![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মানুষ এখনো ভীষন বোকা। বন্ধুত্ব এখনো তাদের কাছে বিরাট এক আকাশ। হয়তো তাদেরই একজন https://www.facebook.com/ranjuprasad.mandal
যাবে যদি তবে সব এলোমেলো করে যেও
সাথে নিয়ে যেও যত আদরের ইতিকথা
পুরনো বিকেল-ঘ্রাণ, সুমনের চেনা গান
চোখের আঁচড়ে মেশা অজস্র সমঝোতা
সবটুকু শুষে নিও অগস্ত্য-পিপাসাতে;
এসবের পড়ে যদি তবু কিছু পড়ে থাকে
ডানাভাঙা শালিকের আর্দ্র করুন চোখে
অবিকল থেকে যাবে-
যাবে যদি তবে সব পিছুটান ছিঁড়ে যেও
পিছনে থাকুক পড়ে খুব চেনা গলি মোড়
ডাকনামে জমা হোক ধুলো পড়া শৈশব
সাদাকালো রঙে মাখা, এ পাড়ার কথকতা
হয়তো বা বদলাবে, তবে ঠিকই থেকে যাবে
যত্নে লালিত কিছু পুরনো সংস্কার, মুখোমুখি বসিবার
স্মৃতিটুকু বেঁচে থাক।।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২
রঞ্জু প্রসাদ মন্ডল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সৌরভ ঘোষ শাওন বলেছেন: ভাল্লাগছে ভায়া কবিতাখান
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২
রঞ্জু প্রসাদ মন্ডল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: ভাল লাগলো।