নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

Man proposes, God disposes.

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:১৩

সতেরো ঘন্টারও বেশি সময় রোজা রাখতে গিয়ে বউ অসুস্থ হয়ে গেছে। এতই অসুস্থ যে নিজে থেকে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবে, সেই সামর্থ্য নেই। তাই আমাকেই অফিসের মাঝে বেরোতে হলো।

গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি মনে করে রেডিও ছাড়লাম, তখন শুনি হিন্দি একটি প্রোগ্রাম চলছে। ষ্টুডিওতে একজন মহিলাকে মানুষ ফোন করে নানান প্রশ্ন করছে, মহিলাও উত্তর দিচ্ছেন।

"আমার স্বামী বেশ কয়েক বছর হয়ে গেল চাকরিতে প্রমোশন পাচ্ছে না, আপনি একটু বলতে পারবেন তাঁর অদূর ভবিষ্যতে কোন প্রমোশন আছে কিনা?"

মহিলা কলারের নাম, বয়স, স্বামীর বয়স জেনে খানিক বিরতি নিয়ে জবাব দিলেন, "এই চাকরিতে আগামী দুই বছরে কোন প্রমোশন নেই। তবে আরেক জায়গায় আমি একটা ক্ষীন আলোক রেখা দেখতে পাচ্ছি প্রমোশনের। আপনি আপনার স্বামীকে বলুন অন্য কথাও চাকরির চেষ্টা করতে।"

"আজকে চৌদ্দ বছর হয়ে গেল আমি নিজের দেশে যাইনা। আপনি বলতে পারেন আগামীতে কবে যেতে পারবো?"

মহিলা নাম পরিচয় জেনে বললেন, "আগামী আড়াই বছরেও আমি কোন সুযোগ দেখতে পারছিনা। তবে তার পরেই পারবেন।"

জবাব শুনে কলারের মন খারাপ হয়ে গেল মনে হলো।

আরেকজন কলার জিজ্ঞেস করলো, "আমার মেয়ে কালকে একটা ইন্টার্ভিউ দিতে যাচ্ছে। কেমন সুযোগ আছে এখানে চাকরি হবার?"

জবাব দেবার আগেই "টেকলিক্যাল ডিফিকাল্টি" দেখা দিল। একটা গান শুরু হয়ে গেল। গান বন্ধ হতে হতে আরেকটা কল নিয়ে নিলেন, আগের উত্তর দেয়া হলো না।

"হ্যালো। আমি ডালাস থেকে এখন বেরুচ্ছি। কোন দিকে গেলে আমার জন্য শুভ হবে? নর্থ-ইস্ট? নাকি সাউথ-ইস্ট?"

মহিলা চিন্তা করে বললেন, "নর্থ ইস্ট!"

জবাব পেয়ে ভদ্রলোককে বেশ সন্তুষ্ট মনে হলো।

একবার আমি, সামি আর ইকবাল নিউমার্কেট এলাকায় ঘুরছিলাম। খুব সম্ভব বই কিনতে, অথবা খেতে গিয়েছিলাম। সেখানে একটা দোকানে দেখলাম সাইন বোর্ড ঝুলছে।

"জ্যোতিষ মহারাজ অমুক" নিচে লেখা, "হাত দেখিয়া নির্ভুলভাবে ভাগ্য গণনা করা হইয়া থাকে।"

তার নিচে বিভিন্ন সমস্যার কথা লেখা, চাকরিতে ব্যর্থতা? প্রেমে ব্যর্থতা? দাম্পত্য জীবনে অসুখী? ব্যবসায় ক্ষতি? কোষ্ঠী গণনা করিয়া সকল সমস্যার সমাধান দেয়া হইয়া থাকে। লোকটার ব্যবসা দুর্দান্ত চলছে তাতে কোনই সন্দেহ নেই। নিউমার্কেটে একটা চেম্বার খুলে বসা কি সহজ কথা?

সামি বলল, "চল ব্যাটাকে গিয়ে হাত দেখাই।"

সামি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইসলামিক। আমাদের অবাক হয়ে তাকাতে দেখে সে বলল, "জিজ্ঞেস করবো যে আমার কখনও বিদেশে যাওয়া হয়নি। চেষ্টা করছি কিন্তু যেতে পারছিনা। কবে যেতে পারবো?"

আমরা হেসে দিলাম। বুঝে গেলাম তার মতলব। ব্যাটার ভন্ডামি হাতে নাতে ধরতে চায়।

সামির জন্ম কাতারে। শৈশবের একটা লম্বা সময় সে কাতারেই কাটিয়েছে। কিছুদিনের মধ্যেই সে ইংল্যান্ড যাচ্ছে। এমনকি এখনই, এই মুহূর্তেই তার পকেটে ইউকের ভিসা লাগানো পাসপোর্ট আছে। আজকে সকালেই ব্রিটিশ হাইকমিশন থেকে পাসপোর্ট ফেরত পেয়েছে।

আমি বললাম, "আমিও তাহলে জিজ্ঞেস করবো আমার কি হবে! আমি যে এদেশে আটকা পরে আছি! বিদেশে যেতে চাই!"

আমারও তখন অ্যামেরিকান ভিসা হয়ে গেছে। শেষ মুহূর্তের গোছগাছ চলছে। টিকেটও কাটা শেষ। শুধু প্লেনে ওঠা বাকি।

আমরা কি কারনে যেন যাইনি। খুব সম্ভব লাচ্ছি খেতে গিয়ে লোকটার কথা ভুলে গিয়েছিলাম। মনে একটা আফসোস থেকে গিয়েছিল।

সেই আফসোস দূর করার একটা চমৎকার সুযোগ আজকে চলে এলো। এখনই রেডিওতে ফোন করে জিজ্ঞেস করে ফেলা যায়, "বয়সতো হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে করা হচ্ছে না। পাত্রীর খোঁজে পত্র পাঠাই, কিন্তু ছবি দেখে পাত্রী না করে দেয়। আমার কি এই জীবনে বিয়ে করা হবেনা? হলেও সেটা কবে?"

দিলাম ফোন রেডিও ষ্টুডিওতে।

লাইন ব্যস্ত। ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। একের পর এক কল আসছে। উত্তর দিতে দিতে মহিলা হাপিয়ে উঠছেন।

আমি আবারও চেষ্টা করলাম। লাইন ব্যস্ত।

তৃতীয়বার চেষ্টা করতেই আর.জে রেডিওতে বলল, "আজকের মত আমাদের সময় শেষ। আমরা ফিরে আসবো আগামী বুধবার ঠিক দুপুর একটায়। সঙ্গে থাকবেন। ধন্যবাদ!"

সামনের বুধবার? সে যে অনেক দেরী! ততদিন মনে থাকবে তো?

ধ্যাত! একটা আফসোস, যেটা এতদিন পর দূর করার এত চমৎকার সুযোগ এসেছিল, সেটা রয়েই গেল!

Man proposes, God disposes.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা । এটা ঠিক হাসির গল্প না মনে হলেও হাসি পাচ্ছে কেন কে জানে। তবে সাবলীল লেখনীতে ভালো লাগা রইলো+

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৪৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.