির বলেছেন: এইটাই নিয়ম, তিন চার বছর ছোটভাইরা অত্যাচার সহ্য করে আর তারপর ... সিনিয়রের চার বছর + জুনিয়রদের একটা দিন=একটি (অপ)মানপত্র

৮০| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১৭

ম্যাভেরিক বলেছেন: আমরাও অবশ্য দিয়েছি, কিন্তু ফাঁকাতালে অতটা কঠিন বংশ পাইনি। ;)

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩২

অপরিচিত_আবির বলেছেন: কিন্তু বড়ভাইরা যে কিরকম রিঅ্যাক্ট করেছিলেন সেদিন, সেটা নিয়ে নাহয় আরেকদিন বলব ... সেটা আরো রগরগে কাহিনী ;)

৮১| ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১০

সাদাকালোরঙিন বলেছেন: মানীর মান আল্লাহ রাখে। ভাগ্যিস তোমরা আসার আগেই বুয়েট ছাড়তে পেরেছিলাম ।

বুয়েটে নিজেরাও বিদায় দেয়ার ও নেয়ার কিছু মিস্টি মধুর স্ম্বতি ফেলে এসেছি।

৮২| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

অপরিচিত_আবির বলেছেন: আমরাও সেই ভয়ে আছি।

৮৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮

ধূসর মানচিত্র বলেছেন: 98 ব্যাচের ভাইদের বিদায়ের সময় যে গিফটু দিছিলাম এবং গিফটুগুলা নিউমার্কেট থেকে কেনার সময়কার স্মৃতি মনে পড়লে এখনও আফসুস লাগে সেই দিনগুলোর জন্য

৮৪| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪২

ছায়াপাখির অরণ্য বলেছেন: দারুন!!

৮৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৬

আকীব বলেছেন: marattttokk....pura balatkar koira disen

৮৬| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১১:০১

জীবনকেসি বলেছেন: মহা কঠিন। আল্লায় বাচাইছে অনেক আগেই বিদায় লইছি। নাইলে এইটার মতো আইতে পারতো।

৮৭| ২২ শে জুন, ২০১২ বিকাল ৪:০০

হিজবুল বাহার বলেছেন: হে হে হে মজা পাইছি।

৮৮| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:১৭

ভালো থাকতে চাই বলেছেন: হাও নাইচ

৮৯| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:
জোশ !!!!

৯০| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:৪০

rudlefuz বলেছেন: লুলপত্র... :P :P

৯১| ০১ লা জুলাই, ২০১২ রাত ২:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন: লুল মামা লুল! পুরাই লুল! ;)

৯২| ০৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৮

এ যুগের শ্রীকান্ত বলেছেন: থাকিতে আপন হস্ত হব কেন নারীর দ্বারস্থ। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯৩| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১০:০২

আদরসারািদন বলেছেন: ****(একটি স্বনামধন্য মহিলা কলেজের নাম) কুখ্যাত ললনাদের সাথে খোশগল্পে। তোমাদের এই বাকযুদ্ধের স্পৃহাকে স্যালুট জানাই, এবং আশা করি আমরাও হতে পারব একসময় এ যুদ্ধের সফল সৈনিক। :> :> :> :> :> :>

৯৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম হইছে রে ভাই..........................

৯৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫

খেয়া ঘাট বলেছেন: আগে ব্লগ আসলেই জমজমাট ছিলো। জটিল পোস্ট
২৯৮১ বার পঠিত।
এখন কোমড় বাইন্দা লিখলেও ৫০০ এর ওপর হিট হয়না।
আপসুস।বড়ই আপসুস।

৯৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

আরিফ রুবেল বলেছেন: বড়দের কেউ এভাবে পচায় ! পুরাই হাহাপগে =p~ =p~ =p~

পুনশ্চ, পোস্টটি ৬০০৪ বার পঠিত। ব্লগার মনে হয় কোমায় গিয়া ঘুমায় /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.