![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু আগে আমার মামাতো ভাইয়ের সাথে ফোনে কথা হচ্ছিল
সে তুর্কীতে পড়ালেখা করে
কথায় কথায় রানা প্লাজার কথা চলে আসল
সে বলল ভাইয়া আমি খুব লজ্জার মধ্যে আছি
বন্ধুরা বলে তোমাদের দেশে এরকম ঘটনা কি করে সম্ভব হয় !
এক ইউরোপিয়ান বন্ধু বলল জানো আমাদের এলাকায় এরকম একবার এক বিল্ডিং ধ্বসে পরে এবং এতে দুই জন লোক মারা যায়
আদালত অন্যান্নদেরকে অনেক বেশি সাজা দিলেও বাড়ির মালিককে তিন বছরের সাজা দেয়
বাড়ির মালিক সাজা কাটানোর পর জেল থেকে বের হয়ে এসে আত্মহত্যা করে, কেন জানো
তার ধারনা তার অবহেলা বা গাফলতির কারনেই দুইজন লোক মারা গেছে, এই অনুশোচনায়
২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৩
চারশবিশ বলেছেন: শুধুই হতাশা আর হতাশা
২| ২২ শে মে, ২০১৩ ভোর ৬:০০
একাকী বাংলাদেশি বলেছেন: ভাই একটা কথা বলি মনে কিছু নিয়েননা। শুধু আবেগ দিয়ে না দেখে একটু যুক্তি দিয়ে দেখেন। রানা প্লাজায় যেই ঘটনাটা ঘটেছে সেইটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় বটে। কিন্তু শুধু রানার উপরে দোষ দিলে প্রচন্ড রকম ভুল হবে এবং তাতে আপনি মুল সমস্যা থেকে অনেক দুরে সরে যাবেন।
আপনি একটা জিনিষ চিন্তা করেন যদি রানা নিজেই বুঝতো যে বিল্ডিংয়ে আসলেই প্রবলেম আছে তাহলে তো আর সে নিজে অন্তত ঐ বিল্ডিংয়ে থাকতোনা। কেউ তো আর নিজের জানের উপর রিস্ক নেয়না।
আসল প্রবলেম হলো আমাদের মন মানষিকতার। যেমন নাকি বাসের পাদানিতে দুইটা পা না রাখতে পারলেও একটা পা দিয়ে আর হাত দিয়ে কোন রকমে ঝুলে ঝুলে যাওয়া, তারপরে ট্রেনের ছাদের উপরে রিস্ক থাকা সত্তেও ভ্রমন করা।
আমাদের একটা মানষিকতা হচ্ছে নিজে থাকার জন্য বাড়ি বানানোর সময়ও নানা ছল ছুতায় জিনিষ পত্র কম দেওয়ার চেষ্টা করা। দেখা গেলো সিভিল ইন্জিনিয়ার একরকম বলে গেছে কিন্তু মালিক রাজ-মিস্ত্রীর সাথে শলা পরামর্শ করে কোন না কোন দিকে ফাকিঁ মারার চিন্তা ভাবনা করতেছে। হয় রড সিমেন্ট কম দিবে না হলে ছাদে দুইটা রুম বেশী করার চেষ্টা করবে। যাতে মাস শেষে বাড়তি কিছু টাকা যোগ হয়। এই হলো অবস্থা। তাই রানা প্লাজা নিয়ে কেউ যখন শুধু রানার উপর বাড়া-বাড়ি করে তখন আমি কিছুটা বিরক্ত হই। যেখানে সমস্যটা সমষ্টিগত সেখানে এরকম দোষারোপ করা হচ্ছে মুল সমস্যাটা এড়িয়ে যাওয়া।
৩| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৩
চারশবিশ বলেছেন: কিছু মনে নিব কেন?
আপনার যুক্তিপূর্ন মন্তব্য খুবই ভাল লেগেছে
৪| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫
s r jony বলেছেন: মদন বলেছেন: আর রানা বের হয়ে আরো খুন করবে তাকে কেনো ধরা হয়েছিলো এই রাগে।
২২ শে মে, ২০১৩ রাত ৮:১৮
চারশবিশ বলেছেন: হ ভাই তফাৎ ঐ যায়গাতেই
৫| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৩৯
খেয়া ঘাট বলেছেন: তার ধারনা তার অবহেলা বা গাফলতির কারনেই দুইজন লোক মারা গেছে, এই অনুশোচনায় - কী অপরিসীম শ্রদ্ধাজাগানিয়া মানবিক মূল্যবোধ।
২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫
চারশবিশ বলেছেন: আসলেই তাই
৬| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৫৭
শিপু ভাই বলেছেন:
মদন এর সাথে সহমত।
একাকী বাংলাদেশীর কথাও যৌক্তিক।
আমাদের লোভ সংবরন করতে হবে। মুল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে!!!
২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬
চারশবিশ বলেছেন: আমার মনে হয় লোভের সাথে ভয়ও একটা কাজ করে
৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০৭
ঢাকাবাসী বলেছেন: রানা বের হয়ে আরো কয়েকটা খুন করবে এটা সিউর। কোথায় আগরতলা আর কোথায় আমাগো চৌকির তলা!
২৪ শে মে, ২০১৩ রাত ৯:১৯
চারশবিশ বলেছেন: চৌকির তলাও নাইরে ভাই
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ রাত ১১:২৬
মদন বলেছেন: আর রানা বের হয়ে আরো খুন করবে তাকে কেনো ধরা হয়েছিলো এই রাগে।