![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানব সন্তান । নিজের সম্পর্কে এতটুকু জানতে পেরেছি ।
কখনো কবিদের বুঝতে পারি নি;
তবু আজ যদি রবি ঠাকুর থাকতেন,
নতুন দুই লাইন কবিতা তার,
চাইতাম ধার।
তোমার জন্যে।
আজ যদি পিকাসো থাকত,
তাহলে ব্যাটা বুঝত ছবি আঁকা
কত কঠিন;
তোমার চোখ আঁকতেই
পার করে দিত সারাদিন।
ভাগ্যিস মোজার্ট নেই এই কালে,
তোমার হাসি শুনলে সিম্ফনি মাস্টারের,
সুর চলে যেত বেতালে।
আরন্যক এর সত্যচরন যেন শুনেছিল তোমার হাসি;
তাই তো বলেছিল,
“পূর্বে কি জানিতাম
মানুষের মধ্যে থাকিতে
এত ভালবাসি !!”
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
মানব সন্তান বলেছেন: ধনেপাতা ইনফেকটেড মাশরুম
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
ইনফেকটেড মাশরুম বলেছেন: ভাল ভ্রাতা