![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ ং ঃ এই পাচটি এবং ব্যঞ্জনবর্ণ থেকে ঞ, ণ, য, ষ, স এই পাচটি বর্ণ বাদ দিলে কোন অসুবিধা নেই।
বাঙলা ভাষায় স্বরবর্ণের হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণের উপর অর্থ নির্ধারিত হয় না।
যেমন-বাড়ী=বাড়ি
পাখী=পাখি
হাতী-হাতি ইত্যাদি।
ঋ বর্ণটি আসলে রি। র+ই
ঋতু=রিতু
ঋষি=রিশি
ঋণ=রিন ইত্যদি।
ং (অনুস্বার) এর উচ্চারণ সর্বত্রই ঙ-র মত।
অর্থাৎ অঙ
যেমন, বাংলা=বাঙলা
ঃ (বিসর্গ) এর উচ্চারণ হ এর মত।
যেমন, আঃ=আহ
উঃ=উহ ইত্যাদি।
২| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৫
দুশশাহোশ বলেছেন: মুহম্মদ জুবায়ের@দুশশাহোশ।
৩| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৬
চোর বলেছেন: ভালো পোস্ট।
কিন্তু এই নিয়ম ফলো করলে ব্রাত্যদার নাম পালটানো লাগবে: রাইচু, রাইছু, নাকি রাইশু হবে?
৪| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৭
বড় ভাবী বলেছেন: রাইষূ হলে মন্দ হয় না।
৫| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪৯
চোর বলেছেন: ষ ও বাদ মুটকি ভাবী।
৬| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫০
বড় ভাবী বলেছেন: এই তুমি আমায় মুটকি বললে কেন?
তোমাদের ভাইয়ার ধারণা আমি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী।
৭| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫১
হ্রী বলেছেন: পশ্চিম বঙ্গের সাথে বানান বৈষম্য দেখা দিবে।
৮| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫১
বড় ভাবী বলেছেন: দুশশাহোশ যে একটা ছাগল এটা কি বুঝতে পেরেছ দেবর ঠাকুর?
৯| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫১
চোর বলেছেন: তা তো বটেই! তা তো বটেই!!
১০| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৪
আমার ফাঁসি চাই বলেছেন: সুন্দর প্রস্তাব। তবে এটার উপর আরো গবেষনার প্রয়োজন আছে। হুট করে সিদ্ধান্ত নেয়া যাবেনা।
১১| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৬
চোর বলেছেন: শুন্দর প্রশ্তাব। তবে এটার উপর আরো গবেশনার প্রয়োজন আছে। ... খারাপ না।
১২| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৮
ইসমৎ আহাম্মদ বলেছেন: খাইয়া কাম নাই।
১৩| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৮
বড় ভাবী বলেছেন: শুন্দর বলেছ দেবর ঠাকুর।
১৪| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৮
আশরাফ আশরাফ বলেছেন: শুন্দর প্রশ্তাব। তবে এটার উপর আরো গবেশনার প্রয়োজন আছে। ... খারাপ না।
১৫| ৩০ শে মে, ২০০৭ রাত ৯:৫৯
চোর বলেছেন: খাইছে! আবার শুরু হইছে কপি-পেশ্টের খেলা।
১৬| ৩০ শে মে, ২০০৭ রাত ১০:০০
মুহম্মদ জুবায়ের বলেছেন: পাকিস্তান আমলে আরবি হরফে বাংলা লেখার একটা প্রস্তাব উঠেছিলো। মনে পড়ে গেলো।
১৭| ৩০ শে মে, ২০০৭ রাত ১০:৪৪
বিধবা নারীর প্রেম (বিএনপি) বলেছেন: পাকিস্তান আমলে আরবি হরফে বাংলা লেখার একটা প্রস্তাব উঠেছিলো। মনে পড়ে গেলো।
দুশশাহোশ
১৮| ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৩৮
দুশশাহোশ বলেছেন: মাথার মধ্যে পাকিস্তান, ইনডিয়া, আমেরিকা, রাশিয়া?
বাংলাদেশ নাই।
১৯| ০১ লা জুন, ২০০৭ রাত ১১:৪৩
মুহম্মদ জুবায়ের বলেছেন: আপনার মাথা থেকে বাংলা ভাষা সংস্কারের চিন্তাটা গেলে খুবই উপকৃত হই।
২০| ০২ রা জুন, ২০০৭ রাত ১২:০০
বন্ধনহীন বলেছেন: "Don't stop thinking"
কিন্তু উচ্চারণের দিক থেকে
ঋতু=রিতু নয়,
ঋষি=রিশি নয়,
এমনকি ঋণ=রিন নয়। রিন উচ্চারনটা ভুল।
ঘোড়া কে ঘোরা অনেকেই উচ্চারন করে থাকে, তাই বলে ঘোরা বানানটা, সমর্থন কেউ করবে না।
২১| ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:১০
বইপাগল বলেছেন: আমি ভুল বানানের 'দুশশাহোশ' কেবলই বাদ দিতে বলে কেন !!!
আসেন আমরা সবাই বাংলা ভাষার সব কয়টা বর্ণ বাদ দিয়া ইশারায় কথা বলি। (কিন্তু, ব্লগ ইশারায় কি করে লেখে?)
২২| ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:১২
বইপাগল বলেছেন: আচ্ছা, ভুল বানানের 'দুশশাহোশ' কেবলই বাদ দিতে বলে কেন !!!
আসেন আমরা সবাই বাংলা ভাষার সব কয়টা বর্ণ বাদ দিয়া ইশারায় কথা বলি। (কিন্তু, ব্লগ ইশারায় কি করে লেখে?)
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০০৭ রাত ৯:৪১
মুহম্মদ জুবায়ের বলেছেন: দুশশাহোশ!!!