নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তাই হোক পরম মানবধর্ম

রাতের সব তারাই আছে... দিনের আলোর গভীরে!

মারজানা সাফাত

জ্ঞান এবং সত্যের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি জীবন

মারজানা সাফাত › বিস্তারিত পোস্টঃ

কোরবানী/ জীবের অধিকার প্রসঙ্গে : কোনটা শেষ কথা - ধর্ম, নাকি ঈশ্বর?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

আপনার কাছে কি ধর্মের আগে ঈশ্বর, নাকি ঈশ্বরের আগে ধর্ম? আপনি বলতে পারেন, ঈশ্বরই আগে, কিন্তু ধর্মই তো ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায়। তাহলে প্রশ্ন হচ্ছে কোন ধর্ম দিয়ে ঈশ্বরের কাছে যাবেন? ঈশ্বর এক, কিন্তু ধর্ম তো অনেক। আবার সব ধর্মেই ঈশ্বর বলছেন একমাত্র এই ধর্মেই তাঁকে পাওয়া সম্ভব। তো ধর্মই যদি ঈশ্বরকে পাওয়ার একমাত্র রাস্তা হবে, তবে কোন ধর্মের উপর কোন ধর্মকে বিচার করবে মানুষ? দৈবচক্রে যে ধর্মাবলম্বীর ঘরে আপনি জন্মেছেন, সেটাকেই প্রকৃত ধর্ম বলে আপনি বিশ্বাস করেন, কিন্তু ঠিক এই এক যুক্তি, এক বাস্তবতা তো অন্য ধর্মাবলম্বীর বেলায়ও সত্যি, সেও তো ঠিক একই কারনে বিশ্বাস করে তার ধর্মই একমাত্র সত্য। তাহলে সেই পরম মানদণ্ডটা কোথায় যেটা দিয়ে পরম সত্য ঈশ্বরকে পাওয়ার রাস্তা নির্ধারণ করা যায়?

বিস্ময়টা এখানেই, সেই পরম মানদণ্ড মানুষ শুধুমাত্র নিজের মধ্যেই খুঁজে পেতে পারে, পৃথিবীর আর কোথাও তা পাওয়া সম্ভব না। অন্যান্য জীবের মত মানুষও অসংখ্য রিপু দিয়ে তৈরি। তার ক্ষুধা আছে, বেঁচে থাকার এবং নিরাপত্তার আকাঙ্ক্ষা আছে, বংশ বিস্তারের দায়িত্ব আছে, কিন্তু মানুষ আলাদা, কারণ তার মধ্যে মগজ এবং মনের সামঞ্জস্যের মাধ্যমে বিবেক, নীতিবোধ, ন্যয়পরায়নতা, সমবেদনা নামক কিছু বিষয় তৈরি হয়েছে, যাকে একত্রে মনুষ্যত্ব বলা হয়। এই মনুষ্যত্বই মানুষকে রিপুর দাস হওয়া থেকে বিরত করে, ভোগের বদলে রক্ষা করতে শেখায়, নিজের বদলে অন্যের কথা ভাবায়, আত্নত্যাগের শিক্ষা দেয়, সর্বোপরি এমন এক বিচারবোধের সৃষ্টি করে যা সত্যের অনুসন্ধান করতে পারে। যার মনুষ্যত্ববোধ প্রবল, ঠিক-ব্যঠিক, ন্যায়-অন্যায় বিচারের জন্য তার কোন কিতাব বা গুরু-বানীর উপর নির্ভরশীলতার প্রয়োজন হয়না, তার ভিতরের মনুষ্যত্ব নামক সেই পরম মানদণ্ড দিয়েই সে বুঝতে পারে তার কি করতে হবে। মনুষ্যত্বের সাথে ধর্মের কোন বিরোধ নেই। যে মনে করে সে নেহাত মানুষ হয়ে জন্মানোর কারণে নয়, বরং মনুষ্যত্বের কারনে মানুষ, সে যেকোন ধর্মের শুদ্ধতাকে ধারণ করতে পারে, এবং ধর্মের শুদ্ধ সৌন্দর্যের সাথে নিজের মনুষ্যত্বের মিশেলে ঈশ্বরের সাধনা করতে পারে।

