নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উল্টা পাল্টা

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা

চারশবিশ

চোরের মন পুলিশ পুলিশ

চারশবিশ › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ে এলাম হাতিরঝিল থেকে (ছবি ব্লগ)

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

হাতিরঝিল জানতে (প্রআ)

হাতিরঝিল জানতে (ইত্তে)



























































































এখানে যেতে পারিনি ছবি নেট থেকে নেওয়া

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

াহো বলেছেন: ++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

চারশবিশ বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: হাতি কৈ :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

চারশবিশ বলেছেন: আইতাছে

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

লিঙ্কনহুসাইন বলেছেন: খুবই সুন্দর লাগতাছে , তবে দুই চারটা হাতির ভাস্কর্য বানাইলে মন্দ হতো না ;) ;) ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

চারশবিশ বলেছেন: ভাল কইছেন

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

লিঙ্কনহুসাইন বলেছেন: দেখে বিদেশী বিদেশী একটা ভাব লাগতাছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

চারশবিশ বলেছেন: বিদেশিগো কাছে তো এইডা বিদেশি

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

শেরজা তপন বলেছেন: ভালৈ- ভ্রমন পিপাসুরা এখন আশুলিয়া বাদ দিয়ে হাতির ঝিল যাবে :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

চারশবিশ বলেছেন: সম্পুর্ন হতে আরো একটু সময় লাগব

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

জাহিদুল হাসান বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: দেখে বিদেশী বিদেশী একটা ভাব লাগতাছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

চারশবিশ বলেছেন: হ বিদেশি জিনিষ দেশে

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

এন ইউ এমিল বলেছেন: জাহিদুল হাসান বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: দেখে বিদেশী বিদেশী একটা ভাব লাগতাছে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

চারশবিশ বলেছেন: প্রাক্টিকালি আরও সুন্দর

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

আহসান২০২০ বলেছেন: মানুষ কি পুঙটা দেহেন, রাস্তার উপরে মডিউল বানাইছে, হেইডার উপরে উইঠ্যা পাছা দোলাইয়া পোজ দিবার লাগছে। এই লেইগ্যাই তো কই, বাংলাদেশের সব মানুষরে একবার কইরা বিদেশ ঘুরানো উচিত। তাইলে আর ওইটার উপরে উঠার সাহস পাইতো না।
বেটারা এতো সুন্দর একটা স্থাপনার উপরে উঠলি পায়ে জুতা নিয়া, জুতার ময়লা লেগে জিনিসটার সৌন্দর্য নষ্ট হলো, কয়দিন পর তো তোরই এইটাতে ঠেস দিয়ে দাড়িয়ে ছবি তুলতেই ঘেন্না লাগব। যেভাবে উপরে উঠতাছে নষ্ট হইতে দেরী নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

চারশবিশ বলেছেন: প্রথম প্রথম একটু করবেই

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এখন দরকার প্রচুর সবুজ গাছ আর ঘাস। তাহলে এরকম ন্যাড়া ন্যাড়া লাগবেনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

চারশবিশ বলেছেন: ঘাস গাছ লাগানো হইছে, বড় হইতে একটু সময় লাগব

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

রাফসান রাফী বলেছেন: এটা ফখরুদ্দিন আমলে বুয়েটের পরামর্শে শুরু করা হয়! আর পুরো কাজ আর্মি করে দিয়েছে! তাই এটা সম্ভব হয়েছে! হাসিনা আর আবুলদের দিয়ে এতো সুন্দর কাজ কখনই হবার নয়!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

চারশবিশ বলেছেন: সদিচ্ছা থাকলে অবশ্যই হবে

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

জহীরুল ইসলাম বলেছেন: ঐখানে রিকশা চলাচল করিতে পারিবে না?

