![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার মেঘলা দিনেও কোনদিন একফোঁটা, এক কণা বৃষ্টি ছোঁয়না যাদের-আমি তাদের দলে তবুও, কেউ দেয় না মুঠোর ভিতর রোদের রুমাল।
সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
আমার জন্য একটু সাঁতার সাজিয়ে এসো যতনে
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাগ
সব সাঁতারের দাগ।
আজকের সকালটা কেমন মেঘলা কিংবা ঝিলমিল ছিলো দেখা হয়নি। পুরোনো শালিকটা বারান্দার রেলিং-এ বসে বিষাদ সুরে ডেকেই যাচ্ছে। এক শালিক থাকার লক্ষণ শুভ না। সূবর্না পাশে তাকায়, পাশে অবহেলায় পড়ে থাকা বালিশটা গাঢ় রক্তে লাল হয়ে আছে। আজ থেকে সূবর্নার পাশে কোন ছায়াও স্থান পাবে না।
সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
সমুদ্রে দিও না সাঁতার
একটু রেখো মনে
সুখে থাকুক একটু সাঁতার
একটু থাকুক প্রানে
স্বপ্ন সাজাও ডুব সাঁতারে
স্বপ্ন ভাঙা মনে।
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাগ
সব সাঁতারের দাগ
প্রচন্ড জুড়ে গাড়ি শা শা করে ছুটে চলছে কয়েক ঘন্টা ধরে। গন্তব্য গভীর সমুদ্রের নিলাভ বাহু। প্লেয়ারে বেজে চলছে-
"আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র কাছে আসো, আমাকে ভালোবাসো"
সমুদ্রের নিলাভ জলে সূবর্না ভাসতে লাগলো। হঠাৎ করেই শরীরটা ছেড়ে দিলো....আর গভীর সমুদ্রের বুকের গভীরে চলে যেতে লাগলো...
ধুয়ে গেলো সব। ধুয়ে গেলো অভিশপ্ত সব ছায়া....ধুয়ে গেলো গাঢ় হয়ে জমে থাকা বহু পুরোনো দিনের রক্তের ছাপ...ধুয়ে গেলো শালিক....ধুয়ে গেলো সূবর্না।
"জমা থাকুক একটু সাঁতার
একটু না হয় দহনে।
সাঁতার নাকি সবাই জানে
সাঁতার পারে কজনে!?
সহজ সাঁতার সবচেয়ে কঠিন
সেই ডুবুরী জানে
যে সাঁতারে সাহস করে
ডুবতে পারে জলে
ভাসিয়ে দিও নিজের মত
ভাসিয়ে দিও রাগ
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাগ
সব সাঁতারের দাগ"
সমাপ্তিটা এখানেই হতে পারতো কিন্তু হলো না। সূবর্না ঘুম থেকে জেগে উঠে বসে বিছানার উপর। সকালে সূর্যের মিষ্টি কিরন এসে সূবর্নার মুখে হাত বুলিয়ে যায়। আজ দুটো শালিক এসে বারান্দার রেলিং-এ বসে মিষ্টি সুরে কিচির মিচির করছে।
সূবর্না ঘাড় ঘুড়িয়ে পাশে তাকায়, সমুদ্রের সব নীল রং জুড়ে আছে তার বিছানায়, বালিশে। আর সেই সমুদ্রের মাঝে পড়ে আছে এক গুচ্ছ বেলী ফুল! আর সেই সমুদ্র-জলে লেখা আছে:
"সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে"
Click This Link
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:০৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: খালি শেষটাই সুন্দর! প্রথম দিক পচা!!!!!!
আইসক্রিম কই?
২| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৭
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ভালো লাগলো, অল্প কথায় অনেক কিছু বুঝা যায়।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৭
প্রথম বাংলা বলেছেন:
ভাল লাগল
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৮
টুশকি বলেছেন: খুব ভালো লাগল
তোমার আগের রোমান্টিক লেখাটার চেয়ে এটা একশো গুন ভালো হয়েছে।
++++++++++++++++++
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তাইলে তো দেখি আমি কুবি মানুষ হয়ে গেছি
৫| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৯
টুশকি বলেছেন: ছবিটাও খুব সুন্দর
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমারও ভীষন পছন্দের
৬| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:০১
এন এইচ আর বলেছেন: অন্যরকম ভালো লাগা আছে লেখাটাতে.............
