![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মানুষ এখনো ভীষন বোকা। বন্ধুত্ব এখনো তাদের কাছে বিরাট এক আকাশ। হয়তো তাদেরই একজন https://www.facebook.com/ranjuprasad.mandal
জীবন আসলে কিছু সম্পর্কের অবিরাম উদযাপন। কিছু পরিবার সূত্রে পাওয়া, কিছু আবার চলার পথে খুজেঁ পাওয়া। কিন্তু কখনো কখনো চলতে চলতে খুজেঁ পাওয়া এই 'পড়ে পাওয়া চোদ্দোআনা' সম্পর্কগুলো আমাদের জীবনে এতোটাই গুরুত্বপূর্ন হয়ে ওঠে যে সেগুলো অধিকার করে রাখে আমাদের প্রাত্যহিকতা, আমাদের ভাবনা, স্বপ্ন এমনকি আমাদের জীবনকেও।পরিবারসূত্রে পাওয়া কিছু কিছু সম্পর্ক হয়তো কিছুটা বাধ্যতামূলক ভাবেই আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হয়। কিন্তু সেখানে সম্পর্কের উদযাপন থাকে কি??
জীবন তো আসলে কিছু মুহুর্তের সমষ্টি। কিছু আনন্দের, কিছু দুঃখের আবার কিছু শুধুই বয়ে চলা সময়ের খন্ডাংশ। আমাদের সম্পর্কগুলো কি আসলে এই জীবনেরই রূপক নয়? কিছু আমাদের হাসায়, কিছু কষ্ট দেয়, কিছু জীবনবিমুখ করে তোলে আবার কিছু বাঁচতে শেখায়। আর এই সম্পর্কগুলোর টানেই মানুষ খাদের কিনারায় গিয়েও পিছন ফিরে তাকায়...ফিরেও আসে...কান্না মুছে হাসতে শেখে। একটা সত্যিকারের সম্পর্ক বোধহয় সেটাই যা মানুষ কে সেই নির্ভরতা দেয় যে সে রোজকার ইঁদুরদৌড় আর ভন্ডামি থেকে এক ছুটে পালিয়ে গিয়ে একটা অন্তহীন নীল আকাশের তলায় আর দীগন্তবিস্তৃত সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে প্রান খুলে শ্বাস নিতে পারে আর মুখের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে চিতকার করে বলতে পারে "দেখো... এটাই আমি... সত্যিকারের আমি."
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩
রঞ্জু প্রসাদ মন্ডল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
স্বাগতম।
দেখা যাক, জীবন মানে কি!