নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
হাদিসে আছে, নবীজি (সঃ) খুব আফসোস করেছেন সেইসব দূর্ভাগাদের প্রতি, যারা রমযান মাস পেল, অথচ নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না।
ইসলাম ধর্ম মতে রমযান মাস আমাদের জন্য আল্লাহর উপহার স্বরূপ। এই মাসে আমাদের সুযোগ দেয়া হয় নিজের সারা জীবনের গুনাহ মাফ করানোর।
আমরা সারা মাস ধরে সেই চেষ্টাই করি, আল্লাহর কাছে কান্নাকাটি করে ছোট বড় সব গুনাহর জন্য ক্ষমা চেয়ে নেই।
এই মাসে সেইভাবে কিছুই করা হয়নি।
আল্লাহ জানেন, এটাই জীবনের শেষ রমযান কিনা।
যদি এটাই শেষ রমযান হয়ে থাকে, তবে আল্লাহ পরম করুনাময়, তিনি যেন আমাদের মাফ করে দেন।
এবং যদি আমাদের মাফ করে দিয়ে না থাকেন, তাহলে তিনি যেন আমাদের আরও বেশি বেশি 'রমযান মাসের' সুযোগ দান করেন।
ঈদের দিনের খুশিতেও আমরা যেন ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করি। ইজরায়েলের অন্যায় আগ্রাসন থেকে তাঁরা যেন দ্রুত মুক্তি লাভ করে।
এবং সেই সাথে ইরাক, সিরিয়া এবং অন্যান্য দেশে যেখানে মুসলমান মুসলমানের হাতে খুন হচ্ছে, তাঁদের জন্যেও আমরা দোয়া করি; তাঁদেরকেও যেন আমরা ভুলে না যাই। কেউ সুন্নি এবং কেউ শিয়া, এই বিভেদ ভুলে আমরা যেন মনে রাখি, আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী এবং মুহাম্মদ (সঃ) আমাদের রাসূল ও পথ প্রদর্শক। শুধু শুধু একে অন্যের রক্ত ঝরিয়ে আমরা কিছুই লাভ করতে পারবো না।
যদিও দূরাশা, তবু দোয়া করি, পৃথিবী যেন দ্রুত শান্তিময় একটি স্থান হয়।
সবাইকে ঈদ মোবারক!
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৮
জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক