| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাস সিক্স বা সেভেন এর ইংলিশ বইতে একটা গল্প ছিল,
নাম ছিল বোধহয় '' Blind Man & the Elephant" মনে নাই
যাইহোক গল্পটা ছিল ৬ জন অন্ধ লোকের হাতি দেখা নিয়ে
যে লোক হাতির লেজ ধরল সে বলল হাতি দড়ির মত,
যে লোক হাতির শুড় ধরল সে বলল হাতি সাপের মত,
যে লোক হাতির দাঁত ধরল সে বলল হাতি তলোয়ার এর মত,
যে লোক হাতির পেট ধরল সে বলল হাতি দেয়ালের মত,
যে লোক হাতির পা ধরল সে বলল হাতি পিলার এর মত,
যে লোক হাতির কান ধরল সে বলল হাতি কূলার মত।
বর্তমানে আমাদের দেশে যারা কোন না কোন রাজনৈতিক দলের সমর্থন করেন
তারা দেখী কোন চিন্তা ভাবনা ছাড়াই সেই অন্ধদের মত ঐ দলটির ভাল মন্দ সব কাজকেই সমর্থন করেন।
ভাবটা এমন, "অতোকিছু বুঝিনা,নেতা যা কইছে তাই ঠিক''
©somewhere in net ltd.