![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ঈদুল আযহার পর বাড়ি থেকে ঢাকা আসি । এর পর অফিসে কাজের চাপ এতো বৃদ্ধি পায় যে কোন ভাবে ছুটি পাচ্ছিলাম না বাড়ি যাওয়ার জন্য । অবশেষে ২০ ফেব্রুয়ারি আমি বাড়ি যাওয়ার সুযোগ পাই। কিন্তু চিন্তায় পড়ে যাই কিভাবে যাবো। আমার বাড়ি কুমিল্লা । কুমিল্লা যাওয়ার পথে দাঊদকান্দি এবং মেঘনা ব্রিজ এর মেরামত এর কাজ চলতেছে। একবার ভাবলাম ট্রেন এ যাবো পরে চিন্তা করলাম একসাথে সরকারি তিনদিন ছুটি ট্রেনে ভিড় হবে, দাঁড়িয়ে থাকতে হবে পুরু রাস্তায়। পরে বাসা থেকে বের হলাম সায়দাবাদ এর উদ্দেশ্যে । যথারীতি মিরপুর থেকে বাসে উঠলাম বিকাল তিনটায় । কিন্তু শাহবাগ আন্দোলন এর কারণে গাড়ি কাঁটাবন মোড় দিয়ে চলে যায় । এমন ভয়াবহ জ্যাম গাড়ি কোনভাবেই চলছেনা। BUET এর সামনে আসলে অনেকক্ষণ বসে থাকার পর বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম । প্রায় এক ঘণ্টা হাঁটার পর গুলিস্থান পোঁছাই। এরপর রিক্সা নেই। সায়দাবাদ পর্যন্ত ৩০ টাকা। রিক্সায় উঠে বসি । রিক্সা দুই মিনিট চলার পর হঠাৎ রাস্তায় দেখি দশ টাকার একটি নোট রাবার দিয়ে প্যাঁচানো । রিক্সাওলা বলল স্যার নিবো । আমি বললাম নেও। সে টাকা থেকে রাবার খুলে দেখে একটি চিঠি । সে বলল স্যার পড়েন তো এর মধ্যে কি লিখা আছে। আমি চিঠি পড়ে দেখি এর মধ্যে লিখা আছে, এক ব্যক্তি তার বড় মেয়েকে দিয়ে ২২ ক্যারেটের ২ ভরি স্বর্নের বার পাঠিয়েছে অন্য জুয়েলারর্স এ লকেট সহ দুটি চেইন বানানোর জন্য । তারপর রিক্সাওলা আমাকে স্বর্নের বারটি দেখায়। আমিতো প্রথমে অবাক । পরে ভাবলাম গরিব মানুষ পেয়েছে । ওর কাজে লাগবে। রিক্সাওলা বলল স্যার এটার দাম কত হবে। আমি বললাম ২০ থেকে ৩০ হাজার টাকা হবে। সে বলে স্যার ভাল করে দেখেন এর মধ্যে ঠিকানা লিখা আছে কিনা । আমি দেখলাম কোন ঠিকানা লিখা নাই । আমি বললাম তুমি গাড়ি চালাও । কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। সে আমার কাছ থেকে চিঠি নিয়ে রাস্তার একটা লোককে চিঠিটা দেখায় । রাস্তার লোকটি চিঠি পড়ে বলে আমি বিক্রি করে দিব। আমার বুঝার বাকি রইলো না যে এই লোকটি ধান্দাবাজ । আমি রিক্সাওলাকে ও রাস্তার লোকটিকে দমকি দিলাম । তারপর রিক্সাওলাকে বললাম তুমি রিক্সা চালাও। মনে মনে শুধু একটি কথা ভাবলাম কিভাবে নিজেকে কন্ট্রোল রাখা যায় । ভাবনা গুলো এলোমেলো হয়ে যায়। কিছুক্ষণ পর রিক্সাওলা আবার জিজ্ঞাসা করে স্যার এটার দাম কত। আমি বললাম ।৫০ থেকে ৬০ হাজার টাকা। তখন রিক্সার গতি কমে যায় , সে বলে স্যার আপনি বাসে চলে যান । আমাকে টাকা দেওয়া লাগবে না। আমি আবার রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি । কারণ আমি হয়তো পাঁচ দশ হাজার টাকা দিলে দুই ভরি আমার হয়ে যেত। আল্লাহর কাছে হাজার শোকরিয়া , আমি লোভ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি। এই ঘটনা যখন আমি অনেকের সাথে শেয়ার করি । কেউ বলেছে আমি বোকামি করছি, কেউ বলেছে আমি ভালো করেছি। ........................ ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
তেজপাতা মসলা বলেছেন: ধন্যবাদ .।।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
এম. হাফিজ উল্লাহ বলেছেন: আমার ধারনা যে আপনি হয়ত প্রতারক চক্রের ধোকাবাজির শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। রিক্সাওয়ালা আর সেই পথচারী যে একই সিন্ডিকেটের লোক নয় তা কি করে নিশ্চিত হতে পারলেন? এই ধরনের লোভের টোপ 'গিললে' আপনি যা দিয়ে স্বর্নের টুকরাটি কিনতেন সে টাকাটা আপনার 'লস' হয়ে যেত কারন ওটা আসলে হয়ত নকল সোনা ছিল। বুদ্ধিমানের কাজটি করেছেন।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
বিচছু বলেছেন: কয়েক মাস আগে সেইম কাহিনি আমার আম্মার সাথে ঘটসে এটা যে কি হইল কিসু আম্মা কইতে পারেনা :!> যা হোক আম্মা লোভ করে নাই :-&
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মুদ্রা সংগ্রাহক বলেছেন: এ রকম ঘটনার মুখোমুখি আমিও একবার হয়েছিলাম..এবং রাজশাহী থেকে ঢাকার বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছিল....প্রথম থেকেই আমি বুঝতে পারছিলাম যে এটা একটা প্রতারক চক্রের কাজ...আমি যখন স্বর্ণের ব্যপারে প্রচন্ড অনাগ্রহ দেখালাম তখন রিক্সাওয়ালা বার বার বলতেছিল যে স্যার নিয়ে যান আমাকে কিছু টাকা দেন তাহলেই হবে...পরে বাসে উঠার পরে মেজাজ খারাপ হয়েছিল কেন আমি তারে দুই চটকানা দিলাম না....কেউ না কেউ হয়ত তার টোপ গিলে সর্বস্বান্ত হবে....
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
ধ্বণি বলেছেন: ভাই আপনে বাইচা গেছেন... আমার পরিচিত একজন ঠিক একিরকম ঘটনা ফেস করেছে এবং লোভে পরেছে লস্ খেয়েছে...
লোভে পাপ পাপে ....
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
তেজপাতা মসলা বলেছেন: সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
সাদা রং- বলেছেন: এটা প্রতাকর চক্রের কাজ। বড় বাছা বেছে গেছেন।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
আদরসারািদন বলেছেন: হুম.........সাবধান হইলাম
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
এলোমেলো অমিত বলেছেন: খুব ভাল কাজ করছেন.....