![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মানুষকে দূর থেকেই আপন মনে হয়,
কাছে গেলেই হারিয়ে যায় সব মায়া, ভালোবাসা!
হয়তো তারা সেই দূরের কুয়াশার মতো আপন ছিল,
দূর থেকে দেখা যায় ঘন কুয়াশা,
কাছে গিয়ে ছুঁতে গেলেই হারিয়ে যায়!
অথচ কুয়াশা ঠিকই থাকে,
কিন্তু দেখা যায় না!
আমাদের জীবনে সেই মানুষগুলো হয়তো,
দূরের কুয়াশার মত ছিল!
দূর থেকে মায়া দেখা যায়, আপন আপন মনে হয়,
কাছে গেলেই সেই কুয়াশার মত হারিয়ে যায়,
অথচ তারা ঠিকই থাকে,
কিন্তু কাছে গেলে সেই মায়া, ভালোবাসা থাকে না!
মাঝে মাঝে মনে হয় সম্পর্কগুলো দূরেই সুন্দর;
যেমন সুন্দর দূরে সবুজের সাথে মিশে যাওয়া আকাশের নীল!
কবিতা : দূরের আপন মানুষ
লেখা : মারুফ রুসাফী
©somewhere in net ltd.