নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ পড়তে ভাল্লাগে, লিখতে নয়।আর বন্ধুত্ব করতে ভালবাসি।[email protected]

সাহিত্য প্রেমিক

আমি নই কোন অগ্নিপুরুষ!মর্তভূমিতে বাস্তবতার কষাঘাতে জর্জরিত জীবসদৃশ অঙ্গার।পুড়িয়া পুড়িয়া হয়েছি তাই, হে মৃত্যু _ ভয় নেই আর তোমায়।সকল জরা,মৃত্যু,ভয় এখন লুটায়িত মোর পায়ের তলায়।তবু সূখ সে তো মরিচিকা। জীবিকার তাগিদেই পরাভূত আমি। চেয়েছিলুম হতে ঝান্ডাধারী বিদ্রোহী কবি।হায় অখণ্ডনীয় ভাগ্যলিখন!!শেষমেষ অভাগা তুই টেক্সটাইল ইন্জিয়ারিং পড়ুয়া কাঠখোট্টা ছাত্র!তবুও ইচ্ছাপুরন চেষ্টা থেমে নেই।

সাহিত্য প্রেমিক › বিস্তারিত পোস্টঃ

রাজীব হায়দার ও সামহয়্যার ইন ব্লগ নিয়ে কিছু কথা ও প্রশ্ন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

ইদানিং রাজীব হায়দার ইস্যু নিয়ে জামায়াত শিবির আবারো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চালাচ্ছে। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। আর এ ক্ষেত্রে আমার দেশ পত্রিকা বিশেষ ভুমিকা পালন করছে।

গতকাল জুমার নামাজ পরার পর ঈমাম সাহেব পত্রিকাটির উদ্ধৃতি দিয়ে রাজীব হায়দার সম্পর্কে যে সবকথা বললেন তা সত্যি লোমহর্ষক। ইসলাম ও মুহাম্মদ (সাঃ) কে নিয়ে রাজীব (থাবা বাবা) যেসব কথা ব্লগে লিখেছেন বলে পত্রিকাটি দাবি করেছে তা শুনলে যে কোন সাধারন মুসলমানের ক্ষোভ ও ঘৃণা হওয়া স্বাভাবিক। হুবুহু এমন লেখা ইনকিলাবেও প্রকাশিত হয়েছে।

এখন কথা হচ্ছে সামহয়্যার ব্লগ কে আমরা ধর্মনিরেপেক্ষ ব্লগ হিসেবেই জানি। এখানে কোন ধর্ম নিয়ে কূরূচিপূর্ণ লেখা সম্ভব নয় বলেই মনে করি। এর আগে মহানবী (সাঃ) কে নিয়ে একটা কূরূচিপূর্ণ লেখা প্রকাশিত হবার পর ব্লগে কেমন নিন্দার ঝড় বয়েছিল তা আমরা সবাই জানি। সুতরাং ইসলাম ও মুহাম্মদ (সাঃ) কে নিয়ে রাজীব (থাবা বাবা) যেসব কথা সামু ব্লগে লিখেছেন বলে পত্রিকাটি দাবি করেছে তা বানোয়াট বলেই ধরে নেয়া যায়।

আর যদি পত্রিকাটির উদ্ধৃতি সত্য হয় তাহলে সামহয়্যার ইন ব্লগের কাছে আমার প্রশ্ন এ ব্যাপারে তারা যথাযথ পদক্ষেপ কেন নেয়নি? বিঃদ্রঃ থাবা বাবার প্রোফাইল ঘুরে এসে বিভিন্ন পোস্টে তার মন্তব্য উস্কানিপূর্ণ লেখারই সরাসরি ইঙ্গিত করে। অবশ্য মনে হয়েছে তার পূর্বের কিছু পোস্ট মুছে ফেলা হয়েছে।

আমরা চাই সামহয়্যার ইন ব্লগ নিরপেক্ষ ব্লগ হয়েই থাকুক সবার কাছে। বর্তমানে সারাদেশে এটা নিয়ে যে গুন্জন চলছে তা নিরসনে সামহয়্যার ইন ব্লগ কি পদক্ষেপ নেয় তা দেখতে চাই। আমরা চাইনা এটা নিয়ে কারো মনে কোন বিভ্রান্তি থাকুক।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

আমিনুর রহমান বলেছেন: আমরা চাই সামহয়্যার ইন ব্লগ নিরপেক্ষ ব্লগ হয়েই থাকুক সবার কাছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

সাহিত্য প্রেমিক বলেছেন: শতভাগ সহমত।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

আবু তাশফীন বলেছেন: সামু আশা করি এসব নাস্তিকদের ব্লগিং সুবিধা স্হগিত করবে। সবার প্রতি সমান আচরণ করবে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

তাজুল_ইসলাম বলেছেন: সহমত

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

আজিজ বাংলাদেশী বলেছেন: আমিনুর রহমান বলেছেন: আমরা চাই সামহয়্যার ইন ব্লগ নিরপেক্ষ ব্লগ হয়েই থাকুক সবার কাছে :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.