![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
আউটসোর্সিংয়ের জন্য বাংলাদেশ এখন যে কোন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম। এই সেক্টরে দক্ষ জনবল গড়ে উঠেছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের তরুণ-তরুণীদের কাজ দিচ্ছে। ঘরে বসেই এখন অনেকেই বৈদেশিক মুদ্রা আয় করছেন। ফিলিপাইনের ম্যানিলায় ইন্টারন্যাশনাল আইটি-বিপিএম সামিটে বাংলাদেশের পক্ষ থেকে এমন তথ্য তুলে ধরা হয়েছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আউটসোর্সিংয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আধুনিক ও সম্মানজনক পেশার স্বীকৃতি পেয়েছে। ঘরে বসে থেকে দেশের অনেক তরুণ-তরুণী আউটসোর্সিংয়ের মাধ্যমে ভাল অঙ্কের টাকা আয় করছেন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইসিটিতে ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ছে। ভারত এর পাশাপাশি বাংলাদেশের তরুণ-তরুণীরা আউটসোর্সিংয়ে ব্যাপক আগ্রহের সঙ্গে কাজ করছে। ইন্টারনেটের কল্যাণে তারা এখন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই পথ হাঁটছে। দেশকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। তারা এখন তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে উঠছে। আগামী দিনে এই তরুণরাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। ইন্টারনেট খুলে দিয়েছে সব বন্ধ দরজা। এখন বিশ্ব চলে এসেছে হাতের মুঠোয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমেই দেশে উন্নয়ন ঘটবে। এই খাতে প্রতি বছর ৫ থেকে ৬শ’ কোটি টাকা আয় হতে পারে। বাংলাদেশের আউটসোর্সিং কর্মীদের দক্ষতা অন্য যে কোন দেশের সঙ্গে তুলনা করা যায়। এ বছর ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৫৪তম অবস্থানে রয়েছে।তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশ অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে এই সেক্টরে মেয়েরাও অনেক ভাল করছে। সারাদেশ এখন নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। এই সেক্টরে ২৫ লাখের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। গ্রাম পর্যায়ে ইন্টারনেট নিয়ে যাওয়ার জন্য ওয়ারলেস ইন্টারনেট এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে কাজ শুরু হয়েছে অনেক আগেই। তাছাড়া ইন্টারনেট এখন অধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশের মানুষ যত বেশি ইন্টারনেট ব্যবহার করবে তত বেশি দক্ষ হয়ে উঠবে। বিশেষ করে থ্রিজি (তৃতীয় প্রজন্ম) বাজারে চলে এসেছে। থ্রিজি প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট থাকবে। ফলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিআরএসের মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশ আইসিটি খাতে দারুণভাবে এগিয়ে গেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এ কাজের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। আর সাফল্যটাও নিঃসন্দেহে ঈর্ষণীয়। বাংলাদেশের তরুণ প্রজন্ম আউটসোর্সিং বান্ধব।
©somewhere in net ltd.