![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমাদ সালাহ মাাদানি গত রাতে দেওয়া তার জীবনের সর্বশেষ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, আজ রাতে আমি জান্নাতের খুশবু পাচ্ছি। এবং সেই রাতেই হঠাৎ মিশরের আমেরিকানাইজড সেনাবাহিনী হানাদারের মত ঝাপিয়ে পড়ে নিরস্র প্রতিবাদিদের উপর। শহিদ হন আহমাদ সালাহ মাদানি।
নজরুলের ভাষায়,
জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনি জানি,
শহিদের খুনে হেসে উঠে যাবে জিন্দেগানি।
আল্লাহ তার শাহাদাৎ কবুল করুক।
ভয়ংকর অস্র হাতে ব্রাদারহুডের কর্মীরা।
এই ফটোসাংবাদিকের নাম আহমেদ আসেম। গত জুলাইয়ে তাকে শহিদ করে মিশরের আমেরিকানাইজড আর্মি। আর গতকাল শহিদ হয় তার ভাগদত্তা সারাহ আল সায়ারের। আশা করি জান্নাতে তাদের বিয়ে হবে অত্যন্ত ঝাঁক জমকভাবে।
শহিদি ঈদগাহে আজ হাজারো মানুষের ঢল।
নিজের শহিদ স্ত্রীর পাশে বসে কাঁদছেন একজন।
শহিদি ঈদগাহে আজ খালি জায়গা নেই। কানায় কানায় পরিপূর্ন হয়ে গেছে।
শহিদের জ্বালিয়ে দেওয়া লাশগুলো।
এক আহতকে বাচাতে এক মায়ের আর্তনাদ, থামাও তোমার বুলডোজার।
ব্রাদারহুড নেতা ডাঃ বালতাগির ১৭ বছর বয়সি মেয়ে আসমা বালতাগি শহিদ হলেন গতকাল।
না- সে শহিদ হয়নি তার পিতাকে কোন মন্ত্রনালয় হতে উৎখাত করা হয়েছে বলে। বস্তুত মুসলিম ব্রাদারহুডের শীর্ষ কোন নেতাই মুরসী সরকারের অধিনে কোন পদ বা কোন মন্ত্রনালয় নেন নি। মুরসী সরকারের মন্ত্রনালয়গুলো ছিলো নন-মুসলিম ব্রাদারহুড দিয়ে ভরা। মুরসী নিজেও শীর্ষ ১০ জন ব্রাদারহুড নেতার একজনও না। এরা ক্ষমতালোভি নয় বরং আল্লাহর সন্তোষই এদের মূল উদ্দেশ্য।
জ্বালিয়ে দেওয়া শহিদের লাশ।
জেনারের মোবারক ও জেনারেল সিসি ভাই ভাই, এক কোরাসে গান গাই।
সর্বশেষঃ মুসলিম ব্রাদারহুড হলো একটা ভায়োল্যান্ট সমাজের ভেতর থেকে ও সবচেয়ে নন-ভায়োলেন্ট মুভমেন্ট।৬০ টা বছর ধরে এদের উপর নির্মম গনহত্যা, নির্যাতন, গ্রেপ্ততার করলেও এরা এখনো অস্র হাতে তুলে নেয় নি। খোদা সয়ং নিজেও এদের ধৈর্য দেখে হয়ত হতবাক।
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
রোকসানা খাতুন লিজা বলেছেন:
দিকে দিকে চলে কুচকাওয়াজ, শহিদী ঈদের ছেলেরা সাজ।
শহিদ হওয়া গৌরবের বিষয়, দুঃখের কিছু নেই।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এগুলো হলো সেকুলার শুয়োর গুলার আসল চেহারা, সারাদিন গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাবে, আর নির্বাচিত না হলে যে কোনো ষরযন্ত্র করে নির্বাচিত সরকার উৎখাত করবে, আর সেনা সরকারের সাথে এদের সব সময়ই পুরানো দোস্তি।
মিশরের এই অবস্থার সাথে বাংলাদেশকে বসাতে পারেন কিছুদিন পরেই।
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
রোকসানা খাতুন লিজা বলেছেন: সেক্যুদের দেখেছি ট্যাংকের উপর তুরস্কে, আলজেরিয়ায় এবং মিশরে। সেক্যুরা মূলত ধান্ধাবাজ এবং ধোকাবাজ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬
রোহান খান বলেছেন: লাশ পুরিয়ে আজ তোমরা উল্লাসে মাতয়ারা
আশায় বসে আছ হবে তোমাদেরি এ বিজয়
তবে শুনে রাখো হে পশ্চিমা সভ্যতা
একটা একটা করে পাপের বোঝা বেড়ে চলেছে
ঝড় আসবেই, ঝড় আসবেই শুন্য হতে
তোমারি প্রতিপালকের নির্দেশ পড়ে
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
ফাহিম আহমদ বলেছেন: খুব খারাপ লাগল । কি যে হল মিশরের
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩
আল ইফরান বলেছেন: আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমীন
৬| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
আনোয়ার,চট্টলা বলেছেন: মিশরের যে সেনাবাহিনী সামান্য কটা ইসরাইলী সৈন্যের সামনে ইঁদুরের মতো দৌড়ে পালায়, ভয়ে কাপড় নষ্ট করে ফেলে, সেই সেনাবাহিনী নিজ জনগণের উপর এমন নির্যাতন, সত্যি ভয়ঙ্কর। ইসরাইলী-মার্কিণী মদদ ছাড়া এটা সম্ভব হয়নি এটা বলাই বাহুল্য।
৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭
ইসতিয়াক আহ্মেদ বলেছেন: আল্লাহ শহীদ ভাইদের কবুল করুন।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন লিজা।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮
মদন বলেছেন: