![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুলে পড়ার সময় বাসায় একজন স্যার এসে পড়াতেন। বিশেষ করে গণিত, সেখান থেকেই আসলে আমার গণিতে দূর্বলতা! সে যাক, শিক্ষার পরিক্রমায় আসলো “গড়”!
আমাকে বুঝালেন স্যার, গড় কি, সবাইকে যোগ দিয়ে সবার সংখ্যা দিয়ে ভাগ! বুঝতে ঝামেলা হওয়ায় স্যার বললেন, “ধরো তোমার ২ টাকা আমার ৪ টাকা আছে, তাহলে ৪ আর ২ হলো ৬, আর আমরা দুইজন। ৬ টাকাকে ২ দিয়ে ভাগ করলে হয় ৩, মানে গড়ে আমাদের ৩ টাকা আছে।”
আমি অবাক! আমার কাছে ২ টাকা থাকলেও বলা হলো আমার কাছে ৩ টাকা?!
অবস্থা হজম করতে করতেই স্যার বললেন, “এবার বলো আমি যদি আরো ২ টাকা পাই তাহলে কত গড় হবে?”
আমার শিশুমন তখন, তার উপর বসে বসে “গড়ে” টাকা বাড়ছে, আমি বললাম “স্যার, হঠাৎ ২ টাকা কোথায় পেলেন?”
স্যার বললেন, “ধরো রাস্তায় পরে পেলাম”!
“স্যার, আপনি তো তাহলে টাকা চুরি করে গড় বাড়াচ্ছেন!” আর সাথে সাথে “ঠাস”!!
এই দেশে অতি অবশ্যই উচ্চশিক্ষার চেয়ে দিবা-নিশি মোবাইলে কথা বলা জরুরী! নাহলে এখনো বেসরকারি শিক্ষা-খাতে শতকরা ৭ ভাগ ট্যাক্স থাকে কিভাবে, যদি আসলেই মোবাইলের ব্যবহারের উপরে শতকরা ৩ ভাগ অতিরিক্ত কর বসেই থাকে!
এর সাথেই আরেকটা খবর বড় বড় করে, বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ, এটি আবার বলেছে বিশ্ব-ব্যাংক, ক’দিন আগেই যাদের কেউ কেউ বলছিল “তুই ফাউল তোর কথা ফাউল তোর টাকা ফাউল”!
বাড়ী ফিরে পকেট থেকে মানিব্যাগটা বের করে রাখার সময় এটার দিকে তাকয়েই মনে হলো, গড়ে তো সবসময়ই পিছিয়েই আছি, কারো তো আয় বেড়েছে, কিন্ত এবার চোর’টা কোথায়?
আবার কেউ থাপ্পড় মারতে আসে কি না কে জানে!
©somewhere in net ltd.