![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
=
=
=
=
=
=
কিশোরগন্জ জেলার বাজিতপুর থানার বাংলাবাজার নামক স্থানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়াছে। অনেকদিন থেকে টিউবয়েলের পানিতে আগুন লাগা্ইয়া দিলে আগুন জলে। ব্যাপারটি অনেকদিন থেকে গোপন রাখা হয়েছে জমি হারানোর ভয়ে। সেদিন নিজের চোখে দেখে আজ ব্লগে শেয়ার করলাম। আমি এখনে শেয়ার করে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। উল্লেখ যে যেদিন প্রথম টিউবয়েলের পাইপ বোরিং করা হ্য় সেদিন বিশাল আকার একটা বিষ্ফোরন ঘটে। এটা একটা মুরগীর ফার্ম। আশে পাশে কোনো বাড়িঘর না থাকায় মানুষের দৃষ্টিগোচর হয় নি। আর যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল ০১৯১৩৪৯৭৭৪২
২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৬
মামহাসান৪৬২ বলেছেন: তবুও দেশকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৩
কেএসরথি বলেছেন: এমন অব্স্থা এখন যে, এইসব প্রাকৃতিক সম্পদ আমাদের অগোচরে থাকাই ভাল। কারন এসব তো আর আমাদের কাজে লাগানো হবে না। দিনের পর দিন অপচয় হবে, আমলা-রা পেট ভরাবেন, আর বাকিটা সাবার করতে বড় ভাইরা তো আছেনই।