![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় অতীতের তুলনায় দেশে দারিদ্র্যের হার কমেছে। আর দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দারিদ্র্য বিমোচন সংক্রান্ত একটি বহুমাত্রিক ধারণা সূচকে সম্প্রতি এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণায় দারিদ্রতা কমানোর ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করা হয়। এতে বলা হয়, ১৯৯৯ থেকে ২০০৬ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনে ভারতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের তুলনায় এর গতি অনেক ধীর। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের বার্ষিক হার যেখানে ৩.২ শতাংশ আর নেপালে ৪.১ শতাংশ সেখানে ভারতে এই হার মোটে ১.২ শতাংশ। নেপাল ও বাংলাদেশ কম আয়ের দেশ হলেও সামাজিক উন্নয়ন কর্মসূচি ও সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের কারণেই দেশ দুটি দারিদ্র্য বিমোচনে এতটা সফলতা পেয়েছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্য বিমোচনে এরই মধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করছে। বাংলাদেশ সরকারের এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে সেদিন আর দূরে নয় যেদিন বাংলাদেশের দারিদ্রতা স্থায়ীভাবে দূরীভূত হবে।
©somewhere in net ltd.