![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি যদি সিলেটে মাছ কেনার জন্য বাজারে যান তাহলে আপনার মাথা ঘুরে যাবে মাছের দাম শুনে বা মাছ ব্যবসায়ীদের ব্যবহার দেখে ।এখানে এমন ধরনের মাছের ঝাকা বা মাছের পাত্র দেখতে পাবেন যা বাংলাদেশের কোথাও খোজে পাবেন না । আমার মনে হয় এদের বাড়ি আদৌ সিলেটে নয়, কারণ সিলেট ওলি আউলিয়ার দেশ । এদেরকে শুদ্ধ করার জন্য তিনশত ষাট আউলিয়া এসেছিল । তখন যারা সিলেটে ছিল তারা সবাই মোটামুটি ভাল হয়ে গিয়েছিল । কিন্তু পরে যারা সিলেটে এসে বসতি গড়েছিল তারা কিন্তু পরিশুদ্ধ হয়নি যেমন বর্তমান উজিরে খামাখা শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত ওনার আদি বাড়ি মুন্সিগঞ্জ এরকম আরো অনেকে আছেন । আমার মনে হয় সিলেটে যারা মাছ ব্যবসায়ী ওনারা আদি সিলেটি নয়, ওনারা অনাবাদি ।
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
আহমেদ রিজভী বলেছেন: আমি আমাদের প্রতিটা জনপদ থেকে এই আবাদী বেঙ্গলিগুলার বিতারণ চাই । হারামীর বাচ্ছারা এখানে এসে জায়গা জমি দখল করে আমাদের সমাজকে আমাদের সংস্কৃতি আচার ব্যবহারকে কলুষিত করছে । আপনারা কেউই ননসিলেটিদের কাছে জায়গা যমি বিক্রি করবেন না । ওদেরকে এক হাজার হাত দূরে রাখুন এবং নিজেও ওদের থেকে দূরে থাকুন । বিশেষ করে বিএনসিসি থেকে ।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
কান্টি টুটুল বলেছেন:
কিন্তু পরে যারা সিলেটে এসে বসতি গড়েছিল তারা কিন্তু পরিশুদ্ধ হয়নি যেমন বর্তমান উজিরে খামাখা শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০
বাকাট্টা বলেছেন: আপনার যুক্তি ঠিক হতে পারে। সিলেটে বহুকাল থেকে অন্য এলাকার মানুষ এসে বসবাস করতেছে