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: পৃথিবীটা যে এখনো অনেক সুন্দর, অনেক ভালো লাগার জিনিস আছে সেটা সূবর্না বুঝতে পেরেছে এই জন্যই এখানে ভালো লাগা মিশে আছে হয়ত।
অনেক ধন্যবাদ
৭| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:০২
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার গান ......
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আজকে সারাদিন এই গানটা শুনেছি। আমার আপুকে থ্যাংকস এই জন্য গানটা বের করার জন্য।
গানটা শুনে ঐখানে রাটিং দিয়ে আসেন
৮| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:০৩
একরামুল হক শামীম বলেছেন: দারুণ
জমা থাকুক একটু সাঁতার
একটু না হয় দহনে।
সাঁতার নাকি সবাই জানে
সাঁতার পারে কজনে!?
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: গানটা শুনো। অসাধারন একটা গান
৯| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:১৬
একরামুল হক শামীম বলেছেন: গানটা শুনতাছি এবং এমপ্রি থ্রি ফরম্যাটে ডাউনলোড করতাছি
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৪৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: গান শুনে রেটিং আর আমার আপুকে একটা করে থ্যাংকস দিয়ে আসো।
১০| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:২৪
ফারহান দাউদ বলেছেন: সবার কি ভাব উঠলো নাকি?
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৪৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: একটু সাহিত্য চর্চা করতে চাইলাম। কুবি মানুষ হওয়ার ট্রাই দিলাম
১১| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:৩৩
নাহিন বলেছেন: দারুণ
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: থ্যাংকুস
ঢেউটিন আপা, কেমন আছেন?
১২| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:৪৩
গোয়েবলস বলেছেন: খুব বেশি ভাল লাগল++++++++
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: থ্যাংকস
আমার ব্লগে স্বাগতম
১৩| ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:৫৬
অনন্ত দিগন্ত বলেছেন: শেষ প্যারার আগে পর্যন্ত মাইনাস দেয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু লেখাটার শেষ পর্যন্ত পড়ে ভাল লেগেছে, তাই আইসক্রীম নিয়ে আসলাম তোমার জন্য ...
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আইসক্রিমমমমমমমমমমমমমমমমমম (ভালোবাসার আইকন)
অন্তু অনেক ভালো
১৪| ০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৩৯
চানাচুর বলেছেন: ভালো লাগলো। আমাকে একটু আইসক্রিম দিবা?
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আইসক্রিমের ভাগ কারোর সাথে আমি দেই না। তুমি আমার আইসক্রিমের দিকে বদ-নজর দিও নাতো
১৫| ০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৪০
লুতফুল বারি পান্না বলেছেন: সাতার দিমু দিঘীর জলে
সাতার দিমু মনে
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সাঁতার যে দিবেন, সাঁতার পারেন তো!?
১৬| ০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৫৯
কঁাকন বলেছেন: ভালো লাগলো
শেষটার জন্য বেশি ভালো লাগলো
ভালো থাকো
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: শেষটা না দিলেই মনে হয় বেশি ভালো হতো
১৭| ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:১১
তামিম ইরফান বলেছেন: দারুন!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তাই নাকি!!?
থ্যাংকুস
১৮| ০২ রা জুলাই, ২০০৯ সকাল ৭:০৮
চাঙ্কু বলেছেন: হুম
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এই খানে হুমানি নিষেধ
১৯| ০২ রা জুলাই, ২০০৯ সকাল ৮:১৭
আলী আরাফাত শান্ত বলেছেন: কার গান?
মনে হয় শুনি নাই!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ফাহমিদা নবীর গান।
শুনে দেখো। পাগল করা গান
২০| ০২ রা জুলাই, ২০০৯ সকাল ৯:০০
অপ্সরা বলেছেন: সুন্দর!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: থ্যাংকস আপু।
কেমন আছো তুমি?
২১| ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮
জেরী বলেছেন: সাঁতার জানিনা
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমিও না (
২২| ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯
ঘাসফুল বলেছেন: চমৎকার লাগলো...
