নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

আর কোন সরকারী শিল্প ব্যক্তিমালিকানায় না দেয়ার আশ্বাস সরকারের। সকল বন্ধ শিল্প চালুর মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচন এবং বৃহৎ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬





বন্ধ সরকারী শিল্প-কারখানা চালু করার ঘোষণা দিয়েছে সরকার। আর কোন সরকারী শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া হবে না। বরং যাঁরা শিল্প কারখানা নিয়ে চালু করতে পারেননি তা ফিরিয়ে নেয়া হবে। এখনও বহু শিল্প-কারখানা বন্ধ। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর কোন শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া হবে না। বরং যেসব শিল্প-কলকারখানা যাঁরা ব্যক্তিমালিকানায় কিনে নিয়েছেন চালু করবেন বলে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা চালু করেননি, তাঁদের হাত থেকে সেগুলো উদ্ধার করতে হবে। অতীতে কলকারখানা বেসরকারীকরণের উদ্যোগ নেয়া হয়েছিল। এর ফলে অনেকেই শিল্প-কারখানাগুলো কিনেছেন পানির দামে। কেনার পর এর কাঁচামাল, যন্ত্রপাতি বিক্রি করে কেনার পয়সা উঠে এসেছে। এরপর তাঁরা আর কারখানা চালু করেননি। নাবিস্কো বিক্রি হয় তখন মাত্র চার লাখ টাকায়। এর কাঁচামাল এবং যন্ত্রপাতি বিক্রি করে কেনার টাকা উঠে যায়। পরে তাঁরা আর শিল্প চালু করেননি। সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত ছিল বন্ধ শিল্প-কারখানাগুলো চালু করা। আর তারই বাস্তবায়ন হচ্ছে এখন। ইতিমধ্যে নয়টি বন্ধ টেক্সটাইল মিল শ্রমিক ও বিনিয়োগকারীদের নিয়ে যৌথভাবে চালু করেছে। কোন দেশে কোন ধরনের পাটজাত পণ্য রফতানি করা যায়, তা খুঁজে বের করতে হবে। পাটের নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে আমাদের। লেডি ডায়নার বিয়ের কাপড় তৈরি হয়েছিল রাজশাহী সিল্ক দিয়ে। অনেকেই হয়তো বিষয়টি জানেন না। সে সময় আমাদের বস্ত্রশিল্প আরও সমৃদ্ধ ছিল। পূর্বের মতো আমাদের এ বস্ত্রশিল্পকে আরও বিকশিত করতে হবে। এগিয়ে আসতে হবে আমাদের সকলকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.