![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নজরে পৃথিবীর বৃহত্তম যা কিছুঃ
১. বৃহত্তম মহাদেশ — এশিয়া
২. বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর
৩. বৃহত্তম দেশ — রাশিয়া
৪. বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
৫. বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
৬. বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
৭. বৃহত্তম যাদুঘর — বিটিশ মিউজিয়াম (বৃটেন)
৮. বৃহত্তম বিমান বন্দর — জেদ্দা বিমানবন্দর
৯. বৃহত্তম গ্রন্থাগার — লাইব্রেরী অব দ্য কংগ্রেস
(আমেরিকা)
১০. বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক (সৌদি আরব)
১১. বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)
১২. বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
১৩. বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান সাগর (লবনাক্ত হ্রদ)
১৪. বৃহত্তম জলপ্রপাত — নায়গ্রা
১৫. বৃহত্তম প্রাণী — নীল তিমি
১৬. বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
১৭. বৃহত্তম দিন — ২১ জুন
১৮. বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
আরো কিছু জানতে নিচের গ্রুপে এ জয়েন করুন।।
https://www.facebook.com/groups/abdulmamin48/
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
নিলু বলেছেন: ভালো অভিজ্ঞতার লিখা , আরও লিখুন , লিখতে থাকুন ।