নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

সড়ক পথকে যানজটমুক্ত করতে বিমানবন্দর সড়ক থেকে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র্যা পিড ট্রানজিট নির্মাণ করার উদ্যোগ সরকারের

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০



বিমানবন্দর সড়ক থেকে কেরানীগঞ্জ পর্যন্ত এবার বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ করবে সরকার। রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে গৃহীত প্রকল্পটিতে অর্থায়ন করবে দাতা সংস্থা বিশ্বব্যাংক। ২২ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ বিআরটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। বিমানবন্দর সড়ক থেকে কেরানীগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত বাসের জন্য পৃথক লেনের এ প্রকল্পটি বিআরটি-৩ নামে পরিচিত। ২০ বছর মেয়াদি কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) ভিত্তিতে এটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে উত্তরার বিমানবন্দর সড়ক থেকে কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত বিআরটি-৩ নির্মাণে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। এখন প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ চলছে, যা আগামী বছর জুনে শেষ হওয়ার কথা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ২০২০ সালে বিআরটি-৩ নির্মাণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উত্তরার বিমানবন্দর সড়ক ধরে কুড়িল ইন্টারচেঞ্জের নিচ দিয়ে ও বনানী রেল ওভারপাসের উপর দিয়ে মহাখালী, সাতরাস্তা, মগবাজার, কাকরাইল, পল্টন, গুলিস্তান, নয়াবাজার, বাবুবাজার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু হয়ে কিরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত ২২ দশমিক ৪ কিলোমিটার সড়কে বিআরটি-৩ নির্মাণ করা হবে। এর মধ্যে ১৬টি বাস স্টপেজ, ২টি বাস ডিপো ও ২টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। বাস স্টপেজে প্রবেশ-বাহির ও পথচারীদের পারাপারের জন্য ৩০টি আন্ডারপাস তৈরি করা হবে। ১৮ মিটার দীর্ঘ ১০০টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে এ পথে। বিআরটির মাধ্যমে ঘণ্টায় ৩০ হাজার যাত্রী কেরানীগঞ্জ থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। বাসগুলোতে ভাড়া আদায়ের জন্য থাকবে ইলেকট্রনিক স্মার্ট কার্ড সিস্টেম, যা যে কোন সময় সুবিধাজনক স্টোর থেকে রিচার্জ করা যাবে। সরকারের এ পদক্ষেপে সড়কপথে যানজট যেমন কমে আসবে তেমনি জনগণ রাস্তাঘাটে চলাচল করে স্বস্তিবোধ করবেন।






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.