![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাস, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ৬২৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। দেশীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬০ কোটি টাকার সমান। দেশের মোট পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৭৬৯ কোটি ৫১ লাখ ডলার। এই আয় ৮০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৭ শতাংশ কম। গত অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৮৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি (১ দশমিক ৩৭ শতাংশ) হয়। আর প্রথম দুই মাসে প্রবৃদ্ধি ছিল ২ শতাংশ। তৈরি পোশাকে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। মোট পণ্য রপ্তানি আয়ের ৮২ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। চলতি অর্থবছরে এ খাতের রপ্তানি আয় নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৯৮ কোটি ডলার। আর এখন পর্যন্ত ৬২৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে ওভেন পোশাক থেকে ২৯৬ কোটি ডলার ও নিট পোশাক থেকে ৩২৭ কোটি ডলার। জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩০ কোটি ডলারের চমড়া ও চমড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি। শুধু গত সেপ্টেম্বর মাসে ২৫৫ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে,। চলতি অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩২০ কোটি ডলার।
©somewhere in net ltd.