জীবের অধিকারকে স্বীকার করা সেই মনুষ্যত্বেরই পরিচয় বহন করে। মানুষ জানে, যেহেতু সে অন্যান্য জীবের চেয়ে বেশী ক্ষমতাধর, সুতরাং তার প্রথম কাজ হচ্ছে রক্ষা করা, শুধু নিজেকে বা নিজের জাত কে না, বরং পুরো সৃষ্টিজগতকে। তার ভিতরের পরম মানদণ্ড দিয়েই সে উপলব্ধি করতে পারে, জীবনের মূল ব্যপারগুলো তার ক্ষেত্রে যেমন সত্যি, তা অন্য সব জীবের বেলায়ও সত্যি। না খেয়ে থাকলে তার যেমন কষ্ট, সেই কষ্ট অন্য সব জীবের বেলায় এক। তার শরীরে কোথাও আঘাত লাগলে যেমন ব্যথা, সেই ব্যথার বোধও এক। ঠিক একইভাবে জীবনের প্রতি তার যে আকর্ষণ, বেঁচে থাকার অধিকার তার যতখানি, অন্য সকল জীবের ক্ষেত্রেও তা সমান। একজন মায়ের স্তনের দুধে তার সন্তানের যতখানি অধিকার, একটা বাছুরেরও তার মায়ের দুধে ততখানিই অধিকার। তেলাপোকা দেখলেই সে তখন আর পিষে মারেনা, বরং সমগ্র সৃষ্টিজগতের প্রতি সে গভীর সমবেদনা নিয়ে তাকায়। ইসলাম ধর্মে আল্লাহ মানুষের জন্য পশুপাখি খাওয়া হালাল করেছেন, এটাই তো হওয়ার কথা। আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টিকে ভালবাসেন, আর তাই মানুষকে তার ক্ষমতা ভোগ করার আনন্দ থেকে তিনি বঞ্চিত করেননি। কিন্তু মানুষ যদি তার বিচার-বিবেক দিয়ে ভোগের বদলে রক্ষার মন্ত্র নেয়, আল্লাহ তো তাতে কোথাও হস্তক্ষেপ করেননি। ভেগান/ভেজিটেরিয়ান হতে ইসলাম সহ অন্য কোন ধর্মেই কোন বাঁধা দেয়া হয়নি। কোরবানিকে পর্যন্ত ফরজ না করে ওয়াজিব করা হয়েছে এবং বলা হয়েছে- “যুলহিজ্জাহ মাসের ১০-১২ তারিখের মধ্যে কোন মুসলমান যদি ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে পশু কোরবানি দিতে অসমর্থ হয়, তবে কোরবানির সমপরিমাণ অর্থ সে ‘সদকা’ হিসেবে দান করতে পারে”। Click This Link

মানুষ যদি তার মনুষ্যত্ববোধ দিয়ে জীবনে চলতে চায়, তবে পৃথিবীর কোন ধর্মই তাতে বাঁধা না; মানুষের সংকীর্ণতা, রিপুর আধিপত্য, চিন্তার অক্ষমতা এবং সীমাবদ্ধ জ্ঞানই সেক্ষেত্রে বাঁধা। নিজের ভেতর ডুব দিয়ে সত্যকে অনুসন্ধান করলে এই সমস্ত বাঁধা কাটিয়ে ফেলা যায়, আর এর মাধ্যমে যে উপলব্ধির সন্ধান পাওয়া যায়, তা দিয়ে ধর্মের প্রকৃত মূল্যায়ন সম্ভব হয়। নিজেকে বাদ দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না, নিজের মধ্য দিয়েই ঈশ্বরকে পেতে হয়।

সকলের জন্য শুভকামনা। জগতের সকল প্রাণী সুখী হোক।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:



