![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজন হত্যাকান্ড এ সময়ের আলোচিত বিষয়। তাকে কয়েকজন কুলাঙ্গার মিলে গণমারপিটে হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের মনোভাব অনেকটাই সামাজিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। অবাক হলাম, অনেকেই হত্যাকারীদের গণধোলাই দিতে চেয়েছেন। কিছু দিন আগে এক হিজরাকে গণধোলাই দিয়ে হত্যা করা হয়েছে। ডাকাত সন্দেহে প্রায়ই গণধোলাই দিয়ে হত্যাকান্ড ঘটানো হয়। এগুলো কি সমর্থন যোগ্য? যারা এগুলো সমর্থন করেন, তারাই আবার রাজন হত্যাকান্ডের বিরুদ্ধে গণধোলাই চান। হাস্যকর, এদের কিভাবে মানুষ করবেন!
২| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮
দস্যুরাজা বলেছেন: সরকার সবসময়ই বলে থাকে " জনগনকেই সচেতন হতে হবে "- তাই জনগন সচেতন হচ্ছে।
৩| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সজিব্90 বলেছেন: আইনের শাসন দূর আকাশের তারা হয় তখন এমন পৈশাচিক হত্যা কান্ড ঘটতেই থাকে।
৪| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
সজিব্90 বলেছেন:
আইনের শাসন যখন দূর আকাশের তারা হয় তখন এমন পৈশাচিক হত্যা কান্ড ঘটতেই থাকে।
৫| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩
মামু১৩ বলেছেন: আইনের শাসন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে কোন টেকশই উন্নয়ন আশা করা যায় না। উশৃঙ্খল অসচেতন জনগণ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তবে পরিস্হিতি ভয়ানক হবে। জনগণ যদি কিছু আশা করে, তবে জনতাকেও দায়িত্বশীল হতে হবে।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
অনেক বাংগালীর মনের মাঝে জল্লাদের বসবাস আছে।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৮
নিমগ্ন বলেছেন: দস্যুরাজা বলেছেন: সরকার সবসময়ই বলে থাকে " জনগনকেই সচেতন হতে হবে "- তাই জনগন সচেতন হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২
নতুন বলেছেন: এই গনধোলাই সমথনই রাজন হত্যার মুল কারন। সমাজের এই মানুষিকতা বদলাতে হবে। নতুবা রাজন হত্যা বন্ধ হবেনা।
তার জন্য চাই আইনের প্রতি শ্রদ্ধা। কিন্তু সরকার/প্রশাসন যদি তার মতন করে সেচ্ছাচারিতা চালিয়ে যায় তবে আইনের প্রতি শ্রদ্ধা কি ভাবে জন্মাবে?