নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
যাক এতদিন পরে বাংলাদেশ টেস্ট খেলা শিখলো।
টেস্ট যে পাঁচদিন ধরে খেলতে হয় সেটাই যেন আমাদের ছেলেরা ভুলে গিয়েছিল। দর্শককে সাময়িক আনন্দ দিতে দ্রুত রান করতে গিয়ে আউট হয়ে যেত। এবং সেই দর্শকেরাই তখন তাঁদের সমালোচনা করত।
"এদের জুতা পেটা করা উচিৎ!"
"এদের মডেলিং বন্ধ করে দেয়া উচিৎ!"
"এদের বেতন বন্ধ করে উচিৎ!"
এবং অবধারিতভাবেই সাকিবের বউকে নিয়ে অশালীন মন্তব্য।
পাঁচদিনের টেস্ট তিনদিনেই শেষ, তাও আবার ফলাফল পরাজয়।
এবারে তামিম যখন সারাদিন ব্যাট করে সত্তুরের ঘরের স্কোর করলো, তখনও মানুষকে তাঁকে নিয়ে হাসিতামাশা করতে দেখেছি।
"জাভেদ ওমরকে মনে করিয়ে দিচ্ছে।"
- ভাইরে, আগে টেস্ট খেলা বুঝার চেষ্টা করেন, তারপরে দেখতে আসেন, তারও অনেক পরে মন্তব্য করতে আইসেন।
কেউ কেউ টেস্টের প্রথম তিনদিনের খেলা দেখে খুবই বিরক্ত। নিশ্চিত ড্র হবে, সময় নষ্ট, ইত্যাদি।
ভাই, যে কোন ভাল টেস্ট ম্যাচ চতুর্থ দিন থেকেই জমতে শুরু করে। ওয়ানডে যেমনটা জমে শেষ দশ ওভারে। ক্রিকেটের সৌন্দর্য্য এখানেই, অনেক সময় ধরে ড্রামা তৈরী করা হয় একটি নাটকীয় ক্লাইমেক্সের জন্য। যদি আপনার ধৈর্য্য না থাকে, তাহলে দেইখেন না। কে বলেছে দেখতে?
এবং সব শেষে আসা যাক সাকিব আল হাসানে।
একই ম্যাচে সেঞ্চুরি এবং দশ উইকেট - পৃথিবীর ইতিহাসে মাত্র তিনজন অলরাউন্ডার কাজটা করতে পেরেছেন। আমাদের গর্বের বিষয় যে তাঁদের একজন আমাদের দেশের ছেলে। এটা যে কী বিরাট অর্জন সেটা যারা বুঝে না, তারাই বলতে পারে, "থামেন, আর কত ফুলাইবেন।"
ওরে আহাম্মক, ফুলানোর তুই দেখছোস কী? এই কীর্তির যতই প্রশংসা করা হোক না কেন, সবই কম পড়বে।
সাকিবকে অভিনন্দন এবং তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা।
আশা করি ভবিষ্যতে সে এমন সব কীর্তি করতে থাকবে যেগুলোর সূচনা তাঁকে দিয়েই হবে।
দুই ইনিংসে সেঞ্চুরি ও দশ উইকেট।
ডাবল সেঞ্চুরি ও দশ উইকেট।
দেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি ও পাঁচ উইকেট।
স্বপ্ন কী বেশি দেখা হয়ে যাচ্ছে?
Shakib ka nia shapna na dakla kaka nia dakhbo? Murad takla ka nia?
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাইরে, এই তৃতীয় শ্রেণীর দলের সাথেও জয় আসছিল না অনেক দিন ধরে। আপনার মতন পাবলিকদের খুশি করা অনন্ত জলিলের পক্ষেও অসম্ভব!
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
পারভেজ রানা বলেছেন: গত ত্রিশ বছর ধরে বাংলাদেশ বাদেও আরো ৮টি দল এই জিম্বাবুয়ের সাথে অথবা অন্যান্য তৃতীয় শ্রেণীর দলের সাথে খেলে আসছিলো, তবুওতো রেকর্ড হয়নি। আমরা ভুলে যাই... আমাদের অর্জনকে, বাহ পাঠক বাহ
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪
শামস 8929 বলেছেন: শরীফ ভাইয়ের মন্তব্যটা খুবই পীড়াদায়ক। ভাইজান আপনার দেশ কোন শ্রেণীর সেটা কি ভুলে গেলেন? ছোট্ট ক্যরিয়ারে সাকিব কিন্তু ৮টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাচঁ উইকেট করে নিয়ে বসে আছে। বাকী শুধুঅস্ট্রেলিয়া। বাংলাদেশে না জন্মে ভারতে জন্ম হলে সাকিবকে নিয়ে ১৫০ কোটি মানুষের কি উম্মাদনা থাকতো একবার চিন্তা করুন। আমাদের গর্ব সাকিব। তাকে নিয়ে মনখুলে একটু স্তুতি গাইলে ক্ষতি কি?
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: কিছু মানুষ জীবনেও সুখী হয় না। যাই করেন না কেন, খুঁত খুঁজে বের করবেই।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
মেমননীয় বলেছেন: Keno Paponke nia?
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: লোল
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
সাঈফ শেরিফ বলেছেন: জিম্বাবুই এর মত ৩ য় শ্রেণীর দলের সাথে তাও আবার নিজেদের মাটিতে জেতায় এত অহংকারের কিছু নাই।