![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো আপনজন মারা গেলে তার কেমন লাগে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আর কারো জানার কথা নয় । আর এ ক্ষেত্রে আপনজন যদি বাবা-মা হন তাহলেতো দু:খের সীমা থাকে না । এক্ষেত্রে রাষ্ট্রপতির তনয়েরও হয়েছে কিন্তু আপনার একটি আচরণ আমার কাছে খারাপ লেগেছে তা-হল আমরা টিভিতে দেখলাম আপনার বাবার লাশ যখন কবরে নামালেন তখন আপনার মাথায় টুপি বা রুমাল দিয়ে ঢাকা ছিল না । মাথা ঢেকে রাখা সুন্নাত । শোকের আবহে আপনি কালো পাঞ্জাবী পরলেন অথচ মাথায় টুপি দিলেন না আমার কাছে বিষয়টি ভাল লাগেনি । কারো মৃত্যু হলে কালো পাঞ্জাবী পরার বিধান ইসলামে নেই তেমনি মহিলাদের ক্ষেত্রেও সাদা কাপড় বা শাড়ি পরার বিধান নেই তবে পরিধেয় বস্ত্র অবশ্যই মার্জিত বা শালিন হতে হবে । বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে ।
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯
আনাড়ী বলেছেন: পাপনরে টুপি পরা শিখাইতে মাদ্রাসায় ভর্তি করানো হোক। আপনে কষ্ট পাইসেন তাই হুজুররে বইলেন ২টা বেতের বাড়ি বেশি দিতে।
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
রাতুল রেজা বলেছেন: না, এটা হয়তো তার মনে ছিলনা শোকের কারনে। কিন্তু আমার যেই বিষয়টা চরম ধৃষ্টতাপূর্ন মনে হয়েছে সেটা হল, রাষ্ট্রপতিকে যখন মাটি দেয়া হচ্ছিল, সেনা সদস্যতা বুট পায়ে তার কবরের অপর দারিয়েছিল। যে রাষ্ট্রপতিকে এতো সম্মান দেয়া হল তার এই পরিনাম? তার কবরে বুট পরে দাড়িয়ে থাকবে? বিষয়টা হয়ত অনেকেই খেয়াল করেছে কিন্তু টিভির সামনে থেকে কেউ বলতে পারেনি। আমার খুব কষ্ট লেগেছে এটা দেখে।
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
পাস্ট পারফেক্ট বলেছেন: মায়ের চে মাসির দরদ বেশী হয়া গেল না?
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
হাউ মাউ কাউ বলেছেন: কাল পাঞ্জাবী তো অনেক জায়গায় যেতে পরতে হয়, তাই উহা খুজে পেতে কষ্ট হয় নাই । কিন্তু টুপি সচর আচর পরা হয় না তো তাই খুজে পায় নাই, সেজন্য পরে নাই । তাতে কি, তাইনা ?
৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
এই আমি সেই আমি বলেছেন: ভাই আস্তে বলেন । মাহমুদ কারিগরে শুনলে দিব দাঙ্গা লাগিয়ে । আর কাদের সিদ্দিকি শুনলে শনিবারে দিগন্ত টিভির জন্য ভাল একটা আইটেম পাবে । তকবির ঠিক আছে তো ?
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১
পরিবেশ বন্ধু বলেছেন: শোকে যারা কাতর খেয়াল ছিলনা মনে হয়