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

চারশবিশ বলেছেন: দেখলাম রিক্সা ও বড় কাভার্ড ভ্যান যাবেনা

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

শূন্য পথিক বলেছেন: আমরা বাালি! শুরুর দিন আমরা ফুল গাছের মধ্যে বসে পড়েছি। কিছুদিন যাক শুরু করবো ফুল ছেড়া, ময়লা আবর্জনা ফেলা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

চারশবিশ বলেছেন: প্রথম প্রথম এরকম একটু হবেই

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

মনোপোল বলেছেন: সুন্দর, সুন্দর,,, সুন্দর সুন্দর

যেতে মন চায়, যেতেই হবে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

চারশবিশ বলেছেন: আরও একটু পরে আসেন, গাছপালা গুলি একটু ডড় হোক

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

বাতায়ন এ আমরা কজন বলেছেন:
কিন্তু আমাদের যা স্বভাব, কদিন যে থাকবে এই সৌন্দর্য তাই দেখার বিষয়।
আগেও বহু সুন্দর সুন্দর স্থাপনা আমরা খুব অল্প হময়ে নষ্ট করে ফেলেছি।
জাতি হিসাবে আমরা এত ছন্নছাড়া কেন? নাকি কদাকার জিনিষ দেখতে দেখতে আমাদের রুচিটাই নষ্ট হয়ে গেছে।

তবে আমাদের এ জাতীয় স্বভাবগুলোর পরিবর্তন দরকার খুব দ্রুত।
তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো।

আসুন আমরা সবাই সেই চেষ্টাই করি, যার দ্বারা যতটুকু সম্ভব।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

চারশবিশ বলেছেন: সহমত, নিজে করবনা এবং অপরকে মানা করলেই হয়ে যাবে

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই ওইখানে কি রিকসা চলতে দিবে? না দিলে খুব খারাপ লাগবে কারন ঢাকায় এখন রিকসা চলার রাস্তা খুব কম। রিকসা আমার সবচেয়ে পছন্দের যানবাহন। আর ভাই ছবি গুলর জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

চারশবিশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, দেখলাম রিক্সা ও বড় কাভার্ড ভ্যান যাবেনা

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই ওই এলাকার নিরাপতা কে দিবে সরকার নাকি আর্মি। কারন ওই প্রকল্পটা এমন জায়গাতে পরছে একপাশে দক্ষিণ বাড্ডা অন্যপাশে রামপুরা আর একপাশে বেগুন বাড়ি। কিছুদিন জাক প্রায় প্রতিন্দিন দক্ষিণ বাড্ডা, উলন আর বেগুন বাড়ির পোলাপান নিয়মিত ওই এলাকায় ছিনতাই করবে। সবচেয়ে বেশি হবে উলন এর দিকে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

চারশবিশ বলেছেন: আর্মি হলেই ভাল হয়

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মাজহারুল হুসাইন বলেছেন: এলাকা টা সুন্দর হয়েছে । এখন নিরাপত্তা ও যত্ন দেখার বিষয় ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

চারশবিশ বলেছেন: দেখা যাক কি হয়

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সািকল খান বলেছেন: ছবিগুলো ছবির মতই
মোটর সাইকেল টা আপনার নাকি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

চারশবিশ বলেছেন: উত্তরায় আইলে এটকু আওয়াজ দিয়েন, ফকরুদ্দিনের বিরানি খাওয়ামু

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

এম ই জাভেদ বলেছেন: ছবি দেখে মনে হল ভালই হয়েছে প্রকল্পের কাজ , আর্মি ছাড়া অন্য কাউকে দিয়ে কাজটা করালে এত সুন্দর ভাবে সমাধা হতনা। ক্যাপসা ন দিলে পোস্ট আরও অনেক সমৃদ্ধ হত। ধন্যবাদ ছবি শেয়ারের জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

চারশবিশ বলেছেন: সহমত

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

ভিটামিন সি বলেছেন: যারা পোষ্ট করে মন্তব্যের জবাব দেয় না তারা সামুর জারজ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

চারশবিশ বলেছেন: কোন মন্তব্য না দিয়ে, সুবিধা, অসুবিধা না বুঝে এমন একটা গালি দিলেন
যারা মন্তব্য দিয়েছে তারা তো কোন গালি দিলনা
যাই হোক ভাল থাকেন সুস্থ থাকেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.