![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা
স্বপ্নের বাংলাদেশ®
একি ডিজিটাল বাংলাদেশ
জ্বলে পুড়ে সবি শেষ,
সোনার ছেলের হাতে আজ
হচ্ছে ছুরমার।
কোথায় গেল রাজনীতিবিদ
কোথায় তাদের দল?
হাত গুজিয়ে দেখছে সবাই
মাতাল এই ঝড়।
আর কতকাল দেখব মোরা
পেট্রোল বোমার হামলা,
স্বপ্ন দিয়ে সাজবে কবে
আমার সোনার বাংলা?
চারদিকে মাতাল হাওয়া
অসহায় এই জাতি,
শান্ত করার লক্ষ্যে আজো
পায়নি একটি বাণী।
আর কতকাল দেখবো মোরা
রাজনীতির সব হামলা
স্বপ্নদিয়ে সাজবে কবে
আমার সোনার বাংলা???
©somewhere in net ltd.