![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্পোরেট এর চাকুরি করা মানুষগুলো অনেকটা বাংলা সিনেমার নায়ক-নায়িকাদের মত।
উদয়অস্ত মুখে মেকী হাসি, পেছন থেকে গুষ্টি উদ্ধার আর সামনাসামনি হলে জড়িয়ে ধরা, ছবি তোলা। প্রতিটা চলচ্চিত্র মুক্তির আগেই সংশ্লিষ্ট মূল অভিনেতা বা অভিনেত্রী বলেন, কাহিনী মৌলিক, আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখানে। কিছু চমক আছে এখন বলবনা, দর্শক মজা পাবেন। সপরিবারে দেখার মত ছবি। এমন ব্যতিক্রমী চরিত্রে আগে কাজ করিনি। আর নিয়মতান্ত্রিক জীবন, দূর পরাহত!
কর্পোরেটেও তো তাই। ৯ টা ৫:৩০ টা কাগজে সই করে বাড়ী ফেরা রাত ১০ টায়, মুখে মেকী হাসি সফল জীবনের। প্রতিটা কাজের ব্যাপারেই আমাদের একই বক্তব্য, কাজটা চ্যালেঞ্জিং, গুরুত্ববাহী। পশ্চাদ্দেশে লাত্থি খাওয়া চেপে যাওয়া আর দলীয় পিঠ চাঁপড়ানো টা নিজের পিঠ ভেবে আত্নতুষ্টি। কখনো বিপদ আঁচ করে কিংবা একটু ভালো সুযোগ সুবিধার পাতা ফাঁদে পা দিয়ে প্রতিষ্ঠান পরিবর্তন।
যতক্ষণ শরীরে শক্তি আছে দৌড়ানোর, নেঁচে যাওয়ার, ততক্ষনই দাম আছে, এরপর “এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান”!
Life is a race, and change is the only constant thing.
তবু চাকরী ছাড়ি, কাজ বদলাই, কিসের আশায় কে জানে…
২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তবু চাকরী ছাড়ি, কাজ বদলাই, কিসের আশায় কে জানে… পোস্টে +++
বছর দুয়েক আগে লেখা আমার এই লেখাটি পড়লে মজা পাবেন, প্রাসঙ্গিক বলে লিঙ্ক শেয়ার করাঃ কর্পোরেট রোবটের দিনলিপি
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
৩| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১২
এনটনি বলেছেন: অনেক ধন্যবাদ, ভেতরের কষ্ট টা বুঝলেন বলে
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০
সেয়ানা বলেছেন: ভাই, আপনার পোস্টটা দেখে বিভীষিকাময় অতীতের কথা মনে পড়ে গেল। সকালে ৬।৩০ এ বের হয়ে রাত্রে ১০-১১ টায় বাসায় ফিরতাম। মাসে কমপক্ষে ১৫-২০ দিন উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কাটাতে হত। ছয় মাস চাকরি করেছি। কোন ছুটি তো পাইই না বরং অনেক শুক্র বার ক্লায়েন্টদের এপয়েন্মেন্ট থাকত। উচ্চ বেতনের কর্পোরেট চাকরি ছেড়েছুড়ে এখন বিসিক এ আছি। এখনো সে সময়ের কথা মনে পড়লে ভাবি- আসলেই বেসরকারি চাকরিজীবীরা আসলেই মানুষরুপী রোবট। মালিকের কাউকে দিয়ে বিশ লাখ টাকা কামাই করাইলে বিশ হাজার টাকা বেতন দিতেও অনিচ্ছুক।