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ।
আপনার নিকটা পছন্দ হয়েছে
২৩| ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩
নিবিড় বলেছেন: স্নিগ্ধতার আঁচড় নিংড়ানো লিখা ...++
অফ টপিক --জেরী বলেছেন: সাঁতার জানিনা ....
....আমিও তাই ডুব দিতে ভয় পাই
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:৩০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: থ্যাংকস
আমি সাঁতারও পারি না, ডুব দিতেও জানি না
২৪| ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:১১
তারার হাসি বলেছেন:
কাল পোস্টটা পড়তে গিয়ে লিঙ্কটা ক্লিক করলাম, এরপর বুঝতে পারলাম বড় ভুল হয়ে গেল ...
সারারাত গানটা শুনতে শুনতে ...... এটা esnips এ নাই মনে হয়...
পেলাম না।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তোমারও এই অবস্থা আপু!!! আমি সারাদিন কালকে শুধু এই গান শুনেছি। এখনো গুন গুন করে এই গানই গাইছি একটু পর পর!
হ্যা ইস্নিপে এই গান নেই। ইউটিউবে আমার আপ্পি এটা আপলোড করছে.....এই রকম গান দিয়ে সবার মাথা খারাপ করে দেয়ার জন্য
২৫| ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:১৬
তারার হাসি বলেছেন:
esnips এর লিঙ্ক - Click This Link
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৪৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওয়াও! থ্যাংকু আপু। অনেক ভালো কাজ করছো
২৬| ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:২৬
সাঈফ শেরিফ বলেছেন: দিঘি বানানটা একটু খেয়াল করুন। স্কুলে বাংলা শিক্ষকের কাছে আপনার বানানটি লিখার কারণে ধমক খেয়েছিলাম মনে আছে।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৫১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ছোটবেলা থেকেই ভুলটা জেনে আসছি তো তাই ভুলটাই ঠিক মনে হয়
ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য
২৭| ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:২৭
নিবিড় বলেছেন: আমি অবশ্য সামুতে বেশ অনেক দিন ডুব দিসিলাম
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৫০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মাশাল্লাহ! ডুব দিতে জানেন তাহলে! গুড গুড
ডুব না দিয়ে এখন দিঘীর জলে ভাসতে থাকেন
২৮| ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৫:৩৯
ফারহান দাউদ বলেছেন: হুম, কবি গজানি ভালো, লোকালটক কবি খেদানির কাজ পাইবো। আমি আবার কোবতে গান ছবি বিশেষ বুঝি না, তারচেয়ে ধুমধাড়াক্কা লেখা মাথায় ঢুকে ভালো
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমিতো তাইলে ভালো কাজ করেছি-লোকালটকের তাইলে একটা কাজ জোগাড় হইলো
কবিতা আমিও বুঝি না। তবে গান বেশি ভালো লাগে
২৯| ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৭:২১
চানাচুর বলেছেন:
চানাচুর বলেছেন: ভালো লাগলো। আমাকে একটু আইসক্রিম দিবা?
হিংসুটি, ছুঁচা মেয়ে
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তোমার নামে রিপোট করা হইলো। আমার নামে মিথ্যা অপবাদ দেয়ায় চানাচুরের আইপিসহ ভ্যান ছাই
৩০| ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালা গান দিছো
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: থ্যাংকস
এখন আইসক্রিম দেন
৩১| ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৯
এন এইচ আর বলেছেন: আমি আপনারে মাইনাচ দিতে চাই। কেন আপনি এই পোস্ট দিলেন। নতুন পোস্ট দেন মাইনাচ দিমু.........
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মাইনাচ!! কেনো?! এই পোষ্টের শেষটাতো সুন্দর!
আহারে! প্রথমবার বুঝি প্লাস দিয়ে ফেলেছেন!? আচ্ছা ঠিক আছে নতুন পোষ্ট দিলে পরের বার মনে করে মাইনাচ দিয়ে দিয়েন, কেমন?
৩২| ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২১
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কখনো মেঘ, কখনো বৃষ্টি
...কেমন আছো?
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আপু, ভালো আছি। তবে বোরিং সময় কাটছে, কিচ্ছু ভালো লাগে না
তুমি কেমন আছো?