ঈশ্বরকে পাবার চেস্টা বৃথা

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথা বুঝতে পারছি,, জীবের প্রতি দয়ামায়া সবারই আছে এবং থাকা দরকার। আরও কয়েকশত বছর আগে স্যার জগদিশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন যে উদ্ভিদের জীবন আছে এবং আমরা গাছের ফল খাই শাক সবজিও উদ্ভিদ তাএ খাই, তাই না? এখন একটু চিন্তা করবেন যে গাছের ফল খাই , পাতা ছিরি ডালপালা ভাঙি এতে গাছেরও কষ্ট হয় শুধু আমরা অনুভব করতে পারি না! আর যে পশুটাকে জবাই করা হচ্ছে সেটা কিন্তু সাথেই মানে ৪, ৫ সেকেন্ডেই মারা যায় তাহলেভাবুন কোনটা ঠিক, আর এখানে পশুটাকে তিলতিল করে মারা হচ্ছে না, প্রথমবারেই একে জবাই করে ফেলা হয়, এমনকি এর আগে পশুটাকে না খায়িএও রাখা হয় না।
আপনার কথাও ঠিক আছে। তবে প্লিজ আপু আমার কথায় রাগ করবেন না প্লিজ, একটু ভাববেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬

মারজানা সাফাত বলেছেন: রাগ কেন হব ভাই, আপনি তো যুক্তি দিয়েই কথা বলেছেন। পশু জবাই করে মৃত্যুর জন্য যত কম সময়ই লাগুক না কেন, এর মাধ্যমে আপনি তার বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছেন। এই পশুগুলোতো স্বেচ্ছায় মারা যাচ্ছে না, এদের জোর করে মেরে ফেলা হচ্ছে। ধরুন, আপনাকে একটা ল্যবরেটরিতে ধরে নিয়ে যাওয়া হল যেখানে আপনার অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে আপনাকে যত দ্রুত উপায়েই মেরে ফেলা হোক না কেন, তাতে আপনার সাথে অন্যায় করা হবে।

গাছ নিয়ে যা বলেছেন তা ঠিক। গাছের অনুভুতি ঠিক আমাদের মত না, কারন গাছের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই। কিন্তু গাছেরও মৃত্যু বোধ থাকার কথা। আমরা যদি বেঁচে থাকার জন্য গাছের উপর নির্ভর না করতাম, তাহলে অবশ্যই আমরা গাছ বাদ দিয়ে জীবন ধারণ করতাম। আমরা যদি আমাদের জ্ঞান-বিজ্ঞান-ক্ষমতা দিয়ে সকল জৈবিক চাহিদা থেকে কখনও মুক্তি পেয়ে যাই, তখন আমরা সব গাছ বাঁচাতে পারব। আমি বিশ্বাস করি সেই একদিনও অবশ্যই আসবে। মানুষের ক্ষমতার উপর আমার অসীম বিশ্বাস। :)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০

দুখু বাঙাল বলেছেন: প্ৰসঙ্গঃ কমেন্টের ফটো @আজকের নায়েক

গাদামী কারে কয়। কারো পিছে লাগলে অবল তাবল বলতেই হয় ভাই?

যখন কোন কিছুর কন্ডিশান দিয়ে বলা হয় এই জিনিসটা পেতে হলে তোমার প্ৰিয় জিনিস উত্‍সৰ্গ কর, তাহলে কি যা পাওয়ার কথা বলা হচ্ছে তা উত্‍সৰ্গ করবেন?

আর ইব্ৰাহীম আঃ তো তাঁর প্ৰিয় জিনিস কোরবানী দিছেই। আল্লাহ তায়ালা সেটা কবুলও করেছেন। কিন্তু ইসমাঈল আঃ জবাই হননি, হয়েছে একটা পশু (দুম্বা)। তাইতো আজ পশু উত্‍সৰ্গ করা হয়। মুলত পশু নয় সম্পদ উত্‍সৰ্গ। এক হিসাবে তাও না, কারন নিজ খরছে কিনে এনে আবার তো নিজেই খেতে পারছে।
এব্যাপারে আল্লাহ তায়ালাই বলেন "আমার কাছে তোমাদের গোস্ত পৌছে না রক্তও পৌছে না পৌছে শুধু তোমাদের আল্লাহ ভিতি।" [আল কোরআন]

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

আলিয়া হাসান বলেছেন: অসুস্হ মানসিকতার আজকের নায়কের চিকিৎসার সুবিধা প্রদান করা হোক।
কাউকে ছোট করে কথা বললে ছোট হয়ে যায়, বিখযাত ব্লগার হওয়া যায় না।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

মোঃ কামরুল ইসলাম ৯৬৬ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.