![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বৈরাচার নিপাত যাক "
" গণতন্ত্র মুক্তি পাক "
১৯৮৭ সালের ১০ নভেম্বর।
পাকিস্তানি শোষণের বিরুদ্ধে উত্তাল ঢাকার রাজপথ। নিজ শরীরে লেখাগুলো লিখে রাস্তায় নেমেছিলেন এই যুবক।
তাঁকে বলা হয়েছিল- এই লেখার কারণে গুলি করা হতে পারে। নির্ভীক সেই বীরের জবাব ছিল- গণতন্ত্র রক্ষায় জীবন দিয়ে দিতে পারি।
সত্যি সত্যিই সেদিন তাঁকে গুলি খেতে হয়েছিল। বাঙ্গালী জাতির অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছিলেন তিনি।
মাত্র নয় মাসে স্বাধীনতা আসেনি। '৫২ তে যে সংগঠিত আন্দোলনের সূচনা, তা চলে '৭১ অবধি। অনেকের ত্যাগের বিনিময়ে, এক একটি ধাপ অতিক্রম করে, একাত্তরে চূড়ান্ত বিজয় লাভ হয়।
ইনি হলেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সেই শহীদ নুর হোসেন। আজ তাঁর ৫৭ তম মৃত্যুবার্ষিকী। শহীদ নূর হোসেন দিবসে তাঁর বিদেহী আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বাংলাদেশ চিরজীবী হোক
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
মামুন আকন বলেছেন: ধন্যবাদ ভাই ভুল ধরিয়ে দেয়ার জন্য । টাইপে ভুল হয়েছিলো । তবে ৮৬ সালে না ,৮৭ সালে হবে ।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: শহীদ নূর হোসেন দিবসে তাঁর বিদেহী আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
মামুন আকন বলেছেন: শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ সুমন কর ভাই ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
চাঁদগাজী বলেছেন:
যারা সেদিন নুর হোসেনকে পুলিশের টার্গেট বানায়েছে, আজ তাদের বিচার হওয়া দরকার। নুর হোসেনের পরিবারের ক্ষতিপুরণ দেয়নি কেহ
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
মামুন আকন বলেছেন: চমৎকার একটা কথা বলেছেন চাঁদ গাজি ভাই ।আপনাকে অনেক ধন্যবাদ । আমিও আপনার সাথে একমত ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০
ভীন গ্রহের পরবাসী বলেছেন: ভাই নুর হোসেন ৬৯ এ মারা যায় না.... ১৯৮৬ তে সৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে...