![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমার ২য়বার সিলেটে আসা ১মবার তের বছর আগে এসেছিলাম আবারও আসতে হল ইচ্ছা না থাকা সত্বেও । ১মবারের সিলেট ছিল শান্ত সিলেট, এখন একবারে অশান্ত । সিলেটের আম্বরখানা খুবই ব্যস্ত জায়গা এ জায়গা দিয়ে প্রতিদিন শতশত ট্রাক চলাচল করে পাথর নিয়ে, এতেকরে প্রায়শ: জ্যাম লেগে থাকে যা খুবই বিরক্তকর ব্যাপার যা সিলেটবাসী সবাই জানে, কিন্ত জানে না শুধু মাল মুহিত যা তার নির্বাচনী মধ্যে পরেছে । কোম্পানীগঞ্জ হতে ৩০ টন ওজনের ট্রাক প্রতিদিন শহরের উপর দিয়ে চলাচল করে অথচ অল্প একটু সংযোগ রাস্তা করে দিলেই এই বিরম্বনা এড়ানো যায় । যে রাস্তা প্রায়াত সাইফুর রহমান শুরু করেছিলেন অথচ মাল বেটা পাঁচ বছর ক্ষমতায় থাকল কিছুই করল না সিলেটের জন্য ।
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
শিক্ষক ৭১ বলেছেন: মাষ্টারি তবে টিউশনি নাই , সিলেট বোডও খাতা দেখতে দেয় না নন সিলেটি বলে । তাই সিলেট হতে ভাগতে চাই দোয়া কইরেন যেন তাড়তাড়ি পোষ্টিং পাই ।
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
বাতাসের রূপকথা বলেছেন: শিক্ষক ৭১ বলেছেন: মাষ্টারি তবে টিউশনি নাই , সিলেট বোডও খাতা দেখতে দেয় না নন সিলেটি বলে । তাই সিলেট হতে ভাগতে চাই দোয়া কইরেন যেন তাড়তাড়ি পোষ্টিং পাই ।
সহমত।
স্বজনপ্রীতির সবচেয়ে নগ্নরূপ দেখা যায় এই সিলেটিদের মধ্যে। তাদের কাছে আগে সিলোটী, তারপরে মানুষ।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
টানিম বলেছেন: কি বলেন বাতাসের রুপ কথা , কোন সিলেটির সাথে কি আপনে মিশছেন ? না জাইনা , না বুইঝা আজাইরা কথা বলেন ।
৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
শিক্ষক ৭১ বলেছেন: সিলেট বোর্ডে একবার গিয়ে দেখেন শয়তানের আখড়া । বোর্ডের চিঠি নেই তবু খাতা নিচ্ছে ? যখন সিলেট কুমিল্লা বোর্ডের আওতায় ছিলও আমি খাতা পেয়েছি এখন পাচ্ছি না ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
টানিম বলেছেন: এটা নিয়া আমরাও কষ্টে আছি । ভাল পোস্ট । সিলেটে কি করেন আপনে ?