| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ মেঘলা
আমি যে একলা
স্বরনে তুমি
বসেছি আমি
জানালা পাশে
বেলার শেষে
কতযে স্মৃতি
প্রেম ও প্রীতি
তোমায় আমায়
দেখা ও শোনায়
মনের আয়না
ভোলা যায়না
আছ পাশে
বার মাসে
দুঃখ সুখে
আমার বুকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
তুরাগ হাসান বলেছেন: ভাল লাগল ভাইয়া। আসলেই সুন্দর হইছে। :#> :#> :#>