নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভেগোলজি ও একজন অর্থনীতিবিদ আকবর আলী খান।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৫

প্রথম আমি ভেগোলজি সম্পর্কে জানতে পারি ২০১৪ সালে বই মেলা থেকে কেনা আকবর আলী খানের আজব ও জবর আজব অর্থনীতি বই থেকে।
ভেগোলজি তত্ত্বের জনক হলেন অধ্যাপক পরিমল রায়। লাতিন ভেগাস মানে পথবিলাস ও logos বিজ্ঞান এই দুই শব্দ মিলেয়ে অধ্যাপক রায় ভেগোলজি শব্দটি পয়দা করেছেন।

ভেগোলজি মানে হচ্ছে সন্ধাবিদ্যা অথবা আলো আধারি বিদ্যা। এটি এমন ধরনের বিদ্যা যার কিছুটা বুঝা যায় আর বেশিরভাগই বোঝা যায় না।আকবর আলী খান তার আজব ও জবর আজব অর্থনীতি বইয়ে সুন্দর ভাবে এই ভেগোলজি সম্পর্কে বণর্না করেছেন।

আকবর আলী খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে বিএ ও এমএ তে প্রথম শ্রেণীতে প্রথম হন।কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে এমএ ও পিএইচডি করেন।১৯৬৭ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানের যোগদান করেন এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব থেকে ২০০১ সালে অবসর গ্রহণ করেন।

খান সাহেব, মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।২০০৬ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রির দায়িত্ব নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন। এবং ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ০৮ তারিখে মৃত্যু বরন করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক।

খান সাহেব তার বইয়ে সুন্দর ভাবে ভেগোলজি সম্পর্কে ধারণা দেন। এই ভেগোলজি বা সন্ধ্যা বিদ্যা রচিত হতো সান্ধ্যা ভাষায়। চর্যাগীতি সান্ধা ভাষায় রচিত হয়। যাতে কেউ সহজে এই ভাষার বিকৃত করতে না পারে। ভেগোলজির বক্তব্যে রয়েছে আলো আধারের সংমিশ্রণ যার কিছুটা বুঝা যায় আর কিছুটা একেবারে বুঝা যায় না। অনেকটা বাংলাদেশের রাজনীতিবিদদের আলো আধারি বক্তৃতার মতো। অন্নদাশঙ্কর রায়ের ছড়া থেকে বিষয়টা পরিস্কার বুঝা যায়।

সব পেয়েছির দেশে নয়
হচ্ছে হবের দেশে
কাঠাল গাছে আম ধরেছে
খাবে সবাই শেষে।

দুধের বাছা, কাদে কেন
হচ্ছে হবের দেশে
গরুর বাটে মদ নেমেছে খাবে সবাই হেসে।
হাত পা কেউ নাড়বে নাকো
হচ্ছে হবের দেশে

ফাইল জমে পাহাড় হলে
প্ল্যানগুলো যায় ফেসে।
কারখানাতে ঝুলছে তালা
হচ্ছে হবের দেশে
মিছিল নিয়ে বেরিয়ে পড়ে
বক্তৃতা দেয় ঠেসে।

মনের কথা লুকিয়ে রাখে
হচ্ছে হবের দেশে
সবাই ভাবে পেয়ে যাবে
সব কিছু অক্লেশে

লক্ষ্মী সোনা ভয় পেয়োনা
হচ্ছে হবের দেশে
হাজারটা দল বাজায় মাদল
বিল্পবীর বেশে।

বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তৃতা ভেগোলজির প্রকৃষ্ট উদাহরণ। দেশে ভেগোলজির চর্চা চলুক আর নাইবা চলুক। আল্লাহ খান সাহেবকে ইপারে ভালো রাখুক এই দোয়া করি। তার আজব ও জবর আজব অর্থনীতি বই টা ভালো লেগেছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহান আকবর আলী খানকে আল্লাহ বেহেশত নসিব করুন।

ভেগোলজি শব্দটা আমি আজ নতুন শুনলাম। কিন্তু আপনি কিছু বানান এমন ভাবে লিখেছেন যে, পোস্ট পড়ে আমিও ভেগোলজাস হয়ে গেছি। এবার ভেগোলগাস শব্দের অর্থ বুঝতে গিয়ে আপনিও ভেগোলগাস হয়ে যাবেন।

সন্ধ্যাবিদ্যা অথবা সান্ধ্য বিদ্যা হবে। আলো-আঁধারি হবে। এ বানান দুটিই হলো মূল শব্দ। এটা সঠিক না হলে বিরাট কনফিউশন হবে।

যাই হোক, শুভেচ্ছা নতুন কিছু জানানোর জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪

মামদুদুর রহমান বলেছেন: আসলে ভেগোলজি মানে সন্ধ্যা বিদ্যা কিন্তু খান সাহেব সান্ধা ভাষা যেটা চর্যাগীতি রচিত হয়েছে সেই ভাষার সঙ্গে তুলনা করেছেন। মানে সান্ধা ভাষায় যেমন চর্যাগীতি রচিত। তার মানে সান্ধা ভাষা টা কেউ সহজে বুঝবে না। তাই ভুল ব্যাখ্যা কেউ করতে পারবেনা। সবার জন্য সান্ধা ভাষা বুঝা মুসকিল তেমনি ভেগোলজি সম্পর্কে বুঝাটা ও মুসকিল তাই বুঝাচ্ছিলেন খান সাহেব তার বইয়ে। যাক সান্ধা টা সন্ধ্যা করে দিলাম সকলের বুঝার সুবিধা কথা চিন্তা করে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৯

শেরজা তপন বলেছেন: মরহুম আকবর আলীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা!

এ বিষয়ে নিছুই জানতাম না!! জেনেও আমার বিশেষ লাভ হোল না বলে মনে হয় :(

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
নতুন কোন বিষয় সম্পর্কে জানা মানে যে, কিছু লাভ হতেই হবে তাও না। জানা মানে জানা। হতে পারে না দশ বছর পর এই শব্দটা মূল ধারাতে চলে এসেছে। তাতে আপনার আগে থেকে জানা হয়ে গেলো।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আল্লাহ্ আনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক । এদেশে গুনি মানুষের কদর নেই ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মরহুম আকবর আলীর বিদেহী আত্মা ওপারে শান্তিতে থাকুক।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রখর মেধাবী, নির্ভিক সৎ বলতে যা বুঝায়, আকবর আলী খান ছিলেন তেমন একজন ব্যক্তি। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.