![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত হলো একটা ধূর্ত শিয়াল। এরশাদের ফাতানো নির্বাচনে দাঁড়ায়, তারপর ৯১ এ বিএনপির সাথে জোট গড়ে। জামাতের বেয়াদবির কারনে বিএনপি তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধূর্ত শিয়াল এরপর আওয়ামীলীগের সাথে যোগ দেয় বিএনপি বিরোধী আন্দোলনে। তারপর আওয়ামীলীগ জামাতিদের আবার বের করে দিলে এরা আবার জোট বাধেঁ বিএনপির সাথে। এই জামাত দুই মুখো সাপ, কখন যে কার দলে যোগ দিবে কেউই বুঝতে পারবে না।
বিএনপিকে বলছি, জামতিদের ছেড়ে দিয়ে দলকে কলংক মুক্ত করুন, আপনাদের ভোটব্যাংক বাড়বে। বিএনপির বিরুদ্বে ১৯৯১ হতে ২০০১ পর্যন্ত তেমন কোন অপবাদ ছিলো না। কিন্তু এই জামাতকে সাথে নেয়ার পর বিএনপির বিরুদ্বে সবধরনের অপবাদ বাড়তে থাকে। বিতর্কিত হয়ে যায় এক মুক্তিযোদ্বার প্রতিষ্ঠিত এই দলটি।
শুধু ছাত্রদলকে জিজ্ঞেস করে দেখুন, কিভাবে শিবিরের পোলারা ছাত্রদলের মাঠ মেরে দেয়।
এই জামত-শিবির একটা ক্যন্সার, এটা যেই দলে ঢুকে ঐ দলকে নিঃশেষ করে দেয়।
সোনাব্লগে ছাগুদের ক্রন্দন চলছে। শেখ হাসিনা ক্ষমতা তারেক রহমানের হাতে ছেড়ে দিয়ে নিজে ইন্ডিয়া চলে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তাই না মির্জা সাহেব?! এইখানে ক্লিক করে বিএনপির বিরুদ্বে জামাতি পল্টিবাজদের গালাগালি দেখুন।
শাহবাগের আন্দোলনের আয়োজক ইমরান নাকি জিয়াউর রহমানকে গালাগালি করেছে, হেনতেন। এগুলা মূল আয়োজক না, এগুলা নেপোর দই মারতে আসা লোকজন। এই শাহবাগ আন্দোলন কোন দল,গ্রুপ বা ব্যক্তির নয় এটা সর্বসাধারনের।
তাই কেউ মিডিয়াতে নিজেদের খোমা দেখিয়ে থাকলে বুঝবেন ওটা ফেইমের জন্যে করতেছে। শাহবাগে আছে বিভিন্ন দল ও মতের লোকজনও। ওদের মধ্যে মতবেদ আছে, একজনের ডান দিকে হলে আরেক জন বাম দিকে। কিন্তু একটা বিষয়ে সবাই একমত, জাশিরের বিরুদ্বে প্রতিরোধ চাই।
সর্বশেষ একটা স্ট্যাটাস উঠিয়ে দিলেম, গতকাল বি এন পি র ভিতরে দুটো শুভ সূচনা হয়েছে। এর আগে বি এন পি নেতারা শাহবাগ আন্দোলনকে কটাক্ষ করলেও মির্জা ফকরুল ইসলাম আলমগির এই আন্দোলনকে জনতার আন্দোলন বলে অভিহিত করেছেন এনং এই আন্দলনের সফলতা কামনা করেছেন। দ্বিতীয়ত জামাতকে সাথে নিয়ে ১৮ দলের আজকের সভা বাতিল করেছে। বি এন পি র শীর্ষ নেতৃত্ব বুঝেছে এই ঘৃণিত রাজনৈতিক শক্তিকে পাশে নিয়ে আর চলা যায়না।
শাহবাগ থেকে এমন কোন বক্তব্য আসা উচিৎ নয় যা বি এন পি কে এই আন্দোলনে যুক্ত হতে নিরুৎসাহিত করে। তবে বি এন পি কে জামাতের সঙ্গ ত্যাগ করেই এই আন্দোলনে যুক্ত হও।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
রোকসানা খাতুন লিজা বলেছেন: শাহবাগে মহাসমাবেশ আন্তর্জাতিক মানের হয়নি: মওদুদ
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুরা বিএনপিরে গালায়ে আস্ত রাখতিছে না
বেচারা!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
রোকসানা খাতুন লিজা বলেছেন: ছাগুরা আওয়ামী লীগে যোগদানের ধান্ধায় আছে মনে হয়। জামাতিতো, এগুলারে বিশ্বাস করা যায় না।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
পুংটা বলেছেন: চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বিএনপিকে বলছি, জামতিদের ছেড়ে দিয়ে দলকে কলংক মুক্ত করুন, আপনাদের ভোটব্যাংক বাড়বে। বিএনপির বিরুদ্বে ১৯৯১ হতে ২০০১ পর্যন্ত তেমন কোন অপবাদ ছিলো না। কিন্তু এই জামাতকে সাথে নেয়ার পর বিএনপির বিরুদ্বে সবধরনের অপবাদ বাড়তে থাকে। বিতর্কিত হয়ে যায় এক মুক্তিযোদ্বার প্রতিষ্ঠিত এই দলটি।
সহমত......।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
নােয়ফ চৌধুরী বলেছেন: জামাত্যা হালারা গিরগিটি।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
চট্টগ্রামে হরতাল ডেকে পরে অবস্থা দেখে গা ঢাকা দিয়েছে জামাত-শিবিরের ইদুর গুলো।
Click This Link
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
ইন্তাজ ভাই বলেছেন: সর্বশেষ একটা স্ট্যাটাস উঠিয়ে দিলেম, গতকাল বি এন পি র ভিতরে দুটো শুভ সূচনা হয়েছে। এর আগে বি এন পি নেতারা শাহবাগ আন্দোলনকে কটাক্ষ করলেও মির্জা ফকরুল ইসলাম আলমগির এই আন্দোলনকে জনতার আন্দোলন বলে অভিহিত করেছেন এনং এই আন্দলনের সফলতা কামনা করেছেন। দ্বিতীয়ত জামাতকে সাথে নিয়ে ১৮ দলের আজকের সভা বাতিল করেছে। বি এন পি র শীর্ষ নেতৃত্ব বুঝেছে এই ঘৃণিত রাজনৈতিক শক্তিকে পাশে নিয়ে আর চলা যায়না
রাজাকারের ফাসির দাবী দেশপ্রেমিক বাংলাদেশীদের প্রাণের দাবী