![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের খেলোয়ারদের পাকিস্তান সফর না করার ব্যাপারে দেশের কিছু নাগরিক মিছিল মিটিং করেছে এ বার মনে হয় তারা বেশি খুশী হয়েছে পাকিস্তানী খেলোয়ার বিপিএল -এ খেলতে না আসায় । এখন আমার প্রশ্ন হল বিদেশী খেলোয়ার বিহীন বিপিএল জমবে কীনা? আবার মাঠে দর্শক হবে কীনা? যারা মিছিল করেছে যদি খেলা দেখতে মাঠে না যায় তাহলে বুঝা যাবে ওরাই আসল রাজাকার ? আমার মনে হয় দলের মালিকগন শেয়ার মার্কেটের মত দেউলিয়া হবেন? যা দেখে অর্থমন্ত্রী হাসবেন আর বলবেন এ তেমন ক্ষতি না মাত্র অল্প কিছু টাকা মাত্র ? যেখানে আইপিএল পাকিস্তানী খেলোয়ার বিহীন দর্শক বিহীন সেখানে বিপিএল তো তুচ্ছ ব্যাপার ?
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
একটাই ধূমকেতু বলেছেন: ফাকিস্তানী নাই ভালো হইচে। শালারা আইসা বেটিং বুটিং করত।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
নিয়ামুল ইসলাম বলেছেন: বিপিএল এর চাইতে আমার দেশের খেলয়ারদের জীবনের দাম অনেক বেশি
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
শাহানা বুলবুল বলেছেন: খেলা দেখতে মাঠে যাবেনত ?
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
পত্রদূত বলেছেন: পাকিস্তান মানেই কি বিদেশ ? দিলাশান,শন টেইটসহ বিশ্বখ্যাত আরো অনেক খেলোয়াড় খেলবে তারা কি বিদেশী না ? আর বেঈমান পাকিস্তান জাতিকে একটু শায়েস্তা করতে যদি বিপিএলের জৌলুস যদি একটু কমেও যায় তাতে কি ?? আত্মসম্মান তো আগে, তাই নয় কি ?
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
রানার ব্লগ বলেছেন: পত্রদূত বলেছেন: পাকিস্তান মানেই কি বিদেশ ? দিলাশান,শন টেইটসহ বিশ্বখ্যাত আরো অনেক খেলোয়াড় খেলবে তারা কি বিদেশী না ? আর বেঈমান পাকিস্তান জাতিকে একটু শায়েস্তা করতে যদি বিপিএলের জৌলুস যদি একটু কমেও যায় তাতে কি ?? আত্মসম্মান তো আগে, তাই নয় কি ?
এটা বোঝার ক্ষমতা শিক্ষক ৭১ ছাগুর নাই, কারন উনি ৭১ নিয়া আমাদের কিছু শিখাতে চান।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
মুহাম্মদ ফয়সল বলেছেন: মিঞা মুখ ভরে বকা দিতে ইচ্ছা করছে, কিন্তু একটা বেহায়া ফাকিস্তানী সাপোর্টারকে বকা দিতেও ঘৃণা হচ্ছে.....
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: লেখকের মাঝে পাকিপ্রীতি লক্ষ করা যাচ্ছে , আন্নে কি ছাগু নাহি ??????
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
সাকিন উল আলম ইভান বলেছেন: আহা ফাকিপ্রেমী টা এমনে কট খাইলো
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
আশিক মাসুম বলেছেন: রানার ব্লগ বলেছেন: শিক্ষক ৭ @ আপনার যদি বেশি দুঃখ হয় ফাকিস্থান গিয়া হেগ মধ্য আঙ্গুল ধরে কান্না কাটি করেন, বাংলাদেশ থেকে বিদায় হন, ফাকিস্থানি ছাড়া পৃথিবীতে আর অনেক খেলওার আছে।
বাংলাদেশ এ না মইরা দূরে গিয়া মরেন, আমরা মরা শুকরের গন্দ সজ্জ করি না
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
রানার ব্লগ বলেছেন: শিক্ষক ৭ @ আপনার যদি বেশি দুঃখ হয় ফাকিস্থান গিয়া হেগ মধ্য আঙ্গুল ধরে কান্না কাটি করেন, বাংলাদেশ থেকে বিদায় হন, ফাকিস্থানি ছাড়া পৃথিবীতে আর অনেক খেলওার আছে।
বাংলাদেশ এ না মইরা দূরে গিয়া মরেন, আমরা মরা শুকরের গন্দ সজ্জ করি না