নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প । মানুষ আজিজ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭



জীবন চলতে চলতে জীবন দেখা । গতকাল্য ব্রিটিশ কাউন্সিল থেকে বাসায় ফিরছিলাম, আমার বাসায় যেতে হলে বস্তির পাশ দিয়ে যেতে হয় যদিও ভিন্ন রাস্তা আছে কিছুটা সখ করেই ও পথ দিয়ে যাই ও তাদের জীবন দেখি । গতকাল দেখলাম ছেলে তার মাকে পিটিয়েছে তার মা কেদেঁ চিৎকার করছে আর ওর বাবার নাম করে নানা বাজে বাজে কথা বলছে! ছেলে পর আবার আসে মাকে পিটাতে অন্যরা ছেলেকে বাধা দেয় । সবাই ছেলেকে বুঝাচ্ছে মাকে কেউ মারে! এত মস্তবড় পাপ । দারিদ্রতা মানুষকে বৈষম্যতা বাড়ায় ,চরিত্রহীন করে দেয় ,হেয় সব কাজ তখন করা যায় । বছর দুইয়েক আগে এ বস্তির মধ্যই দেখেছিলাম- মামা বাগনীকে প্যাগনেন্ট করে দিয়েছে ! এই সব বস্তির লোকরা সব কিছু লোক জানিয়ে বলে বেড়ায় । এমন অনেক কিছুই যা প্রকাশ্য করলেও বলা যায়না তাহা ওরা ঢোল বাজিয়ে বলবে তাতে সংঘষ আরো বাড়বে ।


বহুদিন আগের কথা , পাড়ার এক মামার সাথে বেড়াতে গিয়েছিলাম তার মেয়ের শশুর বাড়ি,ফেরার পথে রাস্তাভুলে যায় মামা । আমাবস্যার এত অন্ধকার যে কিছুই দেখা যায় না আর তখন বিদুৎ কিংবা মোবাইলের চল অত ছিল না । এক গৃহস্তবাড়ি যাই রাতটুকু থাকার জন্য,গৃহস্থবাড়ির বড় কর্তা কোনভাবেই থাকতে দিতে রাজী নয় অপরিচিত মানুষদের! গৃহস্থবাড়ির দু'চার ঘরে গোলাভরা ধান । অবশেষে গৃহস্থালী কর্তা রাজি হয় অনেক জোরাজুরির পর, বলা হলো গোয়ালঘরে থাকতে যেখানে গরু থাকে ওখানে রাখালের থাকার ঘর আছে মামা ওতেই রাজি হয়ে গেল, পর থেকে বুঝিছি মশার সারারাত যন্ত্রনা আর গরুর পিসাবের গন্ধ ! সময় সময় মানুষও পশু হয়ে যায় বা পশু থেকেও তার জীবনের মুল্য কম থাকে ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

খোরশেদ আলম সৈকত বলেছেন: " সময় সময় মানুষও পশু হয়ে যায় বা পশু থেকেও তার জীবনের মুল্য কম থাকে"- দারুন লিখেছেন। চালিয়ে যান।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

মানুষ আজিজ১ বলেছেন: অথচ মানুষ মানেই মানবিকতা ,সেটাই ভুলে যায় মানুষ ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

উল্টা দূরবীন বলেছেন: লেখাটা ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৬

কালনী নদী বলেছেন: এইসব দিক দিয়ে উচ্ছবৃত্তরা অনেক মানবিক স্থানে আছেন। একমাত্র দরিদ্রতাই চোরি, বাটপারি, বদমায়েসির স্রষ্টা। দারিদ্রতা থেকে লোভেরও উৎপত্তি, ধনীরা যদি একটু খোলা মনের হতো আর দারিদ্রের কারন যদি না হতো তাহলে সত্যিই তারা সর্গীয় মর্যাদা পেতেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

মানুষ আজিজ১ বলেছেন: কালনী নদী, হুম ঠিক বলেছেন । কোথাও আজ প্রাণ নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.