![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন জল্পনা কল্পনার নি:সঙ্গতা হতে পারতো যদি পৃথিবীতে ফুল না থাকতো । ফুল মানুষকে কোন কোন সময় নরম কোমল স্পর্শ দিয়ে গেছে, ভালোবেসে গাছ-চারা লাগিয়েছে, ফুলের সাথে নিজ একাকীত্বের গল্প বলেছে । এই ফুলই কোন কোন সময় বিশেষ বিশেষ শুভেচ্ছা ,দিন, জন্মদিনে ব্যবহার হয়ে থাকে তার কারণ ফুলের ঘ্রার্ণ আমাদের সুইট কে , আমরা মাতাল হই ফুলের গন্ধে ।
ফুলের লাল রঙ সব সময়েই আমরা ভিন্ন ভিন্ন সময় দেখতে পাই ভিন্ন ভিন্ন ফুলে । এই লালরঙেফুলে মৌমাছিরা আঘাত করে মধু শুষে নেয়ার জন্য কারণ ফুল বিষাক্ত নয় । শিল্পীর আকারঁ জন্য প্রয়োজন হয় এই লাল রঙ , যা ফুল থেকেই আসে ।
লালরঙ চাইনিজদের কাছে সব সময় প্রিয় ছিল ?
তার একটি কারন হলো , তারা ধারন করতো এটা কমুনিষ্টদের কালার । আপনারা যেনে অভাগ হবেন বিভিন্ন কালার ভিবিন্ন আইডোলজি বিশ্বাস করে, আমাদের লাল -সবুজের পতাকাও তাই । সবুজ আর লাল, সবুজ মানে শান্তি আর লাল মানে ৭১ এ শহীদদের বিসর্জন । কোন কোন সময় কালার বাস্তুসংস্থানের সাথে যুক্ত ,যেমন এরাবিয়ান মুসলিমদের ধারনাও একই সাথে আয়ারল্যান্ডে যুক্ত । পেপসি-কোলা নীল কালারের সাথে যুক্ত হয়ে চেস্টা করছে । আফ্রো- আমেরিকান তারা সংবেদনশীলতার জন্য কালোরঙকেই বেছে নিয়েছে ।
মানুষের ব্যক্তিগত রঙ কি ?
মানুষের ব্যক্তিগত রঙবলতেই চলে আসে কাউকে উইস করার বিষয় যে খুব শক্তিশালী ঘ্রার্ণ কিছু গোলাপের রঙ যেমন হয়ে থাকে খুব তৃব্য ঘ্রার্ণ । ফুলের পছন্দ মানুষ পরিবর্তন করে । ফুলের একটি মাধূর্য্য ভাষা সবর্দাই থাকে , গোলাপ মানেই ভালোবাসার প্রতিক হয়ে দাড়িয়েছে যেমন । বিদায়ের শেষবেলাতেও আনুষ্ঠানিকতায় অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় ফুল দিয়ে ।
ফুলের গুরুত্ব অনেক । মাইন্ড, ভালোলাগা, ইচ্ছে সুন্দর্য্যর বহিপ্রকাশ এই ফুল । প্রেম থেকে শুরু করে বাসার রাত পযর্ন্ত আপনার সঙ্গি হবে । ফুল আবেগ আর অনুভূতির সুন্দর্য্যর প্রকাশ । একা কিনলে হয়তো আপনার অর্থেই জলে যাবে কিন্তু মন থেতে এতটা তৃপ্তযে পাবেন সেটা অর্থ থেকে বেশি নয় ।
©somewhere in net ltd.