নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
হে প্রিয়তমা!
দেবে কি ভালবেসে একমুঠো হাসি তোমার?
উপহার?
আজন্ম সাধ!
সেই হাসি বুক পকেটে রেখে দূর দিগন্তে হারিয়ে যাই।
ভাল লাগেনা আর,বিষন্ন শহরের ছুটন্ত যান্ত্রিক প্রাণ!
ভেবে পাইনা শেষ কবে দেখছি চাঁদের হাসি,
কবে জুড়েছিল মন বুনো পাখির গান!
নদীর জল কাকে বলে?
জোছনা? সে কি এভূবনের উপাদান?
গ্রীষ্মের প্রখর রোদে গাছের ছায়ায় বসা হয়না আমার।
সৈকতে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখা? - সে যে শুধুই কল্পনা!
বুঝিবা ঘুণে ধরেছে আমায়,
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হতে হয়তো বাকি নেই আর,
দূষিত নগরের বিষাক্ত বাতাসে ভরে তুলি বুক,
বারবার।
সেই বুকে যদি জমিয়ে রাখি অমূল্য হাসি,
তুমি কিছু মনে করবে নাতো?
হে প্রিয়তমা,
দেবে কি ভালবেসে একমুঠো হাসি তোমার?
উপহার?
©somewhere in net ltd.