৩৩| ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বাহ ! কি চমৎকার প্রকাশ !
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ
৩৪| ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: +
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:০২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সত্যি সত্যি প্লাস দিয়েছো তো?
সুন্দর না গানটা?
৩৫| ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৯
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: one for sorrow two for joy...হাঁ one is always for sorrow. সুন্দর লিখেছেন।
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:১২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ
৩৬| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০২
অন্ধ দাঁড়কাক বলেছেন: একটা কবিতা লিখতে চাচ্ছি, পারছিনা
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: একটু চেষ্টা করেন পারবেন
All the best
৩৭| ১০ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অসাধারণ
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ
৩৮| ১০ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: Click This Link
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: দেখলাম
৩৯| ১০ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আপনার জন্যে মাথা চুলকানোর ইমো
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এটাতো মাথা চুলকানোর আইকন না
৪০| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৩
রাশেদ বলেছেন: সুন্দর গান।
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আর্রে! আমাদের ড়াষু স্যার কোন চিপার কবর থাইক্কা উইট্টা আসলো!!
৪১| ১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: অনেকদিন কিছু লিখছেন না।
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: লেখালেখি আসে না।
মুরগীর মত রানী ক্ষেত রোগ হয়েছে। কোন কিছুই করতে ভালো লাগে না
৪২| ১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২০
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: আপনি অনেক সুন্দর লেখেন আর আমি লিখতেই পারিনা, এইজন্য আপনার লেখা পড়বো বলে অপেক্ষায় থাকি। যাও একট দুইটা ভালো লাগা গান কবিতা শেয়ার করতে চাই সেটা ও হচ্ছে না সোয়াইন ফ্লু র পিছনে ছুটতে হচ্ছে বলে, সোয়াইন ফ্লু র প্রকপ একটু কমলে আবার ঠিক লিখবো। আপনার লেখা চাই তাড়াতাড়ি।
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধুর! এইসবকে যদি লেখা বলে তাহলে ভালো ভালো লেখাগুলোকে কি বলা হবে?!
লেখা শুরু করে দিন, দেখবেন ওটাও সুন্দর কিছু হয়ে গেছে।
আর হ্যা, ইচ্ছে মত গান শেয়ার করেন, সমস্যা নেই-আমি পুরা গানের পাগল (গল্প/কবিতা মাথায় না ঢুকলেও/না বুঝলেও গান বুঝি এইজন্য গানই বেশি পছন্দ করি)
আপনিতো ভারী বোকা মানুষ! সোয়াইন ফ্লু'র পিছনে ছুটছেন কেনো?! আমিতো জানতাম অসুখ-বিসুখই মানুষের পিছু পিছু ছুটে, এখন দেখি আপনি অসুখ-বিসুখের পিছু ছুটেন। ঘটনা কি?!
লিখবো কোন এক রাঙা বিকেলের শেষ আলোতে, অলসতা আর মেঘগুলো কেটে গেলেই।
ভালো থাকুন
৪৩| ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি ভালো আছি।
আমি এখন পোড়ামাটি
২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভালো আছো এটা শুনে ভালো লাগলো।
কিন্তু আপুটা পোড়ামাটি কেনো?!
৪৪| ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০৫
টুশকি বলেছেন: সাঁতার দিমুনা
২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সাঁতার দিবে কিভাবে, সাঁতার জানলে তো সাঁতার দিবে >
টুশকির উপর অনেক রাগ করেছি, সব লেখা উদাও করে দিলে কেনো?!
৪৫| ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১৫
মুনিয়া বলেছেন: দারুণ লাগল...
পানির নিচে খুব ভাল লাগে আমার।
২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বলেন কি!!!
পানি আমি প্রচুর ভয় পাই, আর ডুব দেয়ার তো প্রশ্নই আসে না!
৪৬| ২০ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৯
আলী আরাফাত শান্ত বলেছেন: সাতার জানি না
আর নতুন পোস্ট নাই??
২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমিও সাঁতার জানি না
ব্যস্ত যায় দিন, আবার অনেক অলস হয়ে গেছি, আর লেখা মাথার মধ্যে মাঝে মাঝে ঘুরলেও সাজাতে পারি না এই জন্যই লেখা হয়ে উঠে না।
তোমারও তো একি অবস্থা নতুন লেখা লিখছো না
৪৭| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৬
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: নাহ অসুখের পিছনে ছুটছি না, ভাইরাস এর পিছনে ছুটছি, আমার কাজ এমনি, ভাইরাস নিয়ে কাজ করছি অনেকদিন।সনাক্তকরনের কাজটা আমাদের করতে হচ্ছে আর সাথে সাথে সনাক্ত হলে চিকিৎসাসহ যাবতীয় উপদেশসহ সেরে উঠা পর্যন্ত পরযবেক্ষন আমাদের করতে হচ্ছে।
এত কথা বুঝিনা, নতুন লেখা চাই।
২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আহারে, খুবই কষ্টের কাজ দেখি!
এত্ত অবুঝ হলে তো হয় না। কিছুদিন বিশ্রাম নেই তারপর একদিন লিখে ফেলবো, আচ্ছা?!
৪৮| ২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৪
আকাশচুরি বলেছেন: বাহ!
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আ্যাঁ
৪৯| ২১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৬
আকাশনীল বলেছেন: খুব ভাল লাগোল। সাতার দিতে মঞ্চায়
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সাঁতার দিতে ইচ্ছে হলে সাঁতার দিবেন, নাকি সাঁতার পারেন না!
৫০| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
আবু সালেহ বলেছেন:
ছবি এবং গান দুইটাই অসম্ভব সুন্দর............++++++
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:১৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: গানটা অসম্ভব রকমের ভালো লাগে আমার
৫১| ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:২২
কাক ভুষুন্ডি বলেছেন: সাঁতার জানিনা, তবু...
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:১৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তবু কি?
আমিও সাঁতার জানি না
৫২| ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৪
টোনা বলেছেন: হুমম
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:১৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এখানে হুমানি নিষেধ
৫৩| ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯
মুক্ত বয়ান বলেছেন: কবিতা ভয় পাই!!
তার উপ্রে আমার শিক্ষিকাও এখন নাই।
আমার কি হইবে!!!!
৫৪| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:১৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমিতো কবিতা লিখি নি।
শিক্ষিকা কোথায়? আহারে, আপনি তো তাহলে বিশাল ঝামেলায় আছেন।
৫৫| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৩১
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন: আমি তো সোয়াইন ফ্লু নিয়ে দৌড় ঝাপ করছি এখনো, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।
আপনি একদম লিখছেন না। নতুন লেখা চাই।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: লেখা আসছে না। আবার আসলেও লিখতে ইচ্ছে করে না কি করবো বলেন
ভালো থাকুন সারাবেলা
৫৬| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০১
আবু সালেহ বলেছেন:
নতুন পোস্ট কই??
আছেন কেমন??
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: লিখার চেষ্টায় আছি
আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
৫৭| ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১
জেরী বলেছেন:
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: জেরীবু এতো খুশি কেন?
৫৮| ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৫
গোয়েবলস বলেছেন: আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন। আমাকে সাত জনম দিলেও এভাবে লিখতে পারবনা।
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৫৯| ১০ ই জুন, ২০১০ সকাল ৮:৫৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সাঁতার দিও দিঘীর জলে
সাঁতার দিও মনে
আমার জন্য একটু সাঁতার সাজিয়ে এসো যতনে
৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
নোমানসজীবকিশোর বলেছেন: সাতার পারি মুটামুটি।তবে সাতার জানেনা যারা তাদের কে খুব ভাল লাগে ামার কেন জানিনা।ে বিষয়ে কিছু োদভুত কাহিনি াছে ামার।মেয়ে সাতার জানেনা কি ডারুন ুকতি ি কানট বিলিভ
৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮
নোমানসজীবকিশোর বলেছেন: েমন েকজন ামার ভাল লাগে যে কিনা সাতার জানেনা।সুনদর ভাবে বলবে মোলােম কনঠে বলবে সাতার জানিনা তাকেই ামার ভাল লেগে যায়।েি সেনটেনস টি দারুন
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৩
অনন্ত দিগন্ত বলেছেন: শেষটা খুবই সুন্দর হয়েছে .... এত্তগুলো ++++