![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো আপনজন মারা গেলে তার কেমন লাগে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আর কারো জানার কথা নয় । আর এ ক্ষেত্রে আপনজন যদি বাবা-মা হন তাহলেতো দু:খের সীমা থাকে না । এক্ষেত্রে রাষ্ট্রপতির তনয়েরও হয়েছে কিন্তু আপনার একটি আচরণ আমার কাছে খারাপ লেগেছে তা-হল আমরা টিভিতে দেখলাম আপনার বাবার লাশ যখন কবরে নামালেন তখন আপনার মাথায় টুপি বা রুমাল দিয়ে ঢাকা ছিল না । মাথা ঢেকে রাখা সুন্নাত । শোকের আবহে আপনি কালো পাঞ্জাবী পরলেন অথচ মাথায় টুপি দিলেন না আমার কাছে বিষয়টি ভাল লাগেনি । কারো মৃত্যু হলে কালো পাঞ্জাবী পরার বিধান ইসলামে নেই তেমনি মহিলাদের ক্ষেত্রেও সাদা কাপড় বা শাড়ি পরার বিধান নেই তবে পরিধেয় বস্ত্র অবশ্যই মার্জিত বা শালিন হতে হবে । বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে ।
©somewhere in net ltd.