নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিন্দু

রবীন্দ্রনাথ এক সময়ে বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করেছিলেন যে, আরো অনেক ভাষার মতো বাংলাভাষায়ও আমরা বা

দুশশাহোশ

দুশশাহোশ › বিস্তারিত পোস্টঃ

বাংলা বর্ণমালা

৩০ শে মে, ২০০৭ রাত ৯:৩৫

বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ ং ঃ এই পাচটি এবং ব্যঞ্জনবর্ণ থেকে ঞ, ণ, য, ষ, স এই পাচটি বর্ণ বাদ দিলে কোন অসুবিধা নেই।

বাঙলা ভাষায় স্বরবর্ণের হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণের উপর অর্থ নির্ধারিত হয় না।

যেমন-বাড়ী=বাড়ি

পাখী=পাখি

হাতী-হাতি ইত্যাদি।

ঋ বর্ণটি আসলে রি। র+ই

ঋতু=রিতু

ঋষি=রিশি

ঋণ=রিন ইত্যদি।

ং (অনুস্বার) এর উচ্চারণ সর্বত্রই ঙ-র মত।

অর্থাৎ অঙ

যেমন, বাংলা=বাঙলা

ঃ (বিসর্গ) এর উচ্চারণ হ এর মত।

যেমন, আঃ=আহ

উঃ=উহ ইত্যাদি।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪১

মুহম্মদ জুবায়ের বলেছেন: দুশশাহোশ!!!

২| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৫

দুশশাহোশ বলেছেন: মুহম্মদ জুবায়ের@দুশশাহোশ।

৩| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৬

চোর বলেছেন: ভালো পোস্ট।
কিন্তু এই নিয়ম ফলো করলে ব্রাত্যদার নাম পালটানো লাগবে: রাইচু, রাইছু, নাকি রাইশু হবে?

৪| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৭

বড় ভাবী বলেছেন: রাইষূ হলে মন্দ হয় না।

৫| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৯

চোর বলেছেন: ষ ও বাদ মুটকি ভাবী।

৬| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫০

বড় ভাবী বলেছেন: এই তুমি আমায় মুটকি বললে কেন?


তোমাদের ভাইয়ার ধারণা আমি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী।

৭| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫১

হ্রী বলেছেন: পশ্চিম বঙ্গের সাথে বানান বৈষম্য দেখা দিবে।

৮| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫১

বড় ভাবী বলেছেন: দুশশাহোশ যে একটা ছাগল এটা কি বুঝতে পেরেছ দেবর ঠাকুর?

৯| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫১

চোর বলেছেন: তা তো বটেই! তা তো বটেই!!

১০| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৪

আমার ফাঁসি চাই বলেছেন: সুন্দর প্রস্তাব। তবে এটার উপর আরো গবেষনার প্রয়োজন আছে। হুট করে সিদ্ধান্ত নেয়া যাবেনা।

১১| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৬

চোর বলেছেন: শুন্দর প্রশ্তাব। তবে এটার উপর আরো গবেশনার প্রয়োজন আছে। ... খারাপ না।

১২| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৮

ইসমৎ আহাম্মদ বলেছেন: খাইয়া কাম নাই।

১৩| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৮

বড় ভাবী বলেছেন: শুন্দর বলেছ দেবর ঠাকুর।

১৪| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৮

আশরাফ আশরাফ বলেছেন: শুন্দর প্রশ্তাব। তবে এটার উপর আরো গবেশনার প্রয়োজন আছে। ... খারাপ না।

১৫| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৯

চোর বলেছেন: খাইছে! আবার শুরু হইছে কপি-পেশ্টের খেলা।

১৬| ৩০ শে মে, ২০০৭ রাত ১০:০০

মুহম্মদ জুবায়ের বলেছেন: পাকিস্তান আমলে আরবি হরফে বাংলা লেখার একটা প্রস্তাব উঠেছিলো। মনে পড়ে গেলো।

১৭| ৩০ শে মে, ২০০৭ রাত ১০:৪৪

বিধবা নারীর প্রেম (বিএনপি) বলেছেন: পাকিস্তান আমলে আরবি হরফে বাংলা লেখার একটা প্রস্তাব উঠেছিলো। মনে পড়ে গেলো।

দুশশাহোশ

১৮| ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৩৮

দুশশাহোশ বলেছেন: মাথার মধ্যে পাকিস্তান, ইনডিয়া, আমেরিকা, রাশিয়া?
বাংলাদেশ নাই।

১৯| ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৪৩

মুহম্মদ জুবায়ের বলেছেন: আপনার মাথা থেকে বাংলা ভাষা সংস্কারের চিন্তাটা গেলে খুবই উপকৃত হই।

২০| ০২ রা জুন, ২০০৭ রাত ১২:০০

বন্ধনহীন বলেছেন: "Don't stop thinking"
কিন্‌তু উচ্চারণের দিক থেকে
ঋতু=রিতু নয়,
ঋষি=রিশি নয়,
এমনকি ঋণ=রিন নয়। রিন উচ্চারনটা ভুল।
ঘোড়া কে ঘোরা অনেকেই উচ্চারন করে থাকে, তাই বলে ঘোরা বানানটা, সমর্থন কেউ করবে না।

২১| ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:১০

বইপাগল বলেছেন: আমি ভুল বানানের 'দুশশাহোশ' কেবলই বাদ দিতে বলে কেন !!!
আসেন আমরা সবাই বাংলা ভাষার সব কয়টা বর্ণ বাদ দিয়া ইশারায় কথা বলি। (কিন্তু, ব্লগ ইশারায় কি করে লেখে?)

২২| ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:১২

বইপাগল বলেছেন: আচ্ছা, ভুল বানানের 'দুশশাহোশ' কেবলই বাদ দিতে বলে কেন !!!
আসেন আমরা সবাই বাংলা ভাষার সব কয়টা বর্ণ বাদ দিয়া ইশারায় কথা বলি। (কিন্তু, ব্লগ ইশারায় কি করে লেখে?)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.