নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারের যুগোপযোগী সুষ্ঠু পররাষ্ট্রনীতির ফলে আগামীতে মালদ্বীপে রপ্তানি হবে বাংলাদেশী ওষুধ, একই সাথে চাকরি পাবেন ডাক্তার, নার্স

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১

ভারত ও মালদ্বীপের সঙ্গে স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত পৃথক দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী আগামীতে বাংলাদেশের মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজগুলোতে মালদ্বীপের ছাত্রছাত্রীরা পড়তে আসবেন। একই সঙ্গে মালদ্বীপে রপ্তানি হবে বাংলাদেশের ওষুধ। সেখানকার হাসপাতালগুলোতে নিয়োগ হবে বাংলাদেশের চিকিৎসক ও নার্স। আর ভারত ও বাংলাদেশের মধ্যে সকল ধরনের সনাতন ওষুধের কাঁচামাল উপকরণ আদানপ্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদানের জন্য উভয় দেশের আইন অনুযায়ী বিশেষজ্ঞ, দক্ষ চিকিৎসক আদান-প্রদান করা যাবে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে সকল ধরনের প্রথাগত ওষুধের কাঁচামাল উপকরণ আদান-প্রদান করা হবে। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষার জন্য বৃত্তি প্রদান এবং একটি একাডেমিক চেয়ার স্থাপনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীরা তাদের নিজ নিজ দেশ থেকে ভিসেরাল লেইশম্যানিয়াসি (কালাজ্বর) নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কালাজ্বরের ৯০ ভাগ প্রাদুর্ভাব প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এ সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে শতভাগ প্রতিরোধ করা সম্ভব হবে। যেহেতু দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই কালাজ্বরের প্রভাব বেশি তাই এ চুক্তি কার্যকর হলে দেশের সাধারন মানুষ একসঙ্গে কাজ করলে এটা প্রতিরোধ সম্ভব হবে এবং বাংলাদেশ পাবে একটি সুস্থ সুন্দর জাতি গঠনের গ্যরান্টি।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.