নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবিডি মামিন

মনভোলা, সহজ-সরল

মামিন০০৭

''নিজে জানব, অন্যকে জানাবো"

মামিন০০৭ › বিস্তারিত পোস্টঃ

এক নজরে বাংলাদেশের আলোচিত গ্যাস ক্ষেত্রসমূহ ও বিশেষ তথ্যঃ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

এক নজরে বাংলাদেশের আলোচিত গ্যাস ক্ষেত্রসমূহ ও বিশেষ তথ্যঃ
১. হরিপুর গ্যাসক্ষেত্র- হরিপুর গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সিলেট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। ১৯৫৫ সালে সর্বপ্রথম এখানে গ্যাসের খোঁজ পাওয়া যায়। এ পর্যন্ত এখানে সর্বমোট ৭টি গ্যাসকূপ খনন করা হয়েছে। এর মধ্যে একটিতে তেলেরও সন্ধান পাওয়া গেছে।

২. ছাতক গ্যাসক্ষেত্র-ছাতক গ্যাসক্ষেত্র ১৯৫৯ সালে আবিস্কৃত হয়। এই গ্যাসক্ষেত্রটি থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রায় ২৭ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের পর কূপে অত্যাধিক পানি আসার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে স্থগিত ঘোষণা করা হয়।

৩. কৈলাসটিলা গ্যাসক্ষেত্র- কৈলাসটিলা গ্যাসক্ষেত্র সিলেট বিভাগে অবস্থিত। সবোর্চ্চ মজুদের দিক থেকে বাংলাদেশে চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাসটিলা গ্যাসক্ষেত্র।

৪. তিতাস গ্যাসক্ষেত্র-তিতাস গ্যাসক্ষেত্র, বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলির মধ্যে একটি এবং বর্তমান (২০০০) সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদনকারী ক্ষেত্র। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ খ্রিস্টাব্দে পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করেছিল।

৫. সেমুতাং গ্যাসক্ষেত্র- সেমুতাং গ্যাসক্ষেত্র বাংলাদেশে খাগড়াছড়ি জেলার মানিকছরি উপজেলায় অবস্থিত একটি গ্যাসক্ষেত্র।[১] এই গ্যাস কুপটি ছিল পরিত্যাক্ত, ১৯৬০-এর দশকে মানিকছড়িতে সেমুতাং গ্যাস ফিল্ড আবিষ্কৃত হওয়ার পর তখনকার পাকিস্তান অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি চারটি কূপ খনন করে।

৬. বাখরাবাদ গ্যাসক্ষেত্র- বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত। ১৯৬৯ সালে তদানিন্তন পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করে।

৭. কামতা গ্যাসক্ষেত্র-কামতা গ্যাসক্ষেত্র বাংলাদেশের একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত।

৮. ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত ফেঞ্চুগঞ্জ।

৯. সাংগু গ্যাসক্ষেত্র-সাঙ্গু গ্যাসক্ষেত্র বাংলাদেশের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এটি দেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্র।

১০. বিবিয়ানা গ্যাসক্ষেত্র-বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি হবিগঞ্জ এ অবস্থিত।।

১১. ভাংগুরা গ্যাসক্ষেত্র-মাগুরছড়া গ্যাসক্ষেত্রটি কমলগঞ্জ, মৌলভীবাজার এ অবস্থিত।।

১২. শ্রীকাইল গ্যাসক্ষেত্র-কুমিল্লার শ্রীকাইলে অবস্থিত।

১৩. কৈলাসটিলা গ্যাসক্ষেত্র- কৈলাসটিলা গ্যাসক্ষেত্র সিলেট বিভাগে অবস্থিত। সবোর্চ্চ মজুদের দিক থেকে বাংলাদেশে চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাসটিলা গ্যাসক্ষেত্র।
১৪. রূপগঞ্জ গ্যাসক্ষেত্র- বাংলাদেশর সর্বশেষ গ্যাসক্ষেত্র(২৬তম)। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) নারায়ণগঞ্জের বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে।
বিস্তারিত জানতে নিচের বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষামূলক গ্রুপে জয়েন করুন
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/abdmamin/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.