নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলরঙে আঁকা

স্বপ্ন টা আকাশ ছোঁয়া , কিন্তু জানি স্বপ্ন দেখতে আছে মানা :)

নীলরঙা রোজনামচা

>>>I like simplicity and want to be simple.<<< >>>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দরাই আমার একাকী মূহুর্তগুলোর সঙ্গী।<<< >>>ভালোবাসি ঝিরিঝিরি বৃষ্টির একটানা শব্দকে,শরতের ঐ নীলাকাশে ভেসে বেড়ানো সাদা শুভ্র মেঘমালাকে আর শীতের কুয়াশার চাদরে নিজেকে জড়িয়ে নিতে।<<< >>>মানুষের মনের জটিল মার-প্যাঁচ আমি বুঝি না।বুঝতে চাই ও না।তাই অনেক সময় সহজ সরল ব্যাপারগুলোও জটিল হয়ে যায়।<<< >>> দূরের মানুষদের কাছে আমি অতি ভাবওয়ালী।আর কাছের মানুষদের কাছে . . . .পুরাই আঁতেল <<<

নীলরঙা রোজনামচা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৩

কাল রাতে হঠাৎ এফ.এম এ তোর লেখা গানটা শুনলাম।চমকে গিয়েছিলাম একদম।চলে গিয়েছিলাম স্মৃতির ফ্ল্যাশব্যাকে।হাতড়ে ছিলাম কিছু পুরনো স্মৃতি।কততো দিন আগে তুই আমাকে গানটা শুনিয়েছিলি।আজ তোর স্মৃতিগুলোই আমার সাথে আছে।নেই শুধু তুই।তোর কি মনে পড়ে সেই সব দিনের কথা ?? আমি কিন্তু এখনও ঐ সব কথা ভাবি আর নিজের মনেই হাসি।তুই ছিলি আসলেই আস্ত একটা পাগল।সারাদিন গান লেখার মাঝেই ডুবে থাকতি।শুধু পরীক্ষা আসলেই তার আগের রাতে পড়তি।কতো তোকে বলতাম,“ভালো করে পড়;এইসব গান নিয়ে জীবন গড়বে না;ভবিষ্যতের কথা ভাব।” কিন্তু কে শোনে কার কথা।তোর জন্য রাতে শান্তিমতো ঘুমাতেও পারতাম না।নতুন নতুন একটা করে গান লিখতি আর যতই রাত হোক না কেন ফোন করে বলতি,“দোস্ত,একদম ফ্রেশ লিখলাম। শোন না একটু।আমি ঘুম ঘুম চোখে শুধুই হুম হুম করতাম।শুধুই কি তোর লেখা গানটা শুনাইতি।তারপর যখন তোর বন্ধুরা সুর করতো,সেইটাও শুনতে হতো আমাকে।তুই কতো জোর করতি আমাকে গান গাওয়ানোর।বলতি,“তোর গলা ভালো,কেন গাইছিস না।” আমি শুধুই হাসতাম।মনে মনে চাইতাম না যে তা না।কিন্তু ভয় পেতাম,পাছে আমার কাকের মতো কর্কশ কণ্ঠের গান শুনে তুই যদি পালিয়ে যাস।তুই সারাদিন শুধু তোর গানের কথা শুনাইতি আমাকে।আর আমি !!!! “সারাদিন ক্যাম্পাসে কি করলাম।কয়টা ক্লাস ফাঁকি দিলাম, কোথায় আজ বেড়াতে যাবো,শপিং এ কি কি কিনলাম।” এ সবই বক বক করতাম তোর কাছে।তুই বলতি “অই, সারাদিন আর কাম নাই নাকি।শুধু ঘুরে বেড়ানো।যা পড়তে বস।” উলটা ঝাড়ি দিতি আমাকে।অথচ নিজে পড়ার ধারে কাছে নাই।

এখনও খুব মনে পড়ে তোর কথা।কতই না আনন্দের ছিল দিনগুলো।কিন্তু এখন আমি খুব খুশি তোর গাওয়া গান আর তোর লেখা কবিতা শোনার কেউ একজন আছে এখন।ভালো লাগে ভাবতে তুই এখন তাকে নিয়েই তোর গান লিখিস।



ভাগ্যিস আমাকে নিয়ে কখনও লিখিস নি !!